Bharat NCAP প্রোগ্রাম লঞ্চ করলেন নিতিন গড়করি, দেশের নিজস্ব গাড়ি নিরাপত্তা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে যা জানা জরুরি

Bharat NCAP: ক্র্যাশ টেস্টে গাড়িগুলির পারফরম্যান্সের উপরে ভিত্তি করে অ্যাডাল্ট অকুপেন্টস (AOP) এবং চাইল্ড অকুপ্যান্ট (COP)-এর জন্য স্টার রেটিং দেওয়া হবে। তাছাড়া দুর্ঘটনার সময় একটি গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মূল্যায়ন করতেও সাহায্য করবে এই অ্যাসেসমেন্ট প্রোগ্রাম।

Bharat NCAP প্রোগ্রাম লঞ্চ করলেন নিতিন গড়করি, দেশের নিজস্ব গাড়ি নিরাপত্তা মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে যা জানা জরুরি
দেশের নিজস্ব গাড়ির অ্যাসেসমেন্ট প্রোগ্রাম চালু করলেন নিতিন গড়করি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2023 | 7:43 PM

দেশের নিজস্ব একটি গাড়ির সেফটি রেটিং প্রোগ্রাম চালু হয়ে গেল। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি লঞ্চ করলেন দীর্ঘ প্রতীক্ষিত ভারত নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা Bharat NCAP। কেন্দ্রের এই মন্ত্রক একটি বিবৃতি জারি করে জানিয়েছে, গাড়ির নিরাপত্তার মান 3.5 টন পর্যন্ত বাড়ানোর মাধ্যমে সড়ক নিরাপত্তা উন্নত করার সরকারি প্রতিশ্রুতিতে ভারত NCAP একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ভারত NCAP কী

সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, এই প্রোগ্রামটি দেশের গাড়ি উপভোক্তাদের জন্য বাজারে বিভিন্ন গাড়ির নিরাপত্তার মান তুলনামূলক মূল্যায়ণ করতে একটি বিশেষ অস্ত্র তুলে দিতে চাইছে। এই প্রোগ্রামের অধীনে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি স্বেচ্ছায় তাদের গাড়িগুলিকে অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড (AIS) 197 অনুযায়ী পরীক্ষায় নামাতে পারে।

ক্র্যাশ টেস্টে গাড়িগুলির পারফরম্যান্সের উপরে ভিত্তি করে অ্যাডাল্ট অকুপেন্টস (AOP) এবং চাইল্ড অকুপ্যান্ট (COP)-এর জন্য স্টার রেটিং দেওয়া হবে। তাছাড়া দুর্ঘটনার সময় একটি গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মূল্যায়ন করতেও সাহায্য করবে এই অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। তার থেকেও বড় কথা হল, স্টার রেটিং একজন ক্রেতাকে বিভিন্ন গাড়ির নিরাপত্তার মান তুলনা করে বাজারের নিরাপদতম গাড়িটিকে বেছে নিতে সাহায্য করবে।

Bharat NCAP নিয়ে কী বলছে সরকার

সরকার মনে করছে, এই কার অ্যাসেসমেন্ট প্রোগ্রামটি দেশের বাজারে নিরাপদ গাড়ির চাহিদা বাড়াবে। গাড়ি নির্মাতারাও কাস্টমারের চাহিদার কথা মাথায় রেখে গাড়ি তৈরি করতে পারবেন। সর্বোপরি একটা গাড়ি যখন সবদিক থেকে নিরাপদ হবে, তখন ভারতে নির্মিত ভারতীয় গাড়িগুলি বিশ্ববাজারের বিভিন্ন গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে, এতে ভারতের গাড়ি নির্মাতাদের রফতানির সম্ভাবনাও বাড়বে।

এদিন Bharat NCAP এর লঞ্চ অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির তরফে বলা হয়েছে, “মানুষের জীবন বাঁচানো যখন আমাদের জন্য অগ্রাধিকার, তখন পথ নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একথা অস্বীকার করার উপায় নেই যে, রোড ইঞ্জিনিয়ারিংও এ দেশে একটি বড় সমস্যা। তবে সে ক্ষেত্রে যে ধরনের ভুলগুলির পুনরাবৃত্তি হয়েছে, তা যাতে বন্ধ করা যায় তার জন্য আমাদের ইঞ্জিনিয়রদের শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

এখন পরিষেবাটি লঞ্চ তো করা হয়েছে। তবে Bharat NCAP প্রোগ্রামটি বাস্তবায়িত হবে চলতি বছরের 1 অক্টোবর থেকে।