Independence Day News: ২ জেলায় বনপ্রাণের স্বাধীনতা দৌড়
স্বাধীনতা দিবসে পরিবেশ সচেতনতা দৌড়ে যুক্ত হল হাওড়া ও হুগলী দুই জেলা। ১৫ই আগস্টের কাকভোরে রাজপথে শুরু হল দৌড়। রাজ্যপ্রাণী বাঘরোল বা ফিশিং ক্যাটের সম্পর্কে সচেতনতা আর প্রকৃতি সংরক্ষনের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই দৌড়। পরিবেশ কর্মী দেবজ্যোতি অধিকারী,অলোক কোলে ও কল্যাণময় দাসের উদ্যোগে হাওড়ার লিলুয়া থেকে হুগলির নালিকুল পর্যন্ত ৪০কিলোমিটার বাঘরোল দৌড় অনুষ্ঠিত হল।
স্বাধীনতা দিবসে পরিবেশ সচেতনতা দৌড়ে যুক্ত হল হাওড়া ও হুগলী দুই জেলা। ১৫ই আগস্টের কাকভোরে রাজপথে শুরু হল দৌড়। রাজ্যপ্রাণী বাঘরোল বা ফিশিং ক্যাটের সম্পর্কে সচেতনতা আর প্রকৃতি সংরক্ষনের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই দৌড়। পরিবেশ কর্মী দেবজ্যোতি অধিকারী,অলোক কোলে ও কল্যাণময় দাসের উদ্যোগে হাওড়ার লিলুয়া থেকে হুগলির নালিকুল পর্যন্ত ৪০কিলোমিটার বাঘরোল দৌড় অনুষ্ঠিত হল। প্রতি এক কিলোমিটার অন্তর সাধারণ মানুষের মধ্যে ১০টি করে চারা গাছ বিতরণ করা হল । জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ন ইন্দ্রনীল ঘরুই ও রাজ্য সাঁতার চ্যাম্পিয়ন সায়নদ্বীপ পাছাল দৌড়ান বাঘরোল দৌড়ে। হাওড়া বন বিভাগের আওতায় হাওড়া ও হুগলীর বিস্তীর্ণ বনাঞ্চল। তাই এই দৌড়ে সহায়তায় ছিলেন হাওড়া জেলা বন দফতরের আধিকারিকরা ও বেশ কয়েকটি পরিবেশপ্রেমী সংস্থা।