1,18,000 টাকার Acer ল্যাপটপ মাত্র 11,800 টাকায়, ফ্লিপকার্ট বা অ্যামাজ়নে নয়, সরকারি সাইটে 90% ছাড়

Acer intel Core i5 Laptop ল্যাপটপের দাম 1,18,000 টাকা। সরকারি ওয়েবসাইট অর্থাৎ GeM আপনাকে এই ল্যাপটপের উপরে 90 শতাংশ ছাড় দিচ্ছে। তার ফলে ল্যাপটপটি আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 11,800 টাকায়।

1,18,000 টাকার Acer ল্যাপটপ মাত্র 11,800 টাকায়, ফ্লিপকার্ট বা অ্যামাজ়নে নয়, সরকারি সাইটে 90% ছাড়
ব্যাপক ছাড়ে Acer Laptop।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 2:20 PM

Laptop OFFER: নতুন ল্যাপটপ কেনার চিন্তাভাবনা করছেন? আজকাল ল্যাপটপ, মোবাইল বা অন্য যে কোনও গ্যাজেটস কিনতে আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজ়নের শরণাপন্ন হই। কিন্তু, জানলে অবাক হবেন সরকারি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে বিভিন্ন সময়ে আপনি ব্যাপক ছাড়ে একাধিক গ্যাজেটস পেয়ে যাবেন। তথাকথিত জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলির থেকেও কম দামে বিভিন্ন প্রোডাক্ট সেখানে নিয়ে আসা হয়। সরকারি সেই ই-কমার্স ওয়েবসাইটের নাম গভার্নমেন্ট ই মার্কেটপ্লেস বা GeM। এখানে আপনি এখন 14 ইঞ্চির একটি চমৎকার ল্যাপটপ পেয়ে যাবেন। কী সেই ল্যাপটপ, তা কিনতে কত টাকা খরচ করতে হবে, কী-কী ফিচার্স রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য।

কত টাকার ছাড়?

সরকারের এই ই-মার্কেটপ্লেসে যে ল্যাপটপে আপনাকে অফারটি দেওয়া হচ্ছে, সেটি হল Acer intel Core i5 Laptop। অ্যামাজ়ন থেকে শুরু করে ফ্লিপকার্ট এবং বিভিন্ন রিটেল দোকানে এমনিতে এই ল্যাপটপের দাম 1,18,000 টাকা। কিন্তু আপনাকে এই ল্যাপটপ কিনতে এত টাকা খরচ করতেই হবে না। সরকারি ওয়েবসাইট অর্থাৎ GeM আপনাকে এই ল্যাপটপের উপরে 90 শতাংশ ছাড় দিচ্ছে। তার ফলে ল্যাপটপটি আপনি বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 11,800 টাকায়।

একদম সরাসরি এই অফার আপনি পেয়ে যাচ্ছেন। না, এর মধ্যে কোনও ব্যাঙ্কের অফার বা ইএমআই অপশন বা অন্য কোনও গল্প নেই। 11,800 টাকা দিলেই আপনি সরকারি ওয়েবসাইট থেকে ল্যাপটপটি ক্রয় করতে পারবেন। অন্য দিকে Acer-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই Acer ল্যাপটপেরই দাম আবার 56,990 টাকা।

কিন্তু হঠাৎ এত কম দামে ল্যাপটপটি অফার করা হচ্ছে কেন? আসলে এর পরবর্তী প্রজন্মের ল্যাপটপ কয়েক দিন আগেই নিয়ে এসেছে সংস্থাটি। আর Acer intel Core i5 Laptop এর কয়েকটি মাত্র স্টক রয়েছে। সেই স্টকগুলিকেই যতটা দ্রুত সম্ভব শেষ করতে চাইছে Acer। এই ল্যাপটপের আর মাত্র 35টি মডেল স্টকে আছে। কোম্পানি সেগুলিকে দ্রুত বিক্রয় করতে চাইছে। আপনিও যদি এই অফারে শামিল হতে চান, তাহলে দ্রুত GeM ওয়েবসাইট থেকে ল্যাপটপটি কিনে ফেলুন।

কী বিশেষত্ব এই ল্যাপটপের?

ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে এই Acer ল্যাপটপে intel Core i5 প্রসেসর দেওয়া হয়েছে। Windows 11 সাপোর্টেড এই ল্যাপটপে 8GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সাপোর্ট রয়েছে। এছাড়া ল্যাপটপের স্ক্রিন সাইজ 14 ইঞ্চি। যদিও এর ডিসপ্লের রেজ়োলিউশন 1920/1080 পিক্সেল। ল্যাপটপটি ক্রয় করার পরে আপনি 3 বছরের প্রোডাক্ট ওয়ারান্টি এবং আরও 3 বছরের অন সাইট ওয়ারান্টি পেয়ে যাবেন। Acer intel Core i5 ল্যাপটপের ওজন 1.6 কেজি, এতে ফিঙ্গারপ্রিন্ট রিডারের মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।