TVS নিয়ে এল প্রিমিয়াম ‘X’ ই-স্কুটার, দাম 2.50 লাখ টাকা, এক চার্জে 140 কিলোমিটার রেঞ্জ

নতুন TVS X ই-স্কুটারটি তৈরি করা হয়েছে কোম্পানির নতুন ডেভেলপ করা Xleton প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে। এই মুহূর্তে বাজারের অন্যান্য স্কুটারের তুলনায় এটি 2.5 গুণ বেশি শক্তপোক্ত। লো সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার।

TVS নিয়ে এল প্রিমিয়াম 'X' ই-স্কুটার, দাম 2.50 লাখ টাকা, এক চার্জে 140 কিলোমিটার রেঞ্জ
টিভিএস নিয়ে এল ইলেকট্রিক স্কুটার।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 9:00 AM

TVS Motor কোম্পানি একটি চমৎকার ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সেই পারফরম্যান্স ইলেকট্রিক স্কুটারের নাম TVS X। এই ই-স্কুটারের দাম 2.50 লাখ টাকা। প্রথম 2,000 ক্রেতা এই ইলেকট্রিক স্কুটারটি 18,000 টাকা ছাড়ে ক্রয় করতে পারবেন। iQube এর পর এটি TVS এর দ্বিতীয় কোনও ইলেকট্রিক স্কুটার, যা দুর্ধর্ষ ব্যাটারি ও প্রযুক্তির মিশেলে এযাবৎকালের সবথেকে সেরা প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার হয়ে উঠেছে। TVS X এর ডিজ়াইনটি ধার করা হয়েছে 2018 Creon কনসেপ্ট ই-স্কুটার থেকে। 24 অগস্ট মধ্যরাত থেকে এই ইলেকট্রিক স্কুটারের বুকিং শুরু হবে এবং নভেম্বরের মাঝামাঝি নাগাদ ডেলিভারি শুরু হবে ই-স্কুটারটির।

নতুন TVS X ই-স্কুটারটি তৈরি করা হয়েছে কোম্পানির নতুন ডেভেলপ করা Xleton প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে। এই মুহূর্তে বাজারের অন্যান্য স্কুটারের তুলনায় এটি 2.5 গুণ বেশি শক্তপোক্ত। লো সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তৈরি করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটার। রাইডারের জন্য এই মডেলটিতে রয়েছে ওয়াইড স্প্লিট সিট এবং পিলিয়নটি যতটা সম্ভব আরামদায়ক করার চেষ্টা করেছে সংস্থাটি। মোট তিনটি রাইডিং মোড রয়েছে এই ইলেকট্রিক স্কুটারের – Xtealth, Xtride এবং Xonic। পাশাপাশি সিলেক্টেবল রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও রয়েছে স্কুটারের।

লেটেস্ট TVS X ইলেকট্রিক স্কুটারে দেওয়াহয়েছে একটি 4.44 kWh ব্যাটারি প্যাক, যা এক চার্জে 140 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। পারফরম্যান্স ইলেকট্রিক স্কুটারটিতে একটি 11kW (14.7 bhp) মোটর, যার পাওয়ার আউটপুট 7 kW (9.3 bhp)। অত্যন্ত দ্রুত গতিতে অ্যাক্সিলারেট করতে পারে এই ইলেকট্রিক স্কুটার। মডেলটি মাত্র 2.6 সেকেন্ডের মধ্যে 0-40 kmph বেগে স্প্রিন্ট করতে পারে, আবার 0-60 kmph বেগে স্প্রিন্ট করতে সময় নেয় মাত্র 4.5 সেকেন্ড। স্কুটারের সর্বাধিক গতি 105 kmph। টিভিএসের তরফ থেকে বলা হয়েছে, মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই ইলেকট্রিক স্কুটারটি 0-80 শতাংশ চার্জ করতে পারে।

TVS X ই-স্কুটারে রয়েছে নতুন প্রজন্মের SmartXonnect প্ল্যাটফর্ম, যার নাম NavPro। কোম্পানি নিজেই এই প্ল্যাটফর্ম ডেভেলপ করেছে। রয়েছে একটি 10.25 ইঞ্চির HD টিলট স্ক্রিন সেটআপ, যা ইলেকট্রিক স্কুটারের বিবিধ ফিচারগুলি সক্রিয় করতে পারে। স্কুটারের ইনফোটেইনমেন্ট সিস্টেমটি একাধিক অ্যাপ অপারেট করতে পারে, যার মধ্যে রয়েছে নেভিগেশন, গেমস, মিউজ়িক সহ আরও অনেক কিছু। এর আন্ডার সিট স্টোরেজ 19 লিটারের।