Redmi-র এই স্মার্টফোনের নয়া ভ্যারিয়েন্ট আসতেই কেনার ধুম, মিলছে মাত্র 8499 টাকায়

Redmi A2+ Price: কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi, Bluetooth, FM রেডিও এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার রয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi-র এই স্মার্টফোনের নয়া ভ্যারিয়েন্ট আসতেই কেনার ধুম, মিলছে মাত্র 8499 টাকায়
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2023 | 9:45 PM

স্মার্টফোন নির্মাতা Xiaomi তার Redmi সিরিজ A2+ এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। এটি প্রথমবার যখন ভারতীয় বাজারে এসেছিল, তখন থেকেই জনপ্রিয় একটি ফোন ছিল। তার একমাত্র কারণ হল এর দাম। এই ফোনটি অনেক সস্তায় পাওয়া যায়। আর নতুন ভ্যারিয়েন্টটিও অনেক কম দামেই বাজারে আনা হল। Redmi A2+ এখন 4 GB RAM এবং 128 GB স্টোরেজেও কেনা যাবে। এর দাম 8,499 টাকা। নতুন ভ্যারিয়েন্ট ছাড়া এই ফোনের সব ফিচার একই রয়েছে। এর আগে এই ফোনটি 4 GB RAM এবং 64 GB স্টোরেজে বাজারে আনা হয়েছিন। আসুন জেনে নেওয়া যাক Redmi A2+ এর ফিচারগুলো।

Redmi A2+ এর ফিচার:

এটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.52-ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে MediaTek Helio G36 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। আপনি চাইলে ভার্চুয়াল র‍্যামের মাধ্যমে 7 জিবি পর্যন্ত বাড়িয়েও নিতে পারবেন। একই সময়ে এতে, 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে AI ভিত্তিক ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। এর প্রথম সেন্সরটি 8 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি হল কিউভিজিএ ক্যামেরা। ফোনটিতে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কানেক্টিভিটির জন্য ফোনে Wi-Fi, Bluetooth, FM রেডিও এবং 3.5mm হেডফোন জ্যাকের মতো ফিচার রয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির মতে, একবার চার্জে 150 ঘন্টা পর্যন্ত চলতে পারে।