Chandrayaan 3 Landed on Moon LIVE: ‘চাঁদের পাহাড়’-এ সফল অবতরণ ভারতের চন্দ্রযান-৩-এর, ইতিহাসের সাক্ষী দেশবাসী
Chandrayaan-3 Landing Live News Updates: অতঃপর ইতিহাস গড়ল ভারত। 23 অগস্ট, বুধবার চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করল চন্দ্রযান-3। কথা মতোই এদিন সন্ধে 6টা 4-এ চাঁদের মাটি স্পর্শ করল মহাকাশযানটি। এককথায় হাতের মুঠোয় চাঁদ ধরে ফেলল ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল ভারত।
বর্তমানে চাঁদের মাটিতে রয়েছে ভারতের চন্দ্রযান-3। ভারতীয় সময় অনুযায়ী, সন্ধ্যা 6টা 04 মিনিটে অবতরণের কথা ছিল যানটির। কিন্তু তার তার আগেই , চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে অবতরণ করেছে। ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে। শুধু ভারত এবং ইসরোর বিজ্ঞানীরা নয়, প্রতিটি ভারতীয় একই প্রার্থনা করছেন। অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। চন্দ্রযান-3-এর সফল অবতরণের পেছনে বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজ করেছে প্রায় 140 কোটি মানুষের প্রার্থনাও। ISRO-এর 16,500 বিজ্ঞানী গত চার বছর ধরে যে কঠোর পরিশ্রম করেছিলেন, তা সম্পূর্ণ হয়েছে। সফট ল্যান্ডিংয়ে মাধ্যমে বিশ্বের চারটি দেশের তালিকায় এখন নাম যুক্ত হয়েছে ভারতেরও। এবার আসল কাজ শুরু হবে বিজ্ঞানীদের। প্রথম এক ঘন্টা বিজ্ঞানীরা বিশেষ নজর রাখবেন যানটির দিকে। সেই সময়ই রোভারটি ল্যান্ডারকে একা ফেলেই চলে যাবে এবং সেখানে একটি দিন কাটাবে। এই সময়ে, ইসরো বিজ্ঞানীরা চাঁদে জলের পাশাপাশি খনিজ সম্পর্কেও বিভিন্ন তথ্য পাবেন।
LIVE NEWS & UPDATES
-
‘চাঁদে সব সিস্টেম স্বাভাবিক আছে’-জানাল ইসরো
অবতরণের পর থেকে প্রতিটা মুহূর্তের খবর রাখছে ইসরো। বৃহস্পতিবার সকালেই টুইট করে দেশবাসীকে সুখবর দিয়েছিল ভারতের মহাকাশ সংস্থা, ISRO। টুইটে জানিয়েছিল, ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে এসেছে রোভারটি। এবার তার কাজ শুরু করার পালা। ফের টুইটে সংস্থাটি জানাল, চাঁদে সব সিস্টেম স্বাভাবিক আছে। ল্যান্ডার বিক্রমের তিনটে পে-লোড আজ চালু হয়েছে। রোভার প্রজ্ঞান গড়াতেও শুরু করেছে। প্রোপালশন মডিউলের ‘শেপ’ পেলোড রবিবার থেকে চালু হওয়ার কথা।
Chandrayaan-3 Mission: All activities are on schedule. All systems are normal.
🔸Lander Module payloads ILSA, RAMBHA and ChaSTE are turned ON today.
🔸Rover mobility operations have commenced.
🔸SHAPE payload on the Propulsion Module was turned ON on Sunday.
— ISRO (@isro) August 24, 2023
-
ল্যান্ডার বিক্রমের চারটি পেলোড কী করবে?
