Realme 11 5G ভারতে আসছে 23 অগস্ট, 20 হাজার টাকার কম দামের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
Realme 11 5G ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 680 নিটস। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে এবং পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ 5G চিপ। এই ব্যাটারি 67W চার্জিং সাপোর্ট করে।
বুধবার, 23 অগস্ট Realme তার নতুন স্মার্টফোন নিয়ে আসছে, যার নাম Realme 11 5G। এই 5G সক্রিয় ফোনটি 20,000 টাকা বাজেটের মধ্যেই ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে। আর সেই প্রাইস ক্যাটেগরির মধ্যে Redmi Note 12 5G সিরিজ় এবং বেশ কিছু Samsung এবং Motorola স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে পারবে ফোনটি। লঞ্চের কয়েক প্রহর আগে Realme 11 5G ফোনের একাধিক মূল স্পেসিফিকেশন টিজ় করেছে সংস্থাটি। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, iPhone 12-র মতো ফ্ল্যাট ডিজ়াইন, 67W চার্জিং এবং অতি অবশ্যই 5G।
এই সব ফিচারের মধ্যে দিয়ে Realme মূলত তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের টার্গেট করছে। বিশেষ করে পড়ুয়ারা, যাঁদের 5G ইন্টারনেটের গতির প্রয়োজন রয়েছে এবং সেই সঙ্গেই যাঁদের ব্যাটারি নিয়েও বেশি ভাবিত হতে হবে না। 20,000 টাকা বাজেটের মধ্যে এই Realme 11 5G ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেগুলি একনজরে দেখে নেওয়া যাক।
Realme 11 5G: সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
ফোনের অফিসিয়াল টিজ়ার পোস্টার থেকেই তার একাধিক ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আগেই জানা গিয়েছিল। এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি ফুল HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 680 নিটস। অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে এবং পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ 5G চিপ। এই ব্যাটারি 67W চার্জিং সাপোর্ট করে।
Realme 11 5G ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে থাকছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সেকেন্ডারি হিসেবে থাকছে একটি 2MP পোর্ট্রেইট লেন্স। ক্যামেরা অ্যাপটিতে রয়েছে একাধিক তাক লাগানো ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অটো-জ়ুম, সুপার নাইট সিন, 108MP হাই-রেজ়োলিউশন মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা, পোর্ট্রেইট মোড, HDR, সুপার টেক্সট এবং স্ট্রিট ফটোগ্রাফি। ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য একটি 16MP সেন্সর দেওয়া হয়েছে। তবে, 108MP ক্যামেরা থাকা সত্ত্বেও এই ফোনটি 4K রেকর্ডিং সাপোর্ট করবে না।
Realme 11 5G: কত দাম হতে পারে
তাইওয়ানে কয়েক দিন আগেই লঞ্চ করা হয়েছে এই একই Realme 11 5G। তাইওয়ান ও ভারতীয় মডেলের ফিচার ও স্পেসিফিকেশনে কোনও ফারাক থাকছে না। সেখান থেকেই মনে করা হচ্ছে ফোনের দামও এক হবে। তাইওয়ানে এই ফোনের 256GB পর্যন্ত স্টোরেজ মডেল নিয়ে আসা হয়েছে, যার দাম TWD 8,990 বা 23,400 টাকা প্রায়। তবে, ভারতে এই ফোনের একটি 128GB স্টোরেজ মডেলও লঞ্চ করা হবে। তাই যদি হয়, তাহলে তার দামও বেশ কম হবে।