Badminton: বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে প্রণয়-লক্ষ্য

Badminton World Championships: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেন দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে মাত্র ২৫ মিনিট সময় নিলেন। মরিশাসের জুলিয়েন পলকে হারালেন ২১-১২, ২১-৭ ব্যবধানে।

Badminton: বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে প্রণয়-লক্ষ্য
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 7:51 PM

বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিলেন দুই ভারতীয় শাটলার এইচএস প্রণয় এবং লক্ষ্য সেন। পুরুষদের সিঙ্গলসে নিজেদের ম্যাচে স্ট্রেট গেমে জিতলেন তাঁরা। ভারতীয় ব্যাডমিন্টন তারকা প্রণয় হারান ফিনল্যান্ডের কালে কোনেনকে। অন্য দিকে, লক্ষ্যর প্রথম প্রতিপক্ষ ছিলেন মরিশাসের জুলিয়েন পল। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্ব ক্রমতালিকায় নবম স্থানে রয়েছেন ভারতীয় শাটলার এইচএস প্রণয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের গত দুটি সংস্করণে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন প্রণয়। বাঁ হাতি কোনেনের বিরুদ্ধে ২৪-২২, ২১-১০’র স্ট্রেট গেমে জিতলেন প্রণয়। মুখোমুখি সাক্ষাতে এর আগে দু-বারই কোনেনকে হারিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখলেন প্রণয়। স্কোরলাইনেই পরিষ্কার, ম্যাচের প্রথম গেম প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। শুরুতে ৮-৪ ব্যবধানে এগিয়ে যান কোনেন। টানা সাত পয়েন্ট নিয়ে প্রণয় দ্রুত ১১-৮ লিড নেন। এই রুদ্ধশ্বাস গেমটি শেষ অবধি ২৪-২২ ব্য়বধানে নিজের নামে করেন ভারতীয় শাটলার প্রণয়।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেন দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে মাত্র ২৫ মিনিট সময় নিলেন। মরিশাসের জুলিয়েন পলকে হারালেন ২১-১২, ২১-৭ ব্যবধানে। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন ভারতের তরুণ তারকা লক্ষ্য সেন। প্রথম ম্যাচে খুব বেশি চাপের মুখে পড়তে হয়নি লক্ষ্যকে। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেন প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি। প্রথম গেমে ১১-৩ লিড নেন লক্ষ্য। জুলিয়েন ৮-১২ করলেও ম্যাচে ফিরতে পারেননি। দ্বিতীয় গেমেও শুরুতে ১৩-২ লিড নেন লক্ষ্য। এতটা গ্যাপ পূরণ করে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন ছিল।