চন্দ্রযান-3-এর ল্যন্ডার থেকে বেরিয়ে এসেছে রোভারটি। তবে ল্যান্ডারও তার কাজ চালিয়ে যাবে। এমনভাবেই ডিজাইন করা হয়েছে তাকে। ল্যান্ডারে দেওয়া হয়েছে চারটি পেলোড। কিন্তু তাদের কাজ কী? প্রথমটি, রম্ভা (RAMBHA): এটি চাঁদের পৃষ্ঠে সূর্য থেকে আসা প্লাজমা কণার ঘনত্ব, পরিমাণ এবং পরিবর্তনগুলি তদন্ত করবে। দ্বিতীয়টি ChaSTE: এটি চন্দ্র পৃষ্ঠের তাপ অর্থাৎ তাপমাত্রা পরীক্ষা করবে। তৃতীয়টি ILSA: এটি ল্যান্ডিং সাইটের চারপাশে ভূমিকম্পের ক্রিয়াকলাপ তদন্ত করবে। আর চার নম্বরে রয়েছে Laser Retroreflector Array (LRA): এটি চাঁদের গতিশীলতা বোঝার চেষ্টা করবে।
-
-
প্রপালশন সিস্টেমই কি সাফল্যের প্রধান কারণ?
বিরাট সাফল্য পেয়েছে চন্দ্রযান-3। কিন্তু যখন এটি কক্ষপথে ঘুরছিল, তখনই ISRO-র চেয়ারম্যান এস সোমানাথ দেশবাসীকে আশ্বস্ত করতে বলেছিলেন, “ভারতের তৃতীয় চন্দ্র অভিযান চন্দ্রযান-3-এর ল্যান্ডার, বিক্রম, সমস্ত সেন্সর এবং এর দু’টি ইঞ্জিন কাজ না করলেও 23 আগস্ট চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে যানটি। ল্যান্ডারের পুরো নকশাটি এমনভাবে তৈরি করা হয়েছে, যা কোনওভাবেই এই মিশনটিকে ব্যর্থ হতে দেবে না।” প্রপালশন সিস্টেম হল একটি যান্ত্রিক প্রযুক্তি। এটি মহাকাশ যানটিকে নিয়ন্ত্রণে রাখে। যখন সেন্সর, ইঞ্জিন সব কিছু কাজ করা ধীরে ধীরে বন্ধ করে দেয়, তখন প্রপালশন সিস্টেম কাজ করতে শুরু করে। ফলে এই সাফল্যের পিছনে কিছুটা হাত প্রপালশন সিস্টেমই।
-
হেঁটেচলে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান
ল্যন্ডার বিক্রমের ভিতর থেকে বেরিয়ে এসে চাঁদের মাটিতে পা রেখে ফেলেছে রোভার প্রজ্ঞান। তারপরেই যেন খেল দেখানো শুরু করেছে চন্দ্রযান 3-এর রোভার। ইতিমধ্যেই চাঁদের এদিক ওদিক গুটি গুটি পায়ে ঘুরে বেরাচ্ছে সে। এবার এই প্রজ্ঞানই চাঁদের সমস্ত অজানা তথ্য পাঠাতে শুরু করবে ইসরোকে।
-
গুগলের সিইও সুন্দর পিচাই ইসরোকে অভিনন্দন জানিয়েছেন
গুগলের সিইও সুন্দর পিচাই চন্দ্রযান-3 মিশনের সাফল্যের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার)-এ লিখেছেন, “এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত! চাঁদে চন্দ্রযান-3-এর সফল অবতরণের জন্য ISRO-কে অনেক অভিনন্দন। ভারতই প্রথম দেশ, যে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করেছে।”
What an incredible moment! Congratulations to @isro for the successful landing of #Chandrayaan3 on the moon this morning. Today India became the first country to successfully achieve a soft landing on the southern polar region of the moon. https://t.co/2D6qSmneUp
— Sundar Pichai (@sundarpichai) August 23, 2023
-
-
ব্রিটেন থেকে আমেরিকা, বিশ্ব জুড়ে শোনা যাচ্ছে চন্দ্রযান 3-এর শুভেচ্ছার প্রতিধ্বনি
