iPhone ইউজ়াররা সাবধান, ফোন চার্জে রেখে ঘুমবেন না, সতর্কবার্তা জারি করল Apple

iPhone Safety Tips: কোম্পানির মতে, মোবাইলকে পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জারে রাখার সময়ও ঘুমবেন না। কারণ যখন ফোনটি পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তখন সেটিকে মাথার কাছেও রাখবেন না। এমনকি এগুলোকে কম্বল, বালিশের নিচে রাখবেন না।

iPhone ইউজ়াররা সাবধান, ফোন চার্জে রেখে ঘুমবেন না, সতর্কবার্তা জারি করল Apple
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 12:59 PM

ফোন ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিছু ছোট ছোট বিষয়েও নজর রাখতে হয়। আর সেই সব দিকে নজর না রাখলেই বিপদ। তবে এবার অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সতর্কতা জারি করেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে, যাতে কোনও ব্যবহারকারীই সারা রাত ফোনে চার্জ না দেয়। এমনকি অ্যাপল সতর্ক করেছে, ঘুমনোর সময় কখনোই ফোনটিকে মাথার কাছে চার্জে রাখবেন না। কারণ এটিতে যখন তখন আগুন ধরে যেতে পারে। এমনকি বৈদ্যুতিক শকও লাগতে পারে আপনার। তাই ভুলেও এই ধরনের কাজ করবেন না। আবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এত টাকা খরচ করার পরে আইফোন কিনলেন। কিন্তু তারপরেও কেন এই ধরনের সমস্যা হবে? এরও কারণ জানিয়েছে কোম্পানিটি। চলুন জেনে নেওয়া যাক কেন ফোনে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে?

বালিশের নিচে আইফোন রাখবেন না:

চার্জের সময় ফোনে ঠিকমতো হাওয়া না পেলে বিপদ ঘটতে পারে। অনেকেই ফোনটি চার্জিংয়ে দিয়ে বালিশের কাছে রেখে দেয়। এটি অতিরিক্ত গরম হতে পারে। এতে শুধু ফোনেরই ক্ষতি হবে না, আগুনও ধরে যাবে। তার কারণ হল তুলো স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি গরম হয়। ফলে ফোনটি অতিরিক্ত গরম হয়ে গেলেই এই বিপদ ঘটবে।

কোম্পানির মতে, মোবাইলকে পাওয়ার অ্যাডাপ্টার বা ওয়্যারলেস চার্জারে রাখার সময়ও ঘুমবেন না। কারণ যখন ফোনটি পাওয়ার সোর্সের সঙ্গে সংযুক্ত থাকবে, তখন সেটিকে মাথার কাছেও রাখবেন না। এমনকি এগুলোকে কম্বল, বালিশের নিচে রাখবেন না। ফোনটি চার্জে রাখাকালীন এটি কোনও মতেই ব্যবহার করবেন না। আপনি আপনার ডিভাইসটিকে পাওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনও চার্জার বা অন্য কারও চার্জার ব্যবহার করবেন না। এতেও একই সমস্যা দেখা দিতে পারে।

এসব জিনিস এড়িয়ে চলুন:

এমনও হতে পারে আপনার কাছে আইফোন নেই। কোনও অ্যান্ডরয়েড স্মার্টফোন রয়েছে। সেক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে। ভুলেও ফোনটি সারারাত চার্জ করবেন না। চার্জে ফোন রেখে গেম খেলবেন না বা ব্যবহার করবেন না। অনেক সময় ফোনে কথা বলতে বলতে চার্জ শেষ হয়ে গেলে, ফোনটিকে চার্জে রেখেই কথা বলেন। ভুলেও এটা করবেন না। যখন তখন ফোনটি বাস্ট করে যেতে পারে।