India vs Malaysia, ACT Hockey Final Highlights: মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের, আকাশে জয়ের দীপ!
IND vs MAL, Asian Champions Trophy 2023 Live Updates: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত বনাম মালয়েশিয়ার (India vs Malaysia) ফাইনাল ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপেডেটে নজর রাখুন।
চেন্নাই: চক দে ইন্ডিয়া… এই কথা না বলে আর থাকা যাচ্ছে না। চেন্নাই এ বারের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির (Asian Champions Trophy) চ্যাম্পিয়ন হল ভারত। চতুর্থ বার এই খেতাব এল ভারতের ঝুলিতে। রাউন্ড রবিনে ৫টি ম্যাচের মধ্যে ৪টি জয়, ১টি ড্রয়ের পর ফাইনালে পৌঁছেছিল ভারত। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার (Malaysia) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল। ম্যাচে এগিয়ে গিয়েছিল ভারতই। তবে দ্রুত ম্যাচে ফেরে মালয়েশিয়া। শুধু ফেরে না ভারতের বিরুদ্ধে ৩-১ এগিয়ে যায় মালয়েশিয়া। ১-৩ পিছিয়ে থেকেও পরে সমতা ফেরায় ভারত। একটা সময় মনে হয়েছিল পেনাল্টি শুটআউট হতে পারে। শেষ মুহূর্তে আকাশ দীপের গোলে ৪-৩ ব্যবধানে জয়। এই টুর্নামেন্ট মালয়েশিয়া এক বারও চ্যাম্পিয়ন হয়নি। এ বারও সেই স্বপ্নপূরণ হল না। ম্যাচের বিস্তারিত হাইলাইটস দেখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
LIVE NEWS & UPDATES
-
পড়ুন ম্যাচ রিপোর্ট
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেতাব জিতল ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল। ম্যাচে এগিয়ে গিয়েছিল ভারতই। দ্রুত ম্যাচে ফেরে মালয়েশিয়া। স্কোরলাইন ৩-৩ হয়। একটা সময় মনে হয়েছিল পেনাল্টি শুটআউট হতে পারে। শেষ মুহূর্তে আকাশ দীপের গোলে ৪-৩ ব্যবধানে জয়। এই টুর্নামেন্টে চতুর্থ বার চ্যাম্পিয়ন ভারত।
বিস্তারিত পড়ুন – Asian Champions Trophy 2023 Final: ১-৩ থেকে ৪-৩ জয়, দুরন্ত আকাশে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের!
-
চ্যাম্পিয়ন ভারত
মালয়েশিয়াকে হারিয়ে চতুর্থ বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত। ১-৩ পিছিয়ে থেকেও দারুণ জয় ভারতের।
-
-
এগিয়ে গেল ভারত
৫৬ মিনিটে আকাশদীপের গোলে এগিয়ে গেল ভারত। টিম ইন্ডিয়াকে জয়ের আশা দেখালেন আকাশদীপ।
-
চতুর্থ কোয়ার্টার শুরু
ফাইনাল ম্যাচের চতুর্থ কোয়ার্টার শুরু। তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে মালয়েশিয়ার বিরুদ্ধে সমতা ফিরিয়েছেন হরমনপ্রীতরা।
-
ভারতকে সমতায় ফেরালেন গুরযন্ত
হরমনপ্রীত সিং মালয়েশিয়ার বিরুদ্ধে ৩-২ করার পর ভারতকে সমতায় ফেরালেন গুরযন্ত সিং।
-
-
হরমনপ্রীতের গোলে ব্যবধান কমাল ভারত
৪৫ মিনিটে মালয়েশিয়ার বিরুদ্ধে গোল ব্যবধান কমান ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং।
-
পেনাল্টি কর্নার পেল ভারত
৩৬ মিনিটে পেনাল্টি কর্নার পেল ভারত।
-
তৃতীয় কোয়ার্টার শুরু
ভারত-মালয়েশিয়া ফাইনালের তৃতীয় কোয়ার্টার শুরু। ৩২ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত
-
ফাইনালের প্রথমার্ধ শেষ
ফাইনালের প্রথমার্ধ শেষ। ভারতকে চাপে রেখে ৩-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করল মালয়েশিয়া।
-
দ্বিতীয় কোয়ার্টারে মালয়েশিয়ার দ্বিতীয় গোল
২৭ মিনিটে আবার পেনাল্টি কর্নার পেল মালয়েশিয়া। ২৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে তৃতীয় গোল করলেন মহম্মদ আমিনুদিন।
-
পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারল না মালয়েশিয়া
২৪ মিনিটে পেনাল্টি কর্নার পেল মালয়েশিয়া। কিন্তু তা কাজে লাগাতে পারল না।
-
গ্রিন কার্ড দেখলেন মালয়েশিয়ার প্লেয়ার
২১ মিনিটে গ্রিন কার্ড দেখলেন মালয়েশিয়ার হাসান আজুয়ান।
-
এগিয়ে গেল মালয়েশিয়া
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল মালয়েশিয়া। ১৮ মিনিটে মালয়েশিয়ার হয়ে গোল করলেন রহিম রাজ়ি।
-
গ্রিনকার্ড দেখলেন ভারতের এক প্লেয়ার
১৬ মিনিটে গ্রিন কার্ড দেখলেন ভারতের গুরযন্ত সিং।
-
দ্বিতীয় পেনাল্টি কর্নার পেল ভারত
প্রথম কোয়ার্টারের শেষের দিকে দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু গোল করতে পারেননি ভারতের প্লেয়াররা।
-
সমতা ফেরাল মালয়েশিয়া
১৪ মিনিটে সমতা ফেরায় মালয়েশিয়া। ভারতের বিরুদ্ধে মালয়েশিয়ার হয়ে প্রথম গোলটি করেছেন আজরাই আবু কামাল।