শুধু দেশেই নয় বিদেশেও আলোচিত হচ্ছে। ব্রিটেন থেকে শুরু করে আমেরিকা, সব জায়গায় যেন খুশির ছাড়া ছড়িয়ে পড়েছে। লন্ডনে ভারতীয় ছাত্ররা উদয়া শক্তি মাতা মন্দিরে চন্দ্রযান 3-এর সাফল্যের জন্য প্রার্থনা করছিল, এ খবর আগেই প্রকাশ্যে এসেছে। এবার যানের সাফল্যে মেতে উঠেছে পুরো বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়রা। জাতীয় পতাকা উত্তোলন করে সেই সাফল্য উদযাপন করতে দেখা যাচ্ছে তাদের।
-
বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে এসেছে রোভার
14 জুলাইের পর 40 দিন ধরে দেশবাসীর নজর ছিল চন্দ্রযান 3-এর অবতরণের দকে। বুধবার নির্ধারিত সময়ের আগেই তা সফল হয়েছে। ল্যান্ডার চাঁদের মাটিতে পা রাখার পরেও ঠিক তেমনই হচ্ছে। সব কিছু সময় মতোই হয়ে চলেছে। চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে এসেছে রোভার। এবার শুধু ISRO-কে তথ্য পাঠানোর আপেক্ষা।
-
চন্দ্রযান 3-এর সাফল্যে শাহরুখ খানের প্রতিক্রিয়া
চন্দ্রযান 3 চাঁদে সফলভাবে অবতরণ করেছে এবং এখন সমগ্র ভারত এই মিশনের সাফল্য উদযাপন করছে। মুন মিশনের সাফল্যে উচ্ছ্বসিত বলিউডও। শাহরুখ খানও এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন টুইটের মাধ্যমে। ‘চাঁদ তারে তোড় লও’ গানটি গেয়ে ইসরোকে অভিনন্দন জানিয়েছেন কিং খান।
View this post on Instagram -
ISRO-কে অভিনন্দন জানিয়েছেন নাসার অ্যাডমিনিস্ট্রেটর
NASA অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন একটি পোস্টে চন্দ্রযান-3 এর সাফল্যের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। সেই সাফল্যকে কেন্দ্র করে একটি টুইটও শেয়ার করেছেন বিল নেলসন।Congratulations @isro on your successful Chandrayaan-3 lunar South Pole landing! And congratulations to #India on being the 4th country to successfully soft-land a spacecraft on the Moon. We’re glad to be your partner on this mission! https://t.co/UJArS7gsTv
— Bill Nelson (@SenBillNelson) August 23, 2023
-
অবতরণের পর প্রথম ছবি প্রকাশ্যে আনল ISRO
ভারতের চন্দ্রযান-3-এর বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে সফল হয়েছে। চাঁদের এই অংশে পৌঁছানো প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। আজ পর্যন্ত কেউ চাঁদের দক্ষিণ মেরুতে যেতে পারেনি। বিক্রম ল্যান্ডারের সফল সফট ল্যান্ডিংয়ের পর প্রথম ছবি শেয়ার করেছে ISRO। টুইট করে লিখেছে, “চন্দ্রযান-3-এর ল্যান্ডার এবং বেঙ্গালুরুতে অবস্থিত কমান্ড সেন্টারের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এই ছবিগুলি ল্যান্ডারের ক্যামেরা থেকে তোলা হয়েছে।”
Chandrayaan-3 Mission: Updates:
The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
— ISRO (@isro) August 23, 2023
-
রোভার প্রজ্ঞান শীঘ্রই ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে
