Viral Video: জঙ্গলের পাশের রাস্তায় পড়ে গিয়েছিল বাইক, তখনই হাতির হামলা, চালকের মারছুট…

Viral Video Today: বাইকটি পড়ে যাওয়ার পরে যখন তাঁরা সেটি তুলতে যাবেন, এমনই সময় একটা হাতি এসে তাঁদের আক্রমণ করে। কোনও মতে তখন সেই ব্যক্তি বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভের লাভ তেমন কিছু একটা হয়নি। হাতিটি ফের তাঁর পিছনে ধাওয়া করে।

Viral Video: জঙ্গলের পাশের রাস্তায় পড়ে গিয়েছিল বাইক, তখনই হাতির হামলা, চালকের মারছুট...
কী ভয়ানক কাণ্ড!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 8:03 PM

Latest Viral Video: মৃত্যু যেন ঠিক কানের পাশ দিয়ে বেরিয়ে গেল! সেরকমই একটা ঘটনা ফুটে উঠেছে সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে। ঘটনাটি মুথাঙ্গা-বান্দিপুর বনাঞ্চলের। জঙ্গলের ঠিক পাশের রাস্তায় এক ব্যক্তি তাঁর বাইক নিয়ে পড়ে গিয়েছিলেন। তাঁর বাইকের পিছনেও ছিলেন অন্য আর একজন। বাইকটি পড়ে যাওয়ার পরে যখন তাঁরা সেটি তুলতে যাবেন, এমনই সময় একটা হাতি এসে তাঁদের আক্রমণ করে। কোনও মতে তখন সেই ব্যক্তি বাইক নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভের লাভ তেমন কিছু একটা হয়নি। হাতিটি ফের তাঁর পিছনে ধাওয়া করে। এরকম এক পরিস্থিতিতে ওই ব্যক্তি বাইক ফেলে জঙ্গলের পাশ দিয়ে মার ছুট দেন।

ইনস্টাগ্রামে make_a_good_travel নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সে সময় জঙ্গলের পাশের রাস্তা দিয়ে একটি চারচাকা গাড়িও যাচ্ছিল। সেই গাড়ি থেকেই ঘটবনাটি ফ্রেমবন্দি করা হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘আপনি বাইক নিয়ে জঙ্গলে কী করছিলেন?’ কেউ আবার যোগ করেছেন, ‘আপনি সেখানে বাইক নিয়ে ঢুকেছিলেন বলেই রেগে গিয়েছিল হাতিটি।’

তবে যে ব্যক্তি এই ভিডিয়ো রেকর্ড করেছিলেন, তিনিও যে কতটা ভয় পয়েছেন, তা বোঝা গিয়েছে ভিডিয়ো থেকেই। যদিও কীভাবে তারা বনের ভিতরের এই রাস্তায় ঢুকে পড়েছিল, আর কীভাবেই বা তাদের বাইক উল্টে গিয়েছিল, সে বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, গত 15 অগস্ট এই একই ভিডিয়ো আবার ইনস্টাগ্রামে @wayanadan নামক একটি পেজ থেকে শেয়ার করা হয়েছিল।

প্রতিবেদনটি লেখার সময় এই ভিডিয়োর ভিউ প্রায় 45 লাখ ছাপিয়ে গিয়েছে, প্রায় 2 লাখ 82 হাজার ভিউ পেয়েছে ভিডিয়োটি। নেটিজ়েনদের অনেকেই ওই বাইক চালককেই ভর্ৎসনা করেছেন। তাঁদের দাবি, বাইকের হর্নের আওয়াজ পেয়েই রেগে যায় হাতিটি, সরাসরি আক্রমণ করে বসে।