-
গোওওওললল
প্রথম পেনাল্টি কর্নার পেয়েই কাজে লাগাল ভারত। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম গোলটি করলেন যুগরাজ সিং। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও পেনাল্টি থেকে গোল করেছিলেন যুগরাজ। ভারতের প্রথম গোলের সময় হরমনপ্রীত সিং মাঠে ছিলেন না। কিন্তু পেনাল্টি কর্নার থেকে গোল করতে অসুবিধে হয়নি যুগরাজের।
-
ভারত-মালয়েশিয়া ফাইনাল শুরু
শুরু হয়ে গেল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল ম্যাচ। হাড্ডাহাড্ডি ফাইনাল দেখার জন্য ভিড় জমিয়েছেন দর্শকরা।
-
দুই দলের একাদশ
এক ঝলকে দেখে নিন দুই দলের একাদশ —
The moment we've all awaited🤩The Grand Finale Unveiled, 🇮🇳 India vs Malaysia 🇲🇾 in the Hero Asian Champions Trophy Chennai 2023 Championship Clash.#HockeyIndia #IndiaKaGame #HACT2023@CMO_Odisha @CMOTamilnadu @asia_hockey @FIH_Hockey @IndiaSports @Media_SAI @sports_odisha pic.twitter.com/NNm79ogV3i
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
-
দুই দলের জাতীয় সঙ্গীতে মুখরিত চেন্নাই
শুরু হবে ভারত বনাম মালয়েশিয়ার মেগা ফাইনাল। তার আগে দুই দলের জাতীয় সঙ্গীতে মুখরিত চেন্নাই।
-
ইটস টাইম টু ফাইনাল…
আলোর রোশনাইয়ে মাঠে প্রবেশ দুই দলের প্লেয়ারদের। দুই দলের প্লেয়ারদের পর মাঠে প্রবেশ করলেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুররা।
-
পদকের রং সোনায় বদলাতে পারবে মালয়েশিয়া?
মালয়েশিয়া এই প্রথম বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠেছে। এর আগে এই টুর্নামেন্টে তারা ৫ বার ব্রোঞ্জ পদক জিতেছে। এ বার দেখার মালয়েশিয়ার পদকের রং সোনায় পরিণত হয় কিনা।
It's almost time for the final match of the tournament. CHEER YOUR HEART OUT by commenting 💙 down below.#HockeyIndia #IndiaKaGame #HACT2023 pic.twitter.com/Cr1yUKUHjd
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
-
ট্রফি থেকে আর এক কদম দূরে ভারত
হেড টু হেড – এর আগে ভারত এবং মালয়েশিয়া মোট ৩৪ বার মুখোমুখি হয়েছিল। তাতে ২৩ বার জিতেছে ভারত এবং ৭ বার জিতেছে মালয়েশিয়া।
-
ব্রোঞ্জ পদক ম্যাচে চ্যাম্পিয়ন জাপান
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ব্রোঞ্জ পদক ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারাল জাপান।
-
মেগা ফাইনালের আগে কী বললেন ভারত অধিনায়ক?
মালয়েশিয়ার বিরুদ্ধে ফাইনালের আগে ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং বললেন, ‘দলকে ফাইনালে তোলাটা একটা আলাদা প্রাপ্তি। লিগের ম্যাচগুলোর থেকে ফাইনালটা আলাদা হতে চলেছে। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি সেমিফাইনালে (শুক্রবার)। আজ, আমরা চেষ্টা করব যতগুলো সুযোগ পাব, কাজে লাগানোর।’
-
গ্যালারিতে হাজির ভারতীয় মহিলা হকি দলের প্লেয়াররা
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতীয় পুরুষ দলের ফাইনালের খেলা দেখতে গিয়েছেন মহিলা হকি দলের প্লেয়াররা।
-
অপেক্ষার আর এক ম্যাচ
আর এক ঘণ্টা পর শুরু হবে ভারত-মালয়েশিয়া ফাইনাল।
#MenInBlue ran the show last night. Let's do the same today. #HockeyIndia #IndiaKaGame #HACT2023 pic.twitter.com/G3RUgvAWhI
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
-
রইল ভারত-মালয়েশিয়া প্রিভিউ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চতুর্থ বার চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য। সেই লক্ষ্যে শেষ বাধা মালয়েশিয়া। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ প্রিভিউ —
পড়ুন বিস্তারিত – India vs Malaysia Hockey: চেন্নাইয়ে চার নম্বর ট্রফির লক্ষ্যে ‘চক দে ইন্ডিয়া’
-
গ্রুপ পর্বে দুই দলের শেষ সাক্ষাৎ
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গ্রুপ পর্বে মালয়েশিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।
-
মালয়েশিয়ার এক নাকি ভারতের চার?
এর আগে কখনও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির চ্যাম্পিয়ন হয়নি মালয়েশিয়া। অন্যদিকে ভারত তিন বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির চ্যাম্পিয়ন হয়েছে। তাই আজ চেন্নাইতে মালয়েশিয়ার এক নাকি ভারতের চার?
Published On - Aug 12,2023 6:30 PM