চন্দ্রযান-৩-এর ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। তার কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞান রোভার বিক্রম ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে এবং চাঁদে তদন্ত শুরু করবে। এই সব কিছুই নির্ধারিত সময় অনুযায়ী হয়ে চলেছে।
-
‘এবার শুরু হবে আসল কাজ’-জানালেন ইসরো প্রধান এস সোমানাথ
চন্দ্রযান-3-এর চাঁদের মাটি স্পর্শ করার পর ইসরো প্রধান এস সোমানাথ বলেছেন, "সবচেয়ে কঠিন কাজ ছিল উৎক্ষেপণ, অবতরণ এবং চাঁদের কক্ষপথ পেরনো। এবার শুরু হবে আসল কাজ। ল্যান্ডারটির স্বাস্থ্য মূল্যায়ন করা হবে। আর আগামী কয়েক ঘণ্টার মধ্যে রোভারটি ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে। ল্যান্ডিং-এর বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার করা হয়েছিল। চাঁদে ল্যান্ডার এবং রোভারের যন্ত্রগুলি পরবর্তী 14 দিন বিভিন্ন পরীক্ষা করবে। সেগুলোই আমাদের জন্য উত্তেজনাপূর্ণ
-
ISRO-র প্রধান বিজ্ঞানীর দলকে ধন্যবাদ জানিয়েছেন
ISRO-র প্রধান চন্দ্রযানের পিছনে কায়িক পরিশ্রম করা বিজ্ঞানীর দলকে ধন্যবাদ জানিয়েছেন। ISRO-এর চেয়ারপার্সন এস সোমানাথ এই সাফল্যের জন্য প্রোজেক্ট ডিরেক্টর পি ভিরামুথুভেল, সহকারী পরিচালক কল্পনা, মিশন ডিরেক্টর শ্রীকান্ত এবং ইউআরএসসি ডিরেক্টর ভি শঙ্করনকে অভিনন্দন জানিয়েছেন। চন্দ্রযান 3 মিশনের পরিচালক পি ভিরামুথুভেল জানিয়েছেন, কীভাবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে অবরতণ করল। সহকারী পরিচালক কল্পনা সফল অবতরণের প্রসঙ্গে বলেছেন, “এটি সবচেয়ে স্মরণীয় এবং আনন্দের মুহূর্ত”।
-
40 দিনের অপেক্ষার পর ইতিহাস গড়ল ভারত
অবশেষে ভারতের 40 দিনের অপেক্ষার অবসান হলো। পৃথিবী থেকে চাঁদে 3.84 লক্ষ কিলোমিটার দিয়ে যাত্রা শুরু করেছিল যানটি। অবশেষে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্র পৃষ্ঠে অবতরণ করেছে। রাশিয়া, আমেরিকা ও চিনের পর চাঁদে সফট ল্যান্ডিং করা ভারত বিশ্বের তৃতীয় দেশ। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত।
-
দেশ জুড়ে উদযাপন শুরু হয়েছে
চাঁদে চন্দ্রযান-৩ অবতরণ নিয়ে কংগ্রেস সদর দফতরের বাইরে উদযাপন শুরু হয়েছে। 14 জুলাই থেকে দেশবাসীর চোখ ছিল যানটির অবতরণের অপেক্ষায়। আজ সেই খুশি বাধ ভেঙেছে দেশবাসীর।
#WATCH | Delhi: Celebrations outside Congress headquarters as Chandrayaan-3 lands on the Moon pic.twitter.com/S4ckynMO55
— ANI (@ANI) August 23, 2023
-
সফল অবতরণ নিয়ে ইসরোর টুইট
নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে ফেলল ভারতের চন্দ্রযান-3। ISRO টুইট করেছে দেশবাসীকে জানিয়েছে, চন্দ্রযান-3 মিশন তার গন্তব্যে পৌঁছেছে। সফল হয়েছে চন্দ্রযান-৩। চাঁদে সফল অবতরণের জন্য সমগ্র দেশবাসীকে অভিনন্দন।
Chandrayaan-3 Mission: ‘India🇮🇳, I reached my destination and you too!’ : Chandrayaan-3
Chandrayaan-3 has successfully soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
-
অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বললেন?
