এবার Honda Livo-র OBD2-কমপ্লায়েন্ট মডেল এসে গেল ভারতে, দাম মাত্র 78,500 টাকা
2023 Honda Livo ড্রাম ও ডিস্ক এই দুই ভার্সনের দাম যথাক্রমে 78,500 টাকা এবং 82,500 টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের। এখন OBD2 কমপ্লায়েন্টের পাশাপাশি Honda Livo বাইকে নতুন গ্রাফিক্সও দেওয়া হয়েছে।
Honda Livo-র একটি নতুন OBD2-কমপ্লায়েন্ট মডেল লঞ্চ হল ভারতের বাজারে। মোট দুটি ভ্যারিয়েন্টে বিক্রয় করা হবে মডেলটি- ড্রাম ও ডিস্ক। এই দুই ভার্সনের দাম যথাক্রমে 78,500 টাকা এবং 82,500 টাকা। দুটি মডেলের দামই এক্স-শোরুমের। এখন OBD2 কমপ্লায়েন্টের পাশাপাশি Honda Livo বাইকে নতুন গ্রাফিক্সও দেওয়া হয়েছে।
Honda এই বাইকে আগের মতোই 110cc, এয়ার কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করছে। এই ইঞ্জিনটি 8.67 bhp সর্বাধিক পাওয়ার দিতে পারে 7,500 rpm-এ এবং বাইকটির পিক টর্ক আউটপুট 5,500 rpm-এ 9.30 Nm। বাইকের গিয়ারবক্সের অন ডিউটি হল একটি 4-স্পিড ইউনিট।
নতুন Honda Livo 2023 এর ইঞ্জিনে রয়েছে সাইলেন্ট স্টার্টার ও তার সঙ্গে একটি স্টার্টার মোটর, যা ঝক্কিহীন সেলফ-স্টার্ট ফাংশনালিটি দিতে পারে। রয়েছে একটি ফুয়েল ইঞ্জেকশন যা জ্বালানি এবং বাতাসের অপটিমাম মিক্সচার নিশ্চিত করছে। তাছাড়াও নতুন Livo বাইকটিতে এখন একটি অটো-চোক ফিচার দেওয়া হয়েছে এবং বাইরের দিকে একটি ফুয়েল পাম্প রয়েছে, যা বাইকের রক্ষণাবেক্ষণ এবং রিপেয়ারিংয়ের কাজ সহজ করে দেবে বলে জানিয়েছে সংস্থাটি।
ফিচার্সের দিক থেকে নতুন Honda Livo বাইকে সিঙ্গেল-পিস সিট রয়েছে, যা আগের তুলনায় অনেকটাই প্রশস্ত। মোটরসাইকেলটির হেডল্যাম্পে একটি হ্যালোজেন বাল্ব রয়েছে। সেই সঙ্গে আবার এই নতুন Honda বাইকটি একটি ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচ অফার করছে। এছাড়া রয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম, একটি সিল চেইন এবং সার্ভিস ডিউ ইন্ডিকেটর।
স্ট্যান্ডার্ড হিসেবে Livo-র সঙ্গে তিন বছরের ওয়ারান্টি অফার করছে সংস্থাটি। এখন যদি বাইকের চালক তথা মালিক ওয়ারান্টি বাড়াতে চান, তাহলে 7 বছরের এক্সটেন্ডেড ওয়ারান্টি যোগ করে মোট 10 বছরের ওয়ারান্টি পেয়ে যেতে পারেন। মোটরসাইকেলটি মোট তিনটি কালার স্কিমে বিক্রি করা হবে- অ্যাথলেটিক ব্লু মেটালিক, ম্যাট ক্রাস্ট মেটালিক এবং ব্ল্যাক।