OnePlus Bullets Wireless Z2 ইয়ারফোন দেখে চোখ ফেরানো মুশকিল, দামও সস্তা; চলবে টানা 28 ঘণ্টা
OnePlus Bullets Wireless Z2 Price: এতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এতে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। এটি ব্যাকগ্রাউন্ডের শব্দ কমাতে সাহায্য় করে। এছাড়াও এই নতুন নেকব্যান্ডে 12.4 মিমি ড্রাইভার দেওয়া হয়েছে।
বিগত কয়েক বছরে ভারতে ইয়ারবাড থেকে শুরু করে নেকব্যান্ড, সব কিছুরই চাহিদা বেড়েছে। ফলে কোম্পানিগুলি একের পর এক নতুন নতুন ইয়ারফোন, ওয়্যারলেস ইয়ারবাড, নেকব্যান্ড বাজারে আনছে। সেই মতোই OnePlus তার OnePlus Bullets Wireless Z2 লঞ্চ করেছে। এর বিক্রিও শুরু হয়ে গিয়েছে। এতে অনেক স্মার্ট ফিচারও দেওয়া হয়েছে। দাম 2,300 টাকারও কম। চলুন জেনে নেওয়া যাক OnePlus Bullets Wireless Z2 এর দাম ও ফিচার।
OnePlus Bullets Wireless Z2-এর দাম:
OnePlus এর ওয়্যারলেস ইয়ারবাডের দাম 2,299 টাকা। এটি OnePlus.in, OnePlus Store অ্যাপ, OnePlus Experience স্টোর, Amazon, Flipkart এবং Myntra থেকে কিনতে পারবেন।
OnePlus Bullets Wireless Z2-এর ফিচার:
এতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। এতে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন রয়েছে। এটি ব্যাকগ্রাউন্ডের শব্দ কমাতে সাহায্য় করে। এছাড়াও এই নতুন নেকব্যান্ডে 12.4 মিমি ড্রাইভার দেওয়া হয়েছে। OnePlus Bullets Wireless Z2 ANC এ ব্লুটুথ 5.2 দেওয়া হয়েছে। এছাড়াও, এটি কম লেটেন্সি ডুয়াল ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে কুইক সুইচিং ফিচার দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, এতে 3 মাইক সহ এআই কল নয়েজ ক্যান্সেলেশনও রয়েছে। এই নেকব্যান্ডে জল এবং ঘাম লাগলেও কিছু হবে না। OnePlus Bullets Wireless Z2 ANC-তে আরও ভাল ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে। কোম্পানির মতে, এই নেকব্যান্ডটি একবার চার্জ করলেই 20 ঘন্টা চালাতে পারবেন। আর যদি নয়েজ ক্যান্সেলেশন বন্ধ করা থাকে, তাহলে আরও বেশিক্ষণ ব্যবহার করতে পারবেন। এটি 10 মিনিটের চার্জে 20 ঘন্টা ব্যবহার করতে পারবেন।