Fridge Tips: ওভেন বা স্টোভের পাশে ফ্রিজ মানে বিপদ ডেকে আনা, কত দূরত্বে রাখবেন?
Refrigerator Tips: অনেকেই রান্নাঘরে ফ্রিজ রাখেন। তবে খেয়াল রাখতে হবে তারা তাদের চারপাশে কী রয়েছে। রান্নাঘরে ফ্রিজ রাখার সময় সচেতন থাকতে হবে। আপনার রান্নাঘরে রান্নার স্টোভ বা রান্নার গ্যাস হয়েছে। তার থেকে ফ্রিজটিকে কিছুটা দূরে রাখুন।
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। মানুষের চাহিদাও বাড়ছে সেই সঙ্গে। গৃহস্থলির জিনিসপত্রও বাড়ছে। ঘরে ঘরে বাড়ছে ইলেকট্রনিক সামগ্রী ও গ্যাজেট। অনেকেই সাধের সেই সব জিনিসের সঠিকভাবে যত্ন নিতে পারেন না। সঠিকভাবে ব্যবহার না করলে সময়ের আগেই সেগুলি নষ্ট হয়ে যায়। যখন ফ্রিজের কথা আসে তখন এর মধ্যে আরও যত্নের প্রয়োজন হয়। অনেকেই রান্নাঘরে ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওয়েভ সমস্ত কিছু রাখেন। কিন্তু রান্নার স্টোভের কাছে ফ্রিজ রাখলে বিরাট বড় ক্ষতি হয়। অনেকেরই এই ব্যাপারটা অজানা। চলুন জেনে নেওয়া যাক রান্নার স্টোভের কাছে ফ্রিজ রাখলে কী অসুবিধা হয়। সেই সঙ্গে এটাও জেনে নিন যে ফ্রিজটিকে রান্নার ওভেন থেকে কতটা দূরে রাখা প্রয়োজন।
রান্নার স্টোভের কাছে ফ্রিজ রাখতে কী হয়?
অনেকেই রান্নাঘরে ফ্রিজ রাখেন। তবে খেয়াল রাখতে হবে তারা তাদের চারপাশে কী রয়েছে। রান্নাঘরে ফ্রিজ রাখার সময় সচেতন থাকতে হবে। আপনার রান্নাঘরে রান্নার স্টোভ বা রান্নার গ্যাস হয়েছে। তার থেকে ফ্রিজটিকে কিছুটা দূরে রাখুন। প্রায়ই মানুষের মনে প্রশ্ন জাগে যে রান্নার স্টোভ থেকে ফ্রিজ কত দূরে রাখতে হবে?
ফ্রিজের কাছে রান্নার গ্যাসবা স্টোভ রাখা ঠিক নয়। স্টোভ থেকে বের হওয়া তাপ ফ্রিজকে তাড়াতাড়ি খারাপ করা দেয়। তার একটি কারণ হল ফ্রিজটি ঠান্ডা হতে চায় না। এমন পরিস্থিতিতে ফ্রিজের কম্প্রেসারকে দ্বিগুণ কাজ করতে হয় ভিতর ঠান্ডা করার জন্য। অর্থাৎ আপনি যতই ফ্রিজের তাপমাত্রা কমিয়ে রাখুন না কেন, ফ্রিজটি ঠিক মতো ঠান্ডা হতে চায় না। এই সমস্যায় হয়তো অনেকেই পড়েছেন। অনেকেই ভাবেন ফ্রিজের সমস্যা। সেক্ষেত্রে আপনাকে ফ্রিজটি কোথায় রেখেছেন, সেদিকেও নজর রাখতে হবে।
কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, ফ্রিজ এবং স্টোভের মধ্যে 20 ইঞ্চি দূরত্ব থাকা উচিত। এই দূরত্বে থাকলে স্টোভ আপনার ফ্রিজ নষ্ট করতে পারবে না।