AFC Asian Cup: মেসির বিশ্বকাপ জেতা লুসেইল স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ

Lusail Stadium: এ বারের এএফসি এশিয়ান কাপের ভেনুগুলির মধ্যে সবচেয়ে বড় লুসেইল স্টেডিয়াম।

AFC Asian Cup: মেসির বিশ্বকাপ জেতা লুসেইল স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ
AFC Asian Cup: মেসির বিশ্বকাপ জেতা লুসেইল স্টেডিয়ামে হবে এএফসি এশিয়ান কাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 8:00 AM

কুয়ালালামপুর: লুসেইল স্টেডিয়াম… কাতারের এই সুদৃশ্য স্টেডিয়াম আগে যতটা না পরিচিত ছিল, তার থেকে বেশি পরিচিতি পায় কাতার বিশ্বকাপের পর। ওই স্টেডিয়ামে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন লিও মেসি। এ বার সেই স্টেডিয়ামে হতে চলেছে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) উদ্বোধনী ম্যাচ। শুধু তাই নয়। এই টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে লুসেইল স্টেডিয়ামে (Lusail Stadium)। এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং এএফসি এশিয়ান কাপ কাতার এর স্থানীয় আয়োজক কমিটি এই বিষয়টি নিশ্চিত করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এই প্রথম বার কাতারে এএফসি এশিয়ান কাপ অনুষ্ঠিত হতে চলেছে তেমনটা নয়। এর আগে ১৯৮৮ এবং ২০১১ সালে এএফসি এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। এই নিয়ে তৃতীয় বার এই টুর্নামেন্ট আয়োজন করবে কাতার। চব্বিশের ১২ জানুয়ারি এএফসি এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন কাতার এবং লেবানন। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে লুসেইল স্টেডিয়ামে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে

এ বারের এএফসি এশিয়ান কাপের ভেনুগুলির মধ্যে সবচেয়ে বড় লুসেইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দর্শক ধারণ সংখ্যা ৮৮ হাজার। ২০২২ সালের কাতার বিশ্বকাপের মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সুদৃশ্য লুসেইল স্টেডিয়ামে। দোহার দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ২৩ কিমি দূরে অবস্থিত এই লুসেইল স্টেডিয়াম। কাতারের উচ্চাকাঙ্খা, আরব সংস্কৃতিকে তুলে ধরে এই সুদৃশ্য স্টেডিয়াম।

২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে চলা এএফসি এশিয়ান কাপে ২৪টি দল অংশ নেবে। এই দলগুলোকে ছ’টি গ্রুপে ভাগ করা হবে এবং গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষস্থানে থাকা দু’টি দল এবং চারটি সেরা তৃতীয় স্থান অধিকারী দল রাউন্ড অব সিক্সটিনে যাবে।