ISRO-র বিজ্ঞানীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। তিনি জানান, চাঁদের মাটিতে ভারত পা রেখেছে। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এটা গর্বের। গোটা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে ছিল।
-
‘চাঁদের পাহাড়’-এ সফল অবতরণ ভারতের চন্দ্রযান-৩-এর
সময়ের আগেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩। বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে যানটি। ইসরো প্রধান এস সোমনাথ চাঁদে চন্দ্রযান-৩ এর সফল সফট ল্যান্ডিং নিয়ে বলেছেন, “এই মুহূর্তে চাঁদের দক্ষিন মেরুতে রয়েছে চন্দ্রযান-৩।”
-
দক্ষিণ আফ্রিকা থেকে ISRO-র ওয়াররুমে যোগদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বিক্রমের উচ্চতা ক্রমাগত কমে আসছে। চাঁদের মাটি আর কিছুটা দুরে। 1.8 কিলোমিটার দূরেই রয়েছে ল্যান্ডার বিক্রম। আর সেই সঙ্গে এগিয়ে চলেছে চাঁদের দক্ষিণ মেরুর দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই চন্দ্রযান-3 লাইভ দেখছেন চিনের প্রধানমন্ত্রী শি জ়িনপিং।
-
বিক্রম ল্যান্ডারের অবতরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে
চাঁদে বিক্রম ল্যান্ডারের অবতরণ প্রক্রিয়া ভালভাবে শুরু হয়েছে। ISRO জানিয়েছে, ল্যান্ডার বিক্রমের পাওয়ার ডিসেন্ট ফেজ শুরু হয়েছে। অর্থাৎ এর ল্যান্ডারটি তার গতি কমিয়ে ফেলেছে। অবতরণের জন্য ঠিক যতটা গতির প্রয়োজন, ততটাই কমাতে সফল হয়েছে বিজ্ঞানীরা।
-
অবতরণের সাক্ষী থাকছে প্রচুর সংখ্যক মানুষ
অবতরণের সাক্ষী থাকতে ISRO-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 5টা বেজে 44 মিনিটে চোখ রেখেছেন 40 লাখ 89 হাজার 900 মানুষ। আর তা ক্রমাগত বেড়েই চলেছে। তবে বিশ্ব সহ গোটা দেশবাসীর নজর 6টা বেজে 4 মিনিটে।
-
শীঘ্রই অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হবে
চাঁদে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হবে বিকেল 5টা 41 মিনিটে। এটি ISRO ওয়েবসাইট, এর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং পাবলিক ব্রডকাস্টার ডিডি ন্যাশনাল টিভিতে দেখা যাবে। ইতিমধ্যেই গোটা বিশ্ববাসী এই অবতরণের অপেক্ষায় রয়েছে। সবার নজর 6টা 4 মিনিট বাজার অপেক্ষায়। এখনও অবধি নির্ধারিত সময় অনুযায়ীই সব হচ্ছে।
-
অবতরণের এক ঘণ্টারও বাকি নেই
চাঁদে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউল অবতরণের এক ঘণ্টারও কম সময় বাকি। ISRO আগেই জানিয়েছিল যে, প্রায় 150 থেকে 100 মিটার উচ্চতায় পৌঁছালে, ল্যান্ডারটি তার সেন্সর এবং ক্যামেরা ব্যবহার করে চাঁদের পৃষ্ঠ পরীক্ষা করবে। সেন্সরটি দেখবে কোনও বাধা আছে কি না। তারপর এটি একটি সফট-ল্যান্ডিং করতে শুরু করবে।
-
টুইটে ভারতের পতাকা শেয়ার করলেন ইলন মাস্ক
চন্দ্রযান-3 চাঁদের মাটিতে পা রাখতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা। তার আগেই ইলন মাস্ক ভারতের এই মিশনের প্রশংসা করেছেন। আর ভারতের পতাকার একটি ইমোজি শেয়ার করেছেন। সঙ্গে ভারতের জন্য শুভকামনাও জানিয়েছেন।
Good for India 🇮🇳!
— Elon Musk (@elonmusk) August 22, 2023
-
Chandrayaan 3: ল্যান্ডার এবং রোভারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
আজ ভারতীয় সময় সন্ধে পৌনে 6টা থেকে অবতরণ প্রক্রিয়া শুরু হবে। চাঁদের মাটিতে 25 কিলোমিটার ওপর থেকে নামবে বিক্রম। নামার সময় সমান্তরাল গতিবেগ থাকবে প্রতি সেকেন্ডে 1.68 কিলোমিটার। চন্দ্রযান-3-এর রোভার ও ল্যান্ডারকে একদিন চাঁদে থাকতে হবে। এরপর সেখানে রাত হবে। চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রা মাইনাস 238 ডিগ্রি সেলসিয়াস। এত কম তাপমাত্রায় মেশিন ঠিক মতো কাজ করবে না, একথা আগেই জানিয়েছিলেন ISRO-র বিজ্ঞানীরা। সেক্ষেত্রে কীভাবে এই ল্যান্ডার ও রোভার কাজ করবে, এখন সেটাই দেখার।
-
Chandrayaan 3: চাঁদের মাটি ছোঁয়ার পর কী করবে বিক্রম?
