Smartphone Tips: মোবাইলে ইন্টারনেট স্লো হয়ে গেলেই বদলে নিন এই সেটিং, মুহূর্তে সুপারফাস্ট হবে ডেটা সার্ফিং
Internet speed: কখনও কখনও সিম কার্ডেও সমস্যা দেখা যায়। উপরের সমস্ত উপায় কাজে লাগানোর পরেও যদি দেখেন, ঠিক হচ্ছে না। তাহলে ধরে নিতে হবে আপনার সিমে সমস্যা। ফলে ফোনের Settings-এ গিয়ে নেটওয়ার্ক চেক করুন।
সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেকেই মোবাইল ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না। যে কোনও কাজই খুব সহজেই মোবাইলে হয়ে যায়। তার সেই জন্যই স্মার্টফোনের ব্যবহার দ্রুত বাড়ছে। এই ডিভাইসের সাহায্যে ঘরে বসেই অনেক কাজ সহজেই করা যায়। স্মার্টফোনে ইন্টারনেটের প্রয়োজন সবচেয়ে বেশি। কিন্তু ইন্টারনেট সিগন্যাল পাওয়া না গেলে সবচেয়ে বড় সমস্যা। Airtel এবং Jio-এর 5G পরিষেবা শুরু হয়েছে। কিন্তু অনেক মানুষ এখনও ইন্টারনেটের সমস্যায় ভুগছে। যদি আপনার ফোনেও ইন্টারনেট সঠিকভাবে কাজ না করে, তাহলে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। এতে ইন্টারনেটের আর কোনও সমস্যা থাকবে না। এমনকি ইন্টারনেট খুব দ্রুত গতিতে চলবে।
যদি আপনার মোবাইল ডেটা কাজ না করে, তাহলে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে, তা হল মোবাইল ডেটা বন্ধ করুন। আপনার মনে হতে পারে, এ আবার কেমন উপায়। কাজ করছে না বলে নেট বন্ধ রাখতে হবে? আদতেই এটি একটি গুরুত্বপূর্ণ উপায়। যখনই ফোনের নেট ঠিক মতো কাজ করবে না, তখন সেটিকে বন্ধ করে আবার চালু করবেন। এটি আপনার নেটওয়ার্ক কানেকশন পুনরায় সেট করতে সাহায্য করতে পারে৷
এরপর এয়ারপ্লেন মোড চালু এবং বন্ধ করুন। এটি নেটওয়ার্ক কানেকশন উন্নত করতে পারে। কখনও কখনও ডিভাইসটি বন্ধ এবং চালু করাও নেটওয়ার্ক সমস্যার সমাধান করতে পারে। অর্থাৎ ফোনটি যদি আপনি একবার বন্ধ করে আবার চালান, তাতেও দেখবেন কানেকশন ঠিক হয়ে গিয়েছে।
কখনও কখনও সিম কার্ডেও সমস্যা দেখা যায়। উপরের সমস্ত উপায় কাজে লাগানোর পরেও যদি দেখেন, ঠিক হচ্ছে না। তাহলে ধরে নিতে হবে আপনার সিমে সমস্যা। ফলে ফোনের Settings-এ গিয়ে নেটওয়ার্ক চেক করুন। তাতে যদি টাওয়ার না দেখায়, তাহলে ধরে নিতে হবে সিমেই সমস্যা। সেক্ষেত্রে সিম কার্ডটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে এটি পরিষ্কার করুন এবং এটি ফোনে পুনরায় ঢোকান। তারপরে দেখুন ঠিক হয়েছে কি না।