Tokyo Paralympics 2020: রুপোর হাসি ফুটল আইএএস অফিসার সুহাসের মুখে
সুহাসের হাত ধরে টোকিও প্যারালিম্পিক থেকে ব্যাডমিন্টনে ভারতের তৃতীয় পদক এল।
টোকিও: টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ছেলেদের ব্যাডমিন্টনের (Badminton) এসএল-৪ (SL4) বিভাগে রুপো (Silver) অর্জন করলেন নয়ডার জেলা শাসক সুহাস এল ইয়াথিরাজ (Suhas L Yathiraj)। শীর্ষবাছাই ফরাসি শাটলার লুকাস মাজুরের কাছে হেরে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় আমলা সুহাসকে। এই বিভাগে জোড়া পদকের সম্ভাবনা থাকলেও ব্রোঞ্জ পদক ম্যাচে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে যান ভারতীয় প্যারা শাটলার তরুণ ধিলোঁ (Tarun Dhillon)।
𝐒𝐈𝐋𝐕𝐄𝐑! 🥈 😍🤩
🇮🇳 Para shuttler- #SuhasLYathiraj finish his #Tokyoparalympics2020 campaign with the #Silver medal in MS SL4 category. 👏😍
Congratulations, champ! 🤩👏👏@himantabiswa | @AJAYKUM78068675 #Tokyo2020 #Tokyoparalympics2020 #TeamIndia pic.twitter.com/pJnh5sa8Qd
— BAI Media (@BAI_Media) September 5, 2021
আজ, রবিবার সোনার পদকের ম্যাচে সুহাস দারুণ শুরু করেছিলেন। প্রথম গেমে দাপটের সঙ্গে ২১-১৫ পয়েন্টে জেতেনও। তবে দুরন্ত কামব্যাক করেন মাজুর। ১৭-২১ এব ১৫-২১ ব্যবধানে পরপর দুটি গেম জিতে নেন তিনি। দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৭-২১ পয়েন্টে জেতেন মাজুর। তৃতীয় গেমে সুহাস ভালো শুরু করেও ফরাসি শাটলারের কাছে ১৫-২১ ব্যবধানে হেরে সোনা হাতছাড়া করেন। ১ ঘণ্টা ২ মিনিটের টানটান লড়াইয়ে ম্যাচের ফল ২১-১৫, ১৭-২১, ১৫-২১ লুকাস মাজুরের পক্ষে।
ছেলেদের ব্যাডমিন্টনের (Badminton) এসএল-৪ (SL4) বিভাগের ব্রোঞ্জ পদক ম্যাচে ইন্দোনেশিয়ার ফ্রেডি সেতিওয়ানের বিরুদ্ধে ২১-১৭, ২১-১১ ব্যবধানে হারেন তরুণ ধিলোঁ (Tarun Dhillon)। মাত্র ৩২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট গেমে (Straight Game) হেরে গিয়ে ব্রোঞ্জ (Bronze) হাতছাড়া হল ভারতীয় প্যারা শাটলার তরুণের।
আরও পড়ুন: Tokyo Paralympics 2020: শনিবার টোকিওয় ভারতের প্রাপ্তি দুই সোনা, এক রুপো, এক ব্রোঞ্জ