Mohun Bagan vs East Bengal Highlights: ফুল টাইম, ১৬৫৭ দিন পর ডার্বি জয় ইস্টবেঙ্গলের
Durand Cup 2023 Live Score Updates : ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal) কলকাতা ডার্বির লাইভ স্কোর ও পুঙ্খানুপুঙ্খ আপডেট এই ব্লগে।
কলকাতা: ঐতিহ্যের ডুরান্ড কাপ। ইতিহাসের বড় ম্যাচ। ডুরান্ড কাপে (Durand Cup 2023) আজ মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan vs East Bengal)। মরসুমের প্রথম ডার্বিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। আবেগের বড় ম্যাচে সাম্প্রতিক পারফরম্যান্সে অনেকটাই এগিয়ে ছিল সবুজ মেরুন। গত আটটি বড় ম্যাচই জিতেছিল তারা। অন্য দিকে, আন্ডারডগ তকমাই যেন অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের। বড় ম্যাচে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখা যায় না। এ বারও পরিস্থিতি অন্যথা হল না। সিলেবাসের বাইরে থেকে ইস্টবেঙ্গলের অনবদ্য জয়। মোহনবাগান সেট টিম। ইস্টবেঙ্গলে হাতে গোনা ক’জন গত মরসুমের প্লেয়ার। চিরপ্রতিদ্বন্দ্বী লাল-হলুদও যেন অচেনা প্রতিপক্ষ মোহনবাগানের। খেললেন বিশ্বকাপার জেসন কামিন্স। তাতেও জয়ের ধারা বজায় রাখতে পারল না মোহনবাগান। ম্যাচের ৬১ মিনিটে নন্দকুমারের একমাত্র গোলে ইস্টবেঙ্গলের জয়। ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE NEWS & UPDATES
-
ম্যাচ রিপোর্ট
অবশেষে ডার্বি জয় ইস্টবেঙ্গলের। ম্যাচ রিপোর্ট পড়ুন বিস্তারিত- সবুজ মেরুন ভেঙে ১৬৫৭ দিন পর অবশেষে লাল-হলুদে উৎসব
-
হাফসেঞ্চুরি
টিকিট ছাড়া হয়েছিল ৬৩ হাজার ৫০০। ব্যাপক চাহিদা ছিল টিকিট নিয়ে। তবে ডার্বিতে সরকারি ভাবে দর্শক উপস্থিতির সংখ্যা ৫০ হাজারের কিছু বেশি।
-
-
প্রবল বৃষ্টি
যুুবভারতী স্টেডিয়ামে শেষ মুহূর্তের খেলা চলছে। প্রবল বৃষ্টি যুবভারতী ক্রীড়াঙ্গনে।
-
প্রভসুখনের চোট
সুহেলের ধাক্কা। গোলরক্ষক প্রভসুখনের চোট। ৬ মিনিট অ্যাডেড টাইম।
-
গোলস্কোরারকে তুলে নিলেন
নাওরেম মহেশ ও নন্দকুমারের পরিবর্তে মোবাসির ও মহম্মদ রাকিপ।
-
-
মোহনবাগানে পরিবর্তন
আশিক কুরুনিয়ান এবং সুহেল ভাটকে নামালেন হুয়ান ফেরান্দো।
-
সোনালী সুযোগ!
৮০ মিনিটে বক্সের মধ্যে অনবদ্য বল পেয়েছিলেন কামিন্স। যথেষ্ঠ সময় ছিল, দেখেশুনে শট নেওয়ার। অতিরিক্ত তাড়াহুড়োয় ক্রস বারের অনেকটা ওপরে শট।
-
স্ট্রেচারে সিভেরিও
স্ট্রেচারে মাঠ ছাড়লেন সিভেরিও।
-
মোহনবাগানের পরিবর্তন
৬৮ মিনিট, মনবীর সিংয়ের পরিবর্তে সাহাল আব্দুল সামাদকে নামালেন হুয়ান ফেরান্দো।
-
ইস্টবেঙ্গলের পরিবর্তন
৬৪ মিনিটে সৌভিক চক্রবর্তীর পরিবর্তে এডউইন বংশপলকে নামাল ইস্টবেঙ্গল।
-
নন্দ-গোলের সুগন্ধ!
