Rameshbabu Praggnanandhaa: ‘ভারতকে গর্বিত করেছ’, দাবা বিশ্বকাপে রানার্স প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা সচিন-অশ্বিনদের

Chess World Cup final 2023: কার্লসেন কেন বিশ্বের এক নম্বর দাবাড়ু তা আরও একবার প্রমাণ করলেন। প্রজ্ঞানন্দ মাত্র ১৮ বছর বয়সে দাবা বিশ্বকাপের রানার্স হলেও, আজ তাঁর জন্য দেশবাসী গর্বিত। প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

Rameshbabu Praggnanandhaa: 'ভারতকে গর্বিত করেছ', দাবা বিশ্বকাপে রানার্স প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা সচিন-অশ্বিনদের
ম্যাগনাস কার্লসেনের কাছে দাবা বিশ্বকাপে হেরে গিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ।Image Credit source: FIDE
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 6:18 PM

বাকু: তারুণ্য ও অভিজ্ঞতার লড়াইয়ে অল্পের জন্য আটকে গেলেন ভারতের ১৮ বছরের দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। বাকুতে FIDE দাবা বিশ্বকাপের ফাইনালে নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে স্নায়ুর যুদ্ধ চালিয়ে যান প্রজ্ঞানন্দ। এক, দুই নয় তিনদিন ধরে দাবা বিশ্বকাপের ফাইনাল চলল। আর তার ফয়সালা হল রুদ্ধশ্বাস টাইব্রেকারে। পর পর ২দিন ২টো ক্লাসিকাল রাউন্ড ড্র হওয়ার পর টাইব্রেকারেও হাড্ডাহাড্ডি লড়াই হল। কিন্তু কার্লসেন কেন বিশ্বের এক নম্বর দাবাড়ু তা আরও একবার প্রমাণ করলেন। প্রজ্ঞানন্দ মাত্র ১৮ বছর বয়সে দাবা বিশ্বকাপের (Chess World Cup) রানার্স হলেও, আজ তাঁর জন্য দেশবাসী গর্বিত। প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর থেকে শুরু করে ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানিয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়া সাইট X এ লিখেছেন,

দাবা বিশ্বকাপে ১৮ বছর বয়সী প্রজ্ঞানন্দ রানার্স হওয়ার পর ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন শুভেচ্ছা জানান।

দাবা বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে প্রথম ব়্যাপিড রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে খেলেন কার্লসেন। আর সাদা ঘুঁটি নিয়ে খেলেন প্রজ্ঞানন্দ। ভারতীয় দাবাড়ু অ্যাডভান্টেজে থাকলেও তা কাজে লাগাতে পারেননি। এক সময় প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডেরও নীচে নেমে যায়। যার সুযোগ নেন কার্লসেন। ফাইনালের প্রথম টাইব্রেক জেতেন নরওয়ের কার্লসেন। এরপর দ্বিতীয় ব়্যাপিড রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলেন কার্লসেন। আর প্রজ্ঞানন্দ খেলেন কালো ঘুঁটিতে। দ্বিতীয় রাউন্ডের শুরু খেকে সুবিধাজনক জায়গায় ছিলেন কার্লসেন। বেশ চাপে দেখাচ্ছিল প্রজ্ঞানন্দকে। শেষ অবধি প্রজ্ঞানন্দর বিরুদ্ধে টাইব্রেকারে ১.৫-০.৫ জেতেন কার্লসেন। দাবা বিশ্বকাপে রানার্স আপ হওয়ায় ফলে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২০২৪ সালে হলে চলা ক্যান্ডিডেটসের যোগ্যতা অর্জন করেছেন তিনি। যা হবে কানাডায়।

উল্লেখ্য, দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন পেয়েছেন ১১০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা ৯০ লক্ষ ৯৩ হাজার ৫৫১ টাকা। অন্যদিকে রানার্স হয়ে ৮০ হাজার ডলার আর্থিক পুরস্কার পাচ্ছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় মুদ্রায় যা ৬৬ লক্ষ ১৩ হাজার ৪৪৪ টাকা।