চন্দ্রযান-3 চাঁদে অবতরণের কিছুক্ষণ পরেই এর আসল কাজ শুরু হবে। বিক্রম ল্যান্ডারটি খুলবে এবং রোভারের জন্য একটি র্যাম্প তৈরি করবে। অর্থাৎ সেই র্যাম্প ধরেই রোভারটি চাঁদের মাটিতে নেমে আসবে। আর এদিক ওদিক ঘুরে বেরাবে। ছয় চাকার রোভারে ভারতের পতাকা এবং ইসরোর লোগো রয়েছে। অবতরণের প্রায় চার ঘণ্টা পর এটি ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে এসে নামতে শুরু করবে। ঠিক অবতরণের সময় রোভারের গতিবেগ হবে প্রতি সেকেন্ডে 1 সেমি। রোভার তার নেভিগেশন ক্যামেরার মাধ্যমে আশেপাশের পরিবেশ অনুধাবন করতে থাকবে।
-
ইসরোর মিশন কন্ট্রোল সেন্টারে উত্তেজনা
চন্দ্রযান-3 মহাকাশযান চাঁদে অবতরণের চেষ্টা করার মাত্র কয়েক ঘণ্টা আগে বেঙ্গালুরুতে ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC)-এর মিশন কন্ট্রোল সেন্ট্রালের বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ইসরো মিশন কন্ট্রোল সেন্টারের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংবাদ সংস্থা ANI।
#WATCH | Karnataka | Visuals from ISRO Mission Control Centre in Bengaluru, as the expected soft landing of Chandrayaan-3 on the moon remains just a few hours away. pic.twitter.com/2sVAAfSfCs
— ANI (@ANI) August 23, 2023
-
Chandrayaan-3: অবতরণের সময় আবহাওয়া ও চাঁদের তাপমাত্রা কেমন থাকবে?
সময় যত এগিয়ে আসছে, ততই চন্দ্রযান-3-কে ঘিরে মানুষের মনে বাসা বাঁধছে একের পর এক প্রশ্ন। তার মধ্যেই একটি প্রশ্ন অবতরণের সময় আবহাওয়া ও চাঁদের তাপমাত্রা কেমন থাকবে? একথা আগেই জানা গিয়েছে, যানটিকে অবতরণ করাই হবে ISRO-র কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং-এর কাজ। ISRO-এর প্রাক্তন ডিরেক্টর প্রমোদ কালের মতে, চাঁদের দক্ষিণ মেরুতে তাপমাত্রা মাইনাস 230 ডিগ্রিতে চলে যায়। এত কম তাপমাত্রায় দক্ষিণ মেরুতে চন্দ্রযানকে অবতরণ করা খুব একটা সহজ কাজ নয়। এই কারণেই এই মিশনটি 14 দিন ধরে চালানো হবে। এর একমাত্র কারণ হল দক্ষিণ মেরুতে আলো থাকবে, আর সেই সৌরশক্তিতেই কাজ করবে চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম।
-
চন্দ্রযান ৩ এর উৎক্ষেপণে বাঙালি বিজ্ঞানীরা
গোটা দেশ তাকিয়ে রয়েছে চন্দ্রযান-৩ এর অবতরণের অপেক্ষায়। সব ঠিকঠাক থাকলে, চাঁদের দক্ষিণ মেরুতে সফ্ট ল্যন্ডিং হবে চন্দ্রযান-৩ এর। গোটা দেশ প্রার্থনা করছে সাফল্য কামনায়। কিন্তু জানেন এই কঠোর পরিশ্রম যাঁরা করছেন সেই সকল বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন বাংলার ছেলেরাও। দেশ তো বটেই পাশাপাশি ছেলের সাফল্য কামনায় প্রহর গুনছেন পরিবারের লোকজনও।
বিস্তারিত পড়ুন: Chandrayaan-3 Moon Landing: চন্দ্রযানেও ছোঁয়া বাঙালির, সাফল্যের আশায় প্রহর গুনছে তিন কৃষক পরিবার
-
Live Location Of Chandrayaan 3: দুর্গাপুরেও মহাযজ্ঞের আয়োজন
সবকিছু ঠিকঠাক থাকলে 40 দিনের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে বুধবার সন্ধ্যায়। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম। তারই সফলতা কামনা করে সারা দেশের পাশাপাশি দুর্গাপুরেও মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। ইস্পাত নগরীর বেলতলা কালীমন্দিরে সকাল থেকে চলছে পুজোপাঠ। দুর্গাপুরের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। দিনভর মহাযজ্ঞ চলবে বলেও জানান উদ্যোক্তারা।