৬০ মিনিট ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন নন্দ কুমার। ডান দিক থেকে বল নিয়ে উঠছিলেন। অনিরুদ্ধ থাপার সামনে থেকে কোনাকুনি শট। অনবদ্য গোল।
-
অভিষেক বিশ্বকাপারের
৫৬ মিনিট সাদিকু ও হুগো বোমাসের পরিবর্তে জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোস। বিশ্বকাপার কামিন্সের অভিষেক।
-
গ্যালারির চেহারা বদলে গিয়েছে
এখন গ্যালারি অনেকটাই ভরেছে। ম্যাচ শুরুর সময় গ্যালারি ফাঁকা লাগছিল। অথচ টিকিট নিয়ে প্রবল চাহিদা ছিল।
-
জেসন কামিন্স কি নামবেন!
দেখে মনে হচ্ছে, দ্বিতীয়ার্ধে খুব তাড়াতাড়িই জেসন কামিন্সকে নামানো হতে পারে। সেক্ষেত্রে সবুজ মেরুন জার্সিতে অভিষেক হবে বিশ্বকাপারের। দিমিত্রি ও কামিন্স ওয়ার্ম আপ করছেন।
-
বিকি কৌশল
ডুরান্ড ডার্বি দেখতে মাঠে বিকি কৌশল। বলছেন, ‘আমি খুব ভাগ্যবান। এর আগে কোনও ফুটবল ম্যাচ লাইভ দেখিনি। হয়তো আমার ভাগ্যে এই ম্যাচটাই দেখা লেখা ছিল। নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে এরকম একটা ম্যাচে উপস্থিত থাকতে পেরেছি। মহাকাব্যিক এই প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ পেলাম।’
-
গিল জমিতে
হুগো বোমাসের ফ্রিকিক। নিজের প্লেয়ারের সঙ্গে ধাক্কা। চিকিৎসা চলছে ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখন গিলের।
-
৪ মিনিট অ্যাডেড টাইম
চোট, কুলিং ব্রেক। সব মিলিয়ে ৪ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হল।
-
ইস্টবেঙ্গলের ফ্রি-কিক
বোরহা, নাওরেম, ক্রেসপোরা প্রস্তুত। ট্রিকস। বোরহার ফ্রি-কিক, বল অনেক বাইরে।
-
মহেশের চোট
নাওরেম মহেশের চোট। তবে গুরুতর নয়। এ বার মোহনবাগান ডিফেন্ডার আশিস রাই পড়ে আছেন। দু-দলি মরিয়া চেষ্টা করছে এগিয়ে যাওয়ার।
-
সিভেরিও মাঠে পড়ে
হেড করতে গিয়ে গ্লেন মার্টিন্সের সঙ্গে ধাক্কা। মাঠে পড়েছিলেন সিভেরিও। তবে চোট গুরুতর নয়।
-
বোমাসের জোরালো শট
২১ মিনিটে হুগো বোমাসের জমি ঘেসা জোরালো শট। অল্পের জন্য টার্গেটে গেল না। নয়তো বড় রকমের বিপদ হতে পারতো ইস্টবেঙ্গলের।
-
ইস্টবেঙ্গলের আক্রমণ
ভালো মুভ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। সিভেরিওর শট। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্সে আটকে গেল। কর্নার। নাওরেম মহেশ কর্নার নিচ্ছেন, তবে এগিয়ে যেতে পারল না ইস্টবেঙ্গল।
-
টিফো-তোফা
একের পর এক টিফোর ঝড় তুলল মোহনবাগান। ইস্টবেঙ্গলের গ্যালারি থেকে কোনও টিফোই দেখা গেল না।
-
মাঠ থেকে
যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমাদের আর এক প্রতিনিধি কৌস্তভ গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, টিকিটের হাহাকার। অথচ মাঠ ভরল কই? মরসুমের প্রথম বড় ম্যাচে কিক অফের সময়ও গ্যালারির অর্ধেক অংশ ফাঁকা। উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
