CM at Mohammedan SC: মহমেডানের ক্লাব তাঁবু উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mohammedan SC News: তিন প্রধানেই দাপটের সঙ্গে খেলা হাবিব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শ্রদ্ধা জানাই মহম্মদ হাবিবকে। বাংলাকে অনেক দিয়েছেন। দেশকে অনেক দিয়েছেন।'
তিন প্রধানকে ছাড়া ভারতীয় ফুটবল অসম্পূর্ণ। ময়দানে এ দিন আরও একটা গর্বের দিন। ময়দানের প্রথম দ্বিতল তাঁবু নির্মাণ করেছে মহমেডান স্পোর্টিং ক্লাব। লর্ডসের আদলে তৈরি করা হয়েছে ব্যালকনি। আজ মহমেডান স্পোর্টিংয়ের নবনির্মিত এই তাঁবুর উদ্বোধন হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে। উপস্থিত ছিলেন বাংলা ফুটবলের দিকপাল, বাকি দুই প্রধানের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রীকে সাদা-কালো উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মহমেডান কর্তারা। একই সঙ্গে দেওয়া হল ফুটবলের স্মারক। তবে আরও একটা উপহার রাখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তাঁর হাতে তুলে দেওয়া হয় ‘দিদি’ লেখা জার্সি। মহমেডান স্পোর্টিংয়ের তাঁবু উদ্বোধনে নানা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এক দিন আগেই ভারতীয় ফুটবল হারিয়েছে এক রত্নকে। মঙ্গলবার প্রয়াত হন ভারত তথা বাংলা ফুটবলের কিংবদন্তি মহম্মদ হাবিব। একই দিনে প্রাণ হারিয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ি। দু-জনকেই শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন প্রধানেই দাপটের সঙ্গে খেলা হাবিব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শ্রদ্ধা জানাই মহম্মদ হাবিবকে। বাংলাকে অনেক দিয়েছেন। দেশকে অনেক দিয়েছেন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ইন্ডিয়ান সুপার লিগে খেলুক মহমেডান স্পোর্টিংও। মুখ্যমন্ত্রী বলেন, ‘কিছু করতে পারার জন্য মনে জেদ থাকা দরকার। ইস্টবেঙ্গল, মোহনবাগান আইএসএল খেলছে। মহমেডান কেন খেলবে না? সমর্থকদের টাকাতেও আইএসএল খেলা যায়। আমি নিজেও কন্ট্রিবিউট করি। বই লিখে যা পাই সেখান থেকে। আইএসএল খেলতেই হবে মহমেডানকে। আইএসএলে খেলা হবে। এত সমর্থক। ১টাকা করে চাঁদা দিলেই হয়ে যাবে। লক্ষ্মীর ভান্ডারের মতো।’
মহমেডান স্পোর্টিংয়ের গ্যালারি সংস্কারের জন্য বড় অঙ্কের অনুদানও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সাড়ে সাত কোটি টাকা খরচ করেছি মহমেডানের ক্লাব তাঁবু উন্নতিতে। গ্যালারি সংস্কারের জন্য ৬০ লাখ টাকা দেব। ইস্টবেঙ্গল, মোহনবাগানের মতো এই গ্যালারিতেও বাকেট সিট দেখতে চাই।’ এ বার শান-ই-মহমেডান সম্মান দেওয়া হল ভাস্কর গাঙ্গুলি এবং আসলাম পারভেজকে। সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। গ্যালারিতে থাকা মহমেডান সমর্থকদের ফুটবলও ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সাদা-কালো শিবির সব মিলিয়ে রঙিন হয়ে ওঠে।