World Athletics Championship 2023 : ১০০ মিটারে নয়া বিশ্ব চ্যাম্পিয়ন শা’ক্যারি রিচার্ডসন
১০০ মিটারে নয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন শা'ক্যারি রিচার্ডসন। তিন বছরের প্রচেষ্টার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনার পদক জিতেছেন তিনি।
বুদাপেস্ট : চোট সারিয়ে ৩৬ বছর বয়সে ষষ্ঠবার ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছিলেন জামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সব নজর ছিল তাঁর দিকেই। অথচ শেলির মঞ্চে লাইমলাইট কেড়ে নিলেন মার্কিন দৌড়বিদ শা’ক্যারি রিচার্ডসন। ১০০ মিটারে নয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন শা’ক্যারি রিচার্ডসন। তিন বছরের প্রচেষ্টার পর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনার পদক জিতেছেন তিনি। রিচার্ডসনের সময় লেগেছে ১০.৬৫ সেকেন্ড। ১০.৭২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপোর পদক পেয়েছেন জামাইকার শেরিকা জ্যাকসন। ১০০ মিটারে ব্রোঞ্জ এসেছে ফ্রেজার প্রাইসের ঝুলিতে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দৌড় সম্পূর্ণ করেন ১০.৭৭ সেকেন্ডে।
২০২০ টোকিও অলিম্পিকে অংশ নিতে পারেননি রিচার্ডসন। মাদক পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর গতবছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল আমেরিকার ইউজিনে। ঘরের মাঠে ১০০ মিটারে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। ২০১৭ সালের পর ১০০ মিটারে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ন পেল আমেরিকা। ২০১৭ সালে টোরি বোয়ি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে ৩২ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর। রিচার্ডসনের এটি প্রথম বিশ্ব খেতাব।
CHAMPIONSHIP RECORD
🇺🇸’s Sha’Carri Richardson storms to golden 100m glory in 10.65 🤯#WorldAthleticsChamps pic.twitter.com/BzwBG0MINR
— World Athletics (@WorldAthletics) August 21, 2023
ভাগ্যক্রমে সেমিফাইনাল পার করেছিলেন রিচার্ডসন। ১০.৮৪ সেকেন্ডে শেষ করেন। অথচ ফাইনালে তিনিই ইতিহাস গড়ে ফেললেন। পুরুষদের ১০০ মিটারেও দাপট দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পুরুষদের ১০০ মিটারে নতুন দ্রুততম মানব নোয়া লাইলস। একটা সময় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ মানেই ছিল জামাইকার দাপট। উসেইন বোল্টের অবসরের পর সেই গর্বের ফানুস ফুটো হয়েছে। ফ্রেজার প্রাইস, শেরিকা জ্যাকসনরাও পিছনে রইলেন।