বাক্সবন্দি করে রাখা যায় LG-র এই টাচস্ক্রিন মনিটর, খুললেই আপনার মনপসন্দ সিনেমা-সিরিজ়

LG Briefcase TV: 27 ইঞ্চির এই মনিটরে রয়েছে টাচ সাপোর্ট। LG StandbyME Go মনিটরের সঙ্গে একটি স্যুটকেস দেওয়া হচ্ছে, যা আপনি সেটিকে যে কোনও জায়গায় সহজে বহন করতে পারেন।

বাক্সবন্দি করে রাখা যায় LG-র এই টাচস্ক্রিন মনিটর, খুললেই আপনার মনপসন্দ সিনেমা-সিরিজ়
ব্রিফকেসে ভরে এই টিভি নিয়ে আপনি যেতে পারেন যেখানে খুশি!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 12:49 PM

LG বরাবরই জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটসে অভিনবত্বের ছোঁয়া দিয়ে। কোম্পানির নতুন প্রোডাক্ট StandbyME Go হল সামান্য একটা মনিটর। কিন্তু এমনতর মনিটর এর আগে কখনও দেখা যায়নি। কারণ, এ এক এমনই মনিটর যা বাক্সবন্দি করে বহনযোগ্য। আর সেই বাক্স খুললেই আপনি চাক্ষুষ করতে পারবেন আপনার পছন্দের সিনেমা, সিরিজ়, আরও কত কী!  27 ইঞ্চির এই মনিটরে রয়েছে টাচ সাপোর্ট। LG StandbyME Go মনিটরের সঙ্গে একটি স্যুটকেস দেওয়া হচ্ছে, যা আপনি সেটিকে যে কোনও জায়গায় সহজে বহন করতে পারেন।

এই মনিটরের দাম 999 মার্কিন ডলার বা 83,038 টাকা প্রায়। এটিকে আপনি একটি এন্টারটেইনমেন্ট সলিউশন বলতে পারেন। বিশেষ করে তাঁদের জন্য LG StandbyME Go মনিটরের কোনও বিকল্প নেই, যাঁরা ঘনঘন ট্রাভেল করেন এবং ক্যাম্পিংও করেন। স্পেসিফিকেশনের দিক থেকে এটি একটি 60Hz 1080p LED মনিটর, যাতে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। একবার চার্জে এই ব্যাটারি টানা তিন ঘণ্টার ব্যাকআপ দিতে পারে। মনিটরটিতে বিল্ট-ইন জাইরোস্কোপ দেওয়া হয়েছে, যা আপনি ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেইট দুই মোডেই ব্যবহার করতে পারবেন।

LG StandbyME Go মনিটরটি Dolby Vision সাপোর্ট করে। দুটি বিল্ট-ইন 20W স্পিকার রয়েছে, যা Dolby Atmos সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য LG StandbyME Go মনিটরে রয়েছে কাস্টম Alpha 7 AI প্রসেসর Gen5। সফটওয়্যার হিসেবে webOS দ্বারা চালিত এই মনিটরে Apple AirPlay2এর সাপোর্টও রয়েছে।

ফুল সাইজ় HDMI পোর্ট রয়েছে এই মনিটরে। গেমিং কনসোল থেকে শুরু করে ল্যাপটপ, এমনকি স্মার্ট টিভি ডঙ্গলও কানেক্ট করা যাবে এই পোর্টে। পাশাপাশি ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি থাকার ফলে ডিভাইসটি স্মার্ট মনিটর হিসেবেও কাজ করবে। ডিজ়নি প্লাস হটস্টার, প্রাইম ভিডিয়ো, নেটফ্লিক্স ইত্যাদির সবকিছুই এই মনিটরে চালানো যাবে। স্মার্ট রিমোট দেওয়া হচ্ছে টাচস্ক্রিন মনিটরটির সঙ্গে, যাতে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার জন্য হটকি রয়েছে। মনিটরের সামনে রয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, যা ডিভাইসটি বন্ধ থাকা অবস্থাতেও চার্জ করতে দেবে।

আপাতত কেবলই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কেটে পাওয়া যাবে LG StandbyME Go স্যুটকেস মনিটরটি। সংস্থাটি এই মনিটরের সঙ্গে একটি কমপ্লিমেন্টারি XBoom 360 ব্লুটুথ স্পিকার অফার করছে। মনিটরটি প্রি-অর্ডার করলেই তবে তার সঙ্গে বিনামূল্যে ব্লুটুথ স্পিকারটি পাওয়া যাবে।