-
এক মিনিট পেরোতেই
প্রথম মিনিট পেরোতেই গোলে শট হুগো বোমাসের। যদিও সাইড নেটে। চাপ তৈরি করছিল মোহনবাগান। নাওরেম মহেশ বাঁ দিক থেকে আক্রমণে উঠছেন।
-
ফর্মেশন
মোহনবাগান ও ইস্টবেঙ্গল দু-দলই ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছে।
-
কিক-অফের অপেক্ষা
মরসুমের প্রথম ডার্বির মঞ্চ প্রস্তুত। প্লেয়াররা রেডি। গ্যালারিও অপেক্ষায়। রেফারি হরিষ কুন্ডু। ইস্টবেঙ্গল অধিনায়ক হরমনজ্যোত খাবরা। মোহনবাগানকে নেতৃত্ব দিচ্ছেন সুভাশিস বসু।
-
লাইন আপ
দু-দলের ফুটবলাররা লাইন আপে। অপেক্ষা কিক অফের। মাঠে প্রবেশ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। সঙ্গে রয়েছেন বলিউড তারকা বিকি কৌশল। ডুরান্ডের থিম সংয়ের ভিডিয়োতে দেখা গিয়েছিল তাঁকে।
-
১৬৫৭!
এতগুলো দিন ডার্বি জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল। এ বার কি পরিস্থিতি বদলাবে?
-
প্রস্তুত গ্যালারি
দীর্ঘ সময় পর গ্যালারি অনেক বেশি স্বস্তি দিচ্ছে। দু-দলের প্রচুর সমর্থক গ্যালারিতে। দীর্ঘ দিন পর ফের সেই পরিচিত উন্মাদনা।
-
ঘুরে দাঁড়াবে দল?
গত আটটি ডার্বিতেই হার ইস্টবেঙ্গলের। ঘুরে দাঁড়াতে মরিয়া দল। আশায় বুক বাঁধছেন সমর্থকরাও।
-
জেনে নিন মোহনবাগান দল
মোহনবাগান প্রথম একাদশ-বিশাল কাইথ, আশিস রাই, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, সুভাশিস বসু, অনিরুদ্ধ থাপা, গ্লেন মার্টিন্স, মনবীর সিং, হুগো বোমাস, লিস্টন কোলাসো, আর্মান্দো সাদিকু
সাবস্টিটিউট- জাহিদ, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ান, সুহেল ভাট, রবি রানা, রাজ বাসফোর, অভিষেক, কিয়ান নাসিরি
-
জেনে নিন ইস্টবেঙ্গলের দল
ইস্টবেঙ্গল প্রথম একাদশ- প্রভসুখন গিল, হরমনজ্যোত খাবরা, লালচুননুঙ্গা, এলসে, মন্দার রাও দেশাই, সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, বোরহা, নাওরেম মহেশ, নন্দকুমার, সিভেরিও
সাবস্টিটিউট- কমলজিৎ, রাকিপ, অতুল, গুরসিমরত, এডউইন, মোবাসির, তুহিন, গুরনাজ, ভানলালপেকা গুইতে, ভিপি সুহের
-
জেনারেশন
দিন বদলায়, রং পাল্টায় না। ডার্বির জন্য প্রস্তুত…
-
রঙিন মোড
ডার্বির জন্য প্রস্তুতি তুঙ্গে। তারই এক ঝলক।
-
ডার্বি ডে
ইটস ডার্বি ডে। দুপুর থেকেই উত্তেজনা তুঙ্গে। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে। তার আগে বিধাননগর স্টেশনের একটা মুহূর্ত দেখে নিন।
It’s D-DAY. #KolkataDerby #MohunBagan #EastBengal pic.twitter.com/McXZc1XCnt
— Dipankar Ghoshal (@Deepp007Ghoshal) August 12, 2023
Published On - Aug 12,2023 3:15 PM