Hockey: ভারতের কাছে হারের জের, এশিয়ান গেমসের আগে বরখাস্ত পাকিস্তানের কোচিং টিম!

Pakistan Hockey: পাকিস্তান হকি ফেডারেশনের অন্দরের খবর, ভারতে আসতে না পারায় ফেডারেশনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন শেহনাজ। লিগে ভারতের কাছে ০-৪ ব্যবধানে হার পাকিস্তানের। সেমিফাইনালে যেতে ব্যর্থ। দেশে ফেরার পরেই চাপে ছিল পাকিস্তান দল।

Hockey: ভারতের কাছে হারের জের, এশিয়ান গেমসের আগে বরখাস্ত পাকিস্তানের কোচিং টিম!
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 10:48 PM

সামনে এশিয়ান গেমস। তার আগে পাকিস্তান হকিতে ডামাডোল। কিছুদিন আগেই ভারতের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান হকি দল। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নানা হুঙ্কার দিয়েছিলেন কোচ মহম্মদ সাকলিন। কাজের কাজ কিছু হয়নি। ভারতের কাছে হেরে নকআউটের রাস্তাই বন্ধ হয়ে যায়। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে ব্যর্থ পাকিস্তান হকি টিম। যার জেরে বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান হকি ফেডারেশন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, পাকিস্তান পুরুষ হকি দলের সমস্ত সাপোর্ট স্টাফকে বরখাস্ত করেছে সে দেশের স্পোর্টস বোর্ড। এশিয়ান গেমসের আগে পাকিস্তান হকিতে যা বড় বিপর্যয়। হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে শেহনাজ শেখকে। যদিও এটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অতীতেও পাকিস্তান হকি টিমের হেড কোচ ছিলেন শেহনাজ। পরবর্তীতে তাঁকে পরামর্শদাতা করা হয়। চেন্নাইতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক দলের সঙ্গে আসার কথা ছিল শেহনাজের। যদিও পাকিস্তান হকি ফেডারেশন সময়ের মধ্যে তাঁর ভিসা জোগার করতে পারেনি।

পাকিস্তান হকি ফেডারেশনের অন্দরের খবর, ভারতে আসতে না পারায় ফেডারেশনের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন শেহনাজ। লিগে ভারতের কাছে ০-৪ ব্যবধানে হার পাকিস্তানের। সেমিফাইনালে যেতে ব্যর্থ। দেশে ফেরার পরেই চাপে ছিল পাকিস্তান দল। যার জেরে কোচ মহম্মদ সাকলিন সহ পুরো কোচিং টিমকেই বরখাস্ত করা হয়। পাকিস্তানের নতুন কোচিং টিমে এলেন শেহনাজ, শাকিল আব্বাসি, আমজাদ আলি এবং দিলওয়ার হোসেন। পাশাপাশি এশিয়ান গেমসের জন্য ৩৬ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে হকি কমিটি। কাল থেকে একটি শিবির হবে এই প্লেয়ারদের নিয়ে।