CM on East Bengal, ISL: ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে, উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী

East Bengal Club News: দ্বিতীয় ম্যাচে মরসুমের প্রথম ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। আজ গ্রুপ পর্বে শেষ ম্যাচ। জিতলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ইস্টবেঙ্গল। এই ছন্দ ধরে রাখতে পারলে, ইন্ডিয়ান সুপার লিগে ভালো ফল প্রত্যাশা করাই যায়।

CM on East Bengal, ISL: ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে, উৎসাহ দিলেন মুখ্যমন্ত্রী
Image Credit source: Screengrab
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2023 | 5:40 PM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানের তিন প্রধানের অন্যতম ভরসা। নানা সময়েই ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। বছর দুয়েক আগের ঘটনা। ইনভেস্টর সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল ক্লাব। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল শ্রী সিমেন্ট। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইস্টবেঙ্গল কর্তারা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। অবশেষে সমস্যা থেকে বেরোতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। ইমামি কর্তাদের সঙ্গে কথা বলে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সমস্যা মেটান মুখ্যমন্ত্রী। কলকাতার ক্লাব সর্বভারতীয় মঞ্চে দাপট দেখাবে এমনটাই প্রত্যাশা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই প্রসঙ্গই উঠে এল তাঁর কথায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান সুপার লিগে কয়েক মরসুম হয়ে গেল ইস্টবেঙ্গলের। ইনভেস্টর বদলেছে, কোচ, ফুটবলারও। তারকা কোচ এসেছে। যদিও ইস্টবেঙ্গলের সাফল্য আসেনি। আইএসএলে সাফল্যর জন্য অপেক্ষাই করে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। গত মরসুমে চূড়ান্ত হতাশা থেকে বেশির ভাগ সমর্থকই মাঠে যাওয়া বন্ধ করে দিয়েছিল। দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। নতুন মরসুমে পরিস্থিতি বদলেছে। ইন্ডিয়ান সুপার লিগের অন্য়তম সফল কোচ কার্লেস কুয়াদ্রাতকে দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম ডার্বিও জিতেছে তারা। অপেক্ষা ডুরান্ড কাপে ভালো শুরুটাকে ধারাবাহিকতায় পরিবর্তন করা। তবে মুখ্যমন্ত্রীর প্রত্য়াশা, আইএসএল জিতুক ইস্টবেঙ্গল।

গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল কেন পারবে না! এ দিন মহমেডান স্পোর্টিং ক্লাবের নবনির্মিত তাঁবু উদ্বোধনে সেই কথাই মুখ্যমন্ত্রীর মুখে। মহমেডানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকি দু-প্রধানের কর্তারাও। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারও ছিলেন। তাঁকেই মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। ডার্বি প্রসঙ্গ উঠতে মুখ্যমন্ত্রী বলে দেন, ‘ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে। মোহনবাগান হয়েছে। এ বার ইস্টবেঙ্গলের দরকার।’ ডুরান্ড কাপে প্রথম ম্যাচে ড্র করেছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় ম্যাচে মরসুমের প্রথম ডার্বি জিতেছে ইস্টবেঙ্গল। আজ গ্রুপ পর্বে শেষ ম্যাচ। জিতলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে ইস্টবেঙ্গল। এই ছন্দ ধরে রাখতে পারলে, ইন্ডিয়ান সুপার লিগে ভালো ফল প্রত্যাশা করাই যায়।