India vs Japan Hockey Highlights: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
IND vs JPN, Asian Champions Trophy 2023 Live Updates : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত বনাম জাপান (India vs Japan) সেমিফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপেডেট এই পেজে।
চেন্নাই: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে আজ জাপানের বিরুদ্ধে নেমেছিল ভারত। রাউন্ড রবিন পর্বে চিনের বিরুদ্ধে বিশাল জয়ে অভিযান শুরু করেছিল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। রাউন্ড রবিনে পাঁচটির মধ্যে চারটি ম্যাচই জিতেছিল ভারত। একমাত্র ড্র জাপানের বিরুদ্ধে। সেই একই প্রতিপক্ষকে সেমিফাইনালে ৫-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারতীয় দল। ফাইনাল ও অপরাজিত ভারতের মাঝে ছিল জাপান। রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে উড়িয়ে আত্মবিশ্বাসে অনেকটাই ভরপুর ছিল ভারতীয় শিবির। সেমিফাইনালে জাপানকে ৫ গোল দিয়ে এ বার ট্রফির ম্যাচে মালয়েশিয়ার সামনে ভারতীয় দল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর ব্লগে।
LIVE NEWS & UPDATES
-
ম্যাচ রিপোর্ট
ভারত বনাম জাপান, সেমিফাইনাল ম্যাচের বিস্তারিত প্রতিবেদন পড়ুন- জাপানকে পাঁচ গোল! ফাইনালে মালয়েশিয়ার সামনে ভারত
-
ফাইভ স্টার
এরিয়াল বল, সুখজিত ধরেই তা পাস করেন। চাইলে নিজেও গোল করতে পারতেন। সেরা পজিশনে তাকা কার্তি সেলভামের দিকে বল বাড়িয়ে দেন। পঞ্চম গোল কার্তি সেলভামের সৌজন্যে।
-
-
চতুর্থ গোল
মনপ্রীতের ফিল্ড ওয়ার্ক, সুমিতের গোল অবিশ্বাস্য গোল। তৃতীয় কোয়ার্টারে ভারত এগিয়ে গেল ৪-০ গোলে।
-
মনপ্রীত-মনদীপ
মনপ্রীতের অনবদ্য শট, মনদীপ সিংয়ের লাস্ট টাচ। অনবদ্য একটা গোলে ৩-০ এগিয়ে গেল ভারত।
-
দ্বিতীয় পেনাল্টি কর্নার
ম্যাচে ভারতের দ্বিতীয় পেনাল্টি কর্নার। প্রস্তুত হার্দিক, হরমনপ্রীতের গোল, ২-০ এগিয়ে গেল ভারত।
-
-
অনবদ্য গোল
সুমিতের সঙ্গে ওয়াল খেলেন হার্দিক। তাঁর প্রথম শট সেভও হয়। ফিরতি বলে অনবদ্য শট আকাশদীপের। ফিল্ড গোলে এগিয়ে গেল ভারত।
-
প্রথম কোয়ার্টার, পেনাল্টি কর্নার
ম্যাচের প্রথম কোয়ার্টার। শুরুতেই পেনাল্টি কর্নার ভারতের। হার্দিক-হরমনপ্রীত জুটি। কিন্তু ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি শট অনবদ্য সেভ। এগিয়ে যাওয়া হল না ভারতের।
-
শ্রীজেশ ৩০০*
পিআর শ্রীজেশ। ভারতীয় দলের গোলরক্ষক ৩০০তম ম্যাচে নামছেন। তাঁকে বিশেষ সংবর্ধনা দেওয়া হল। চেন্নাইয়ের গ্যালারিতে শব্দব্রহ্ম।
-
দু-দলের খেলোয়াড়রা মাঠে
দ্বিতীয় সেমিফাইনাল শুরুর মুখে। ভারত-জাপান দু-দলের খেলোয়াড়রা প্রস্তুত। মাঠে কিংবদন্তি পিটি উষা।
-
দ্বিতীয় সেমিফাইনালে ভারত-জাপান
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির দ্বিতীয় ফাইনালে কে! প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা নিশ্চিত করেছে মালয়েশিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ভারত বনাম জাপান। জয়ী দল ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
-
ফাইনালে মালয়েশিয়া
প্রথম সেমিফাইনালে কোরিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল মালয়েশিয়া। কোরিয়ার বিরুদ্ধে ৬-২ ব্যবধানে জিতে ফাইনালে মালয়েশিয়া।
Published On - Aug 11,2023 7:30 PM