-
Chandrayaan-3 Mission: বিজ্ঞানীদের প্রস্তুতির ছবি শেয়ার করেছে ISRO
এবার শুধু সন্ধ্যে 6টা 4 মিনিট বাজার অপেক্ষা। তার আগে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছে ISRO-র বিজ্ঞানীরা। আর সেই ছবি টুইটের মাধ্যমে শেয়ার করে নিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটি। চন্দ্রযান-3 অবতরণের আগে কমান্ড সেন্টারের ছবি শেয়ার করেছে ISRO। ISRO টুইট করেছে, “অটোমেটিক ল্যান্ডিং সিকোয়েন্স (ALS) শুরু করার জন্য প্রস্তুত। প্রায় 17:44 টায় নির্ধারিত পয়েন্টে ল্যান্ডার মডিউল (LM)-এর আগমনের অপেক্ষায়।MOX-এ অপারেশনের লাইভ ট্রান্সমিশন 17:20 এ শুরু হবে।” এই মিশনটির সঙ্গে যুক্ত আছেন ইসরোর বিভিন্ন বিভাগের প্রায় 200 বিজ্ঞানী।
Chandrayaan-3 Mission: All set to initiate the Automatic Landing Sequence (ALS). Awaiting the arrival of Lander Module (LM) at the designated point, around 17:44 Hrs. IST.
Upon receiving the ALS command, the LM activates the throttleable engines for powered descent. The… pic.twitter.com/x59DskcKUV
— ISRO (@isro) August 23, 2023
-
Chandrayaan-3: ‘ভারতের জন্য গর্বের মুহূর্ত’-চন্দ্রযান-3 নিয়ে আর কী বললেন বাংলার রাজ্যপাল?
চন্দ্রযান-3 মিশনে পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস বলেছেন,”চন্দ্রযান 3-এর অবতরণে ভারত বিরাট সাফল্যের মুখ দেখবে। ভারতের জন্য অবশ্যই একটি গর্বের মুহূর্ত। ভারত প্রমাণ করেছে যে, মহাকাশের কোনও সীমা নেই। আমরা সেই বিজ্ঞানীদের অভিনন্দন জানাই, যারা এই মিশনের পিছনে কঠোর পরিশ্রম করেছেন। এবার সব কিছু সময়ের অপেক্ষা। ভারত সাফল্য পাবেই। চন্দ্রযানের চাঁদে যাত্রা সবে শুরু। এরপরে আরও হাজার হাজার মাইল পথ এগিয়ে যাবে।”
-
Chandrayaan-3: কীভাবে মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখবেন?
চন্দ্রযান-3 চাঁদে অবতরণ করবে 23 আগস্ট, 2023 সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট। আপনি এটি ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ দেখতে পাবেন। ISRO-এর ওয়েবসাইটে দেখতে আপনাকে Google-এ গিয়ে isro.gov.in-এ যেতে হবে। YouTube-এ ISRO Official-এ দেখতে পাবেন। আর Facebook-এ ISRO – Indian Space Research Organisation-এ দেখতে পাবেন। অথবা DD National টিভি চ্যানেলেও লাইভ দেখানো হবে। এবার শুধু সন্ধ্যা 6টা বেজে 4 মিনিট বাজার অপেক্ষা। আরও জানতে সবিস্তারে পড়ুন।
-
Chandrayaan 3 live updates: বিজেপি বিধায়কের পুজো
চন্দ্রযান-3 এর সাফল্য কামনা করে বুধবার সকালে ঢাক বাজিয়ে পুজো দিলেন বাঁকুড়া ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমর নাথ শাখা। এদিন সকালে দলের কর্মীদের রামসাগরে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিয়ে চন্দ্রযান ৩ জন্য প্রার্থনা করলেন বিধায়ক।
-
ISRO Chandrayaan 3 live: চন্দ্রযান-3 এর সাফল্য নিয়ে আশাবাদী চন্দ্রযান-2 মিশনের বিজ্ঞানী
