Asian Games 2023: এশিয়া কাপে কি সাফল্য পাবে ভারত? নিশ্চিত নন স্টিমাচ!

Asian Games 2023: এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল টিম কি স্বপ্নপূরণ করতে পারে? কোনও ভাবেই স্বপ্ন দেখতে পারছেন না ভারতীয় কোচ ইগর স্টিমাচ। আশঙ্কার নানা দিক তুলে ধরলেন তিনি।

Asian Games 2023: এশিয়া কাপে কি সাফল্য পাবে ভারত? নিশ্চিত নন স্টিমাচ!
এশিয়ান গেমসের আগে চিন্তায় ভারতের কোচ স্টিমাচImage Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 1:01 PM

নয়াদিল্লি: বহু টালবাহানার পর এশিয়ান গেমসে (Asian Games 2023) যাওয়ার ছাড়পত্র মিলেছে। কিন্তু সাফল্য কি পাবে ভারত? নিশ্চিত নন তিনি। এশিয়ান গেমসে অনূর্ধ্ব ২৩ ফর্ম্যাটে খেলতে হবে। গত দু’বছর দেশের অনূর্ধ্ব ২৩ টিম নিয়ে কাজও করেননি। তাই খানিকটা হলেও দুশ্চিন্তায় রয়েছেন ইগর স্টিমাচ (Igor Stimac)। ভারতের কোচ সুনীল ছেত্রী (Sunil Chhetri), গুরপ্রীত সিং সান্ধু, সন্দেশ ঝিঙ্ঘানদের মতো সিনিয়রদের পাবেন। তাতেও যে পরিস্থিতি খুব একটা বদলাবে না, ভালোই জানেন। এশিয়ান গেমসে কঠিন টিমগুলোর মুখে পড়তে হবে। তার থেকে স্টিমাচ অনেক বেশি চিন্তায় নিজের টিম নিয়েই। কেন তিনি ভারতীয় টিম নিয়ে দুশ্চিন্তায়? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

স্টিমাচ রাখঢাক না করেই বলছেন, ‘এশিয়ান গেমসে ভারত কত দূর যেতে পারে, তা বলা খুব কঠিন। তার কারণ অনূর্ধ্ব ২৩ টিম নিয়ে খেলতে হবে। মুশকিল হচ্ছে, এই টিমগুলো কেমন, তাদের শক্তি-দুর্বলতা সম্পর্কে যদি যাবতীয় তথ্য হাতে না থাকে তা হলে সমস্যা তো হবেই। আমার তো মনে হয় ভারত একমাত্র টিম, যারা অনূর্ধ্ব ২৩ পর্যায়ে একটা ম্য়াচ গত দু’বছরে খেলেনি। হাতে এত কম সময়, তার মধ্যে কতটা তৈরি হতে পারবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। একটাই সুবিধা, এই পর্যায়ের অনেক ফুটবলারই সিনিয়র টিমে খেলছে। তাদের চিনি, জানি।’

এশিয়ান গেমসে ভারতের গ্রুপে রয়েছে চিন, বাংলাদেশ, মায়ানমার। প্রথম ম্য়াচেই আয়োজক দেশ চিনের বিরুদ্ধে খেলতে হবে। স্টিমাচের বক্তব্য, ‘চিন গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ। তার ৪৮ ঘণ্টার মধ্যে খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। ওরা অনেক সময় চমকে দেয়। চিনের বিরুদ্ধে আমাদের সেরাটা দিতে হবে। যাতে এশিয়ান গেমসের যাত্রাটা সহজ হয়।’

এশিয়ান গেমসের আগে আবার কিংস কাপে খেলবে ভারত। ৭ সেপ্টেম্বর থেকে যা শুরু হবে। এই টুর্নামেন্টে সুনীল ছেত্রীকে পাওয়া যাবে না। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। যে কারণে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সুনীল। কিংস কাপ এই বছর ভারতের প্রথম বিদেশের মাঠে টুর্নামেন্টে। তার আগে ঘরের মাঠে ভারতীয় টিম দারুণ পারফর্ম করেছে। ১৬ ম্যাচ অপরাজিত রয়েছেন সুনীলরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে আবার ১০০র মধ্যে ঢুকে পড়েছে ভারত। ২০১৯ সালে এই কিংস কাপে ভারত ব্রোঞ্জ পেয়েছিল। এ বার ইরাকের মতো শক্তিশালী এশিয়ান টিম রয়েছে। তাইল্যান্ড, লেবানন অন্য দুই টিম। কিংস কাপ যে কঠিন ঠাঁই ভারতের, ভালোই জানেন স্টিমাচ।