India vs Pakistan Hockey : চেন্নাইয়ে ‘চক দে!’ ম্যাচ শেষে ভারতের তারকা যা বললেন…

IND vs PAK, Asian Champions Trophy 2023 Comments : ছিলেন দেশের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আর ফুটবল যোগ! সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তিনি দেশের প্রাক্তন ফুটবলার, বর্তমান প্রশাসক। শুধুমাত্র ফুটবল ফেডারেশনের দায়িত্বেই নন। ভারতীয় অলিম্পিক সংস্থার সিইও তথা যুগ্মসচিবও তিনি।

India vs Pakistan Hockey : চেন্নাইয়ে 'চক দে!' ম্যাচ শেষে ভারতের তারকা যা বললেন...
Follow Us:
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 7:36 AM

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…। আর খেলার মধ্যে সেরা? নিঃসন্দেহে ভারত-পাকিস্তান (Ind vs Pak) দ্বৈরথ। খুব বেশি আগের কথা নয়, বেঙ্গালুরুতে হয়েছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রী হ্যাটট্রিক করেন। বড় জয় ছিনিয়ে নেয় ভারত। এ বার আসা যাক চেন্নাইয়ে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে (Asian Champions Trophy 2023) মুখোমুখি হল ভারত-পাকিস্তান। এখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ভারত অধিনায়ক। পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারাল ভারত। প্রথম দুটি গোল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের। দুটো ক্ষেত্রেই আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঙ্গালুরু হোক বা চেন্নাই। ফুটবল হোক কিংবা হকি। ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারি কখনও হতাশ করে না। ক্রিকেট মাঠেও এই চিত্র দেখা যায়। আসলে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। বেঙ্গালুরুর গ্যালারিতে হাজির ছিলেন অন্যান্য ক্রীড়াবিদরা। তেমনই চেন্নাইয়ে ভারত-পাকিস্তান হকি ম্যাচে হরমনপ্রীতদের তাতালেন ক্রিকেট তারকা থেকে প্রাক্তন ফুটবলার। ম্যাচে উপস্থিত ছিলেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। তাঁর পাশাপাশি ছিলেন দেশের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। আর ফুটবল যোগ! সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে। তিনি দেশের প্রাক্তন ফুটবলার, বর্তমান প্রশাসক। শুধুমাত্র ফুটবল ফেডারেশনের দায়িত্বেই নন। ভারতীয় অলিম্পিক সংস্থার সিইও তথা যুগ্মসচিবও তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর কল্যাণ চৌবে বলছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলছে। ৪-০ বড় ব্যবধানে জিতছে। এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে! ম্যাচটা দারুণ উপভোগ করেছি। চেন্নাইয়ের গ্যালারিও দুর্দান্ত। হাউসফুল গ্যালারি। সবাই একসঙ্গে দলকে তাতাচ্ছে, সেলিব্রেশনে মাতছে, দারুণ অনুভূতি। সব কিছুর মধ্যে একটাই কথাই বারবার বলতে ইচ্ছে করছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৪-০ ব্যবধানে জিতেছে, এর চেয়ে ভালো কিছু হয় না।’

ভারতের ৪-০ জয়ে জোড়া গোল অধিনায়কের। পেনাল্টি কর্নার থেকে ম্যাচের তৃতীয় গোলটি করেন যুগরাজ সিং। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বার খেললেন, গোলও করলেন, দল জিতল। যুগরাজ বলছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে আমার প্রথম ম্যাচ। গোলও করেছি, দল জেতায় আনন্দটা আরও বেশি হচ্ছে। তবে এই ম্যাচের উচ্ছ্বাসে ভেসে থাকতে চাই না। এরপর আমাদের সেমিফাইনাল রয়েছে। দ্রুত সেই ম্যাচে ফোকাস করতে চাই।’