চন্দ্রযান-2 মিশনে থাকা রকেট বিজ্ঞানী দিব্যাংশু পোদ্দার চাঁদের পৃষ্ঠে পাখির পালকের মতো অবতরণ করার কঠিন চ্যালেঞ্জ স্বীকার করে নিয়েছেন। কিন্তু, চন্দ্রযান-3 যে সফল হবে সে বিষয়ে আস্থা প্রকাশ করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, “আমি খুব আশাবাদী। এবারে ইসরো একটি শক্তিশালী মিশন তৈরি করেছে এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সতর্কতা নিয়েছে। আমি মনে করি, আমরা এবার সফল হব।”
-
ISRO Moon Landing: বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যজ্ঞ
চন্দ্রযান-3 এর সাফল্য কামনায় দেশবাসী প্রার্থনা করছে। বুধবার সকালে বিজেপির জেলা কার্যালয়ে যজ্ঞ করা হল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সহ সভাপতি পিন্টু সরকার, বিজেপির বালুরঘাট টাউন মন্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত, যুব মোর্চার টাউন সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্যরা। এদিন সকাল ন’টার দিকে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে যজ্ঞের আয়োজন করে জেলা বিজেপি নেতৃত্ব। কামনা একটাই, চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে ল্যাডার বিক্রম অবতরণ করা। বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলে ইতিহাসের পাতায় নাম লেখাবে ভারত। কারণ, এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে কোনো মহাকাশ গবেষক সংস্থাই পৌঁছতে পারেনি।
-
ISRO Moon Landing: কেন সন্ধেবেলা নামছে চন্দ্রযান-3?
আসলে চন্দ্রযান-3 যখন চাঁদের মাটি ছোঁবে, তখন পৃথিবীতে সন্ধে। চাঁদে কিন্তু তা নয়। তখন সেখানে সূর্য উঠবে। মনে করা হচ্ছে, ল্যান্ডারটির যতটা শক্তির দরকার, সূর্যের আলো থেকেই তা পেয়ে যাবে সে। তার ফলে মহাকাশযানের পরীক্ষা করা আরও সহজ হয়ে যাবে। সবিস্তারে পড়তে এখানে ক্লিক করুন।
-
ISRO Chandrayaan 3 Live: ফিফটিন মিনিটস অব টেরর
অবতরণের ঠিক আগের 15 মিনিট হল খুবই সঙ্কটজনক। চন্দ্রযান-3 এর ক্ষেত্রে সেই সময়টা 5টা 45 মিনিট। এই সময়কালে চন্দ্রযানটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের নিছকই দর্শকের আসনে বসিয়ে রাখে। স্পেসক্রাফ্টের সবকিছুই তখন বিক্রম ল্যান্ডারের অনবোর্ড কম্পিউটারে আটকে থাকে। এই সময়কালকেই ইসরোর এক বিজ্ঞানী বলছেন, ‘ফিফটিন মিনিটস অব টেরর’। সবিস্তারে পড়তে এখানে ক্লিক করুন।
-
ISRO 2023 mission live: নাসার সঙ্গে যোগাযোগ
চন্দ্রযান-3 নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের সঙ্গে ক্রমাগত যোগাযোগে রয়েছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় এর বিশাল অ্যান্টেনা মহাকাশযানের সঙ্গে প্রেরণ করছে। ভারত মহাকাশযান ট্র্যাক করতে নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে।
-
Chandrayaan 3 Moon Landing Live: অবতরণের প্রক্রিয়াটি কখন শুরু হবে
ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলের কাছাকাছি একটি রোভার সহ ল্যান্ডারের নির্ধারিত টাচ-ডাউনের সময় সন্ধ্যা 6টা 4 মিনিটের আগে MOX/ISTRAC-তে ল্যান্ডিং অপারেশনের সরাসরি সম্প্রচার শুরু হবে বুধবার সন্ধ্যা 5টা 20 মিনিটে।
-
চন্দ্রযান-3 এর সম্প্রচার দেখবেন মোদী
15তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই চন্দ্রযান-3 এর সরাসরি সম্প্রচার চাক্ষুষ করবেন তিনি।
Published On - Aug 23,2023 9:46 AM