Blaupunkt SBW120 সাউন্ডবার লঞ্চ হল 4,999 টাকায়, নজরকাড়া লুক ও ফিচার্স
Blaupunkt SBW120 সাউন্ডবারের দাম 4,999 টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ক্রয় করতে পারবেন। স্লিক ডিজ়াইন, 120W সাউন্ড আউটপুটের মতো একাধিক আকর্ষণীয় বিষয় রয়েছে এই Blaupunkt SBW120 সাউন্ডবারে।
Blaupunkt ভারতে একটি দুর্ধর্ষ সাউন্ডবার নিয়ে এল, যার নাম Blaupunkt SBW120। প্রোডাক্টটি বাজেট রেঞ্জেই লঞ্চ করা হয়েছে, 5,000 টাকারও কম দামে ডিভাইসটি আপনি ক্রয় করতে পারবেন। স্লিক ডিজ়াইন, 120W সাউন্ড আউটপুটের মতো একাধিক আকর্ষণীয় বিষয় রয়েছে এই Blaupunkt SBW120 সাউন্ডবারে।
এই সাউন্ডবারটি আকারে পাতলা, ডিজ়াইনেও যে বিরাট চাকচিক্য রয়েছে এমনটা নয়। যে কোনও মুহূর্তে, যে কোনও জায়গায় বহন করে নিয়ে যাওয়ার জন্য সাউন্ডবারটি ওজনেও হাল্কা। Blaupunkt SBW120 সাউন্ডবারে রয়েছে একটি সাবউফার, সেটিও স্লিম ফর্ম ফ্যাক্টরেই নিয়ে আসা হয়েছে।
2 x 2 ইঞ্চির স্পিকার ড্রাইভার্স (ভাল অডিও কোয়ালিটির জন্য মাউন্ট করা হার্ড পয়েন্টগুলির মধ্যে কিছুটা স্পেস) রয়েছে এতে। অন্য দিকে সাবউফারে রয়েছে একটি 5.25 ইঞ্চির স্পিকার ড্রাইভার, যা আরও ভাল এবং গভীর বেস পারফরম্যান্স দিতে পারবে। 120W পর্যন্ত অডিও আউটপুট দিতে পারবে এই সাউন্ডবার।
বিভিন্ন ধরনের কানেক্টিভিটি অপশন এই সাউন্ডবারটিকে বহুমুখী করে তুলেছে। HDMI পোর্ট, অপটিক্যাল, AUX, ব্লুটুথ, USB এবং একটি SD কার্ড স্লটও রয়েছে এতে। SBW120 সাউন্ডবারটি পেয়ার করা রয়েছে Xbox এবং PlayStation এর সঙ্গে, যা চমৎকার গেমিং অভিজ্ঞতাও দিতে পারবে।
ইনবিল্ট মোট তিনটি প্রিসেট মোড রয়েছে এতে- মিউজ়িক, মুভিজ় এবং নিউজ়। আপনি যে কনটেন্ট দেখছেন, সেই অনুযায়ী প্রিসেট মোড বেছে নিতে পারেন। তাছাড়া রিমোট কন্ট্রোলের সাপোর্টও রয়েছে। সেটিও বেশ পাতলা, বাটনগুলি এমন ভাবেই প্লেস করা হয়েছে যার দ্বারা আপনি ঝক্কিহীন ভাবে প্রেস করতে পারেন পছন্দের অপশনটি।
Blaupunkt SBW120 সাউন্ডবারের দাম 4,999 টাকা। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ক্রয় করতে পারবেন। তবে কবে থেকে তার বিক্রিবাট্টা শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত। কেবল মাত্র কালো রঙে পাওয়া যাবে এই সাউন্ডবার।