Hero Karizma ফিরছে নতুন অবতারে, 29 অগস্ট অফিসিয়াল লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি

নতুন Hero Karizma XMR 210 বাইকের সামনে থাকছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে দেওয়া হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। যে কোনও হিরো মোটরসাইকেলের ক্ষেত্রে এমনটা প্রথম বারই হতে চলেছে।

Hero Karizma ফিরছে নতুন অবতারে, 29 অগস্ট অফিসিয়াল লঞ্চের আগেই প্রকাশ্যে ছবি
হিরো কারিজ়মা আসছে নয়া অবতারে।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 1:28 PM

Hero তার একটি আইকনিক বাইক ফিরিয়ে নিয়ে আসছে। নামটা শুনলে আপনি হয়তো অপেক্ষার প্রহর গুনতে শুরু করবেন। ঢুঁ মারবেন আপনার নিকটবর্তী Hero বাইকের শোরুমে। সেই বাইকের নাম Hero Karizma। অগস্টের শেষেই একাধিক নতুন ও অ্যাডভান্সড ফিচার্স সহযোগে সেই বাইকটিকে লঞ্চ করা হবে। প্রসঙ্গত, একটা সময়ে Hero Karizma ছিল দেশের পোস্টার বাইক। তার ফ্যান ফলোয়িংও ছিল বিরাট। মার্কিন মোটরসাইকেল ব্র্যান্ড Harley-Davidson এর সঙ্গে দুটি বাঁধার পর হিরো তার নতুন প্রজন্মের Karizma নিয়ে আসছে। 29 অগস্ট লঞ্চ করবে সেই Hero Karizma XMR 210।

সম্প্রতি সংস্থার তরফে একটি টিজ়ার শেয়ার করা হয়েছে। সেখানেই Karizma XMR 210 বাইকটিকে অফিসিয়ালি টিজ় করেছে হিরো। সোশ্যাল মিডিয়ায় পোস্টটিটে লেখা হচ্ছে, ‘দ্য লিজেন্ড রিটার্নস।’ তবে নতুন Karizma বাইকের কেবলই একটি শিলয়েট ছবি প্রকাশ করেছে হিরো। তাই, বাইকটির আসল লুক প্রকাশ্যে আসেনি। আর সেই কারণেই Karizma ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে।

সেই ছবিতেই দেখা গিয়েছে, নতুন Karizma বাইকটিতেও আগের মতোই LED হেডল্যাম্প এবং DRL দেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে, পাওয়ারের জন্য এই বাইকে থাকবে একটি 210cc লিক্যুইড-কুলড ইঞ্জিন। রিপোর্ট থেকে জানা গিয়েছে, 210cc লিক্যুইড-কুলড ইঞ্জিনের সঙ্গে পেয়ার থাকছে একটি 6 স্পিডের গিয়ারবক্স এবং এটি 25 bhp এবং 30 Nm পিক টর্ক জেনারেট করতে পারবে।

এছাড়া নতুন Hero Karizma XMR 210 বাইকের সামনে থাকছে একটি টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে দেওয়া হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস। যে কোনও হিরো মোটরসাইকেলের ক্ষেত্রে এমনটা প্রথম বারই হতে চলেছে। এখন সবথেকে বড় প্রশ্নটি হল, কত দাম হতে পারে এই Karizma XMR 210 বাইকটির? সূত্রের খবর, 1.8 লাখ টাকার মধ্যেই এই স্পোর্টস বাইকটি ভারতে লঞ্চ করে যেতে পারে।

লঞ্চের মাত্র হাতে গোনা কয়েক দিনের মধ্যেই Hero Karizma XMR 210 বাইকটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে তার স্পোর্টি লুক ও পারফরম্যান্স নজর কেড়েছিল অনেকেরই। একটা সময় দেশের রাস্তায় যে গুটিকয়েক স্পোর্টস বাইক দেখা যেত, তাদের মধ্যে অন্যতম ছিল Hero Karizma। পরবর্তীতে Hero Karizma R এবং Hero Karizma ZMR এর মতো বাইকগুলিও লঞ্চ করে দেশে, যা প্রাথমিক ভাবে দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে বেশ কয়েক বছর রাজত্ব করার পর Karizma-র প্রোডাকশন বন্ধ করে দিয়েছিল Hero।

সেই বাইকই এখন ভোল বদলে, নতুন মোড়কে ফিরছে। 29 অগস্ট নতুন প্রজন্মের Karizma অর্থাৎ Karizma XMR 210 সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানা যাবে।