Viral Video: কারখানায় কীভাবে তৈরি হয় কেক? প্রক্রিয়া দেখে নেটিজ়েনদের প্রশ্ন, ‘খবরের কাগজটা কোথায় গেল?’

Viral Video Today: এই পুরো ক্লিপটি দেখে কেউ কেউ দোকানের কেক থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন। কেউ আবার বলেছেন, 'এভাবে কেক তৈরি হলে আমি আর খেতে চাই না।' দ্বিতীয় জন যোগ করলেন,'আমার প্রশ্ন হল, কেকের বেসের ওই খবরের কাগজটা কোথায় গেল?'

Viral Video: কারখানায় কীভাবে তৈরি হয় কেক? প্রক্রিয়া দেখে নেটিজ়েনদের প্রশ্ন, 'খবরের কাগজটা কোথায় গেল?'
কারখানায় কেক কীভাবে তৈরি হয়, দেখুন।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2023 | 11:56 AM

Latest Viral Video: কেক বেক করতে পছন্দ করেন অনেকেই। অনেকের আবার বেকিংটাই শখ! বেশির ভাগ বাড়িতেই জন্মদিন বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে কেক আসে দোকান থেকেই। কিন্তু দোকানের সেই কেক যে কী ভাবে তৈরি হয়, তা কি আপনি জানেন? নিজের চোখে সেই প্রক্রিয়া কখনও দেখেছেন? সদ্য সোশ্যাল মিডিয়ায় এমন একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দোকানের কেক বানানোর প্রক্রিয়াটি নজরে এসেছে। ডিম ফাটিয়ে কীভাবে তা থেকে একটি কেক তৈরি করা হচ্ছে, অনেকেই নজর কেড়েছে তা। তবে কেউ আবার কেক বানানোর এহেন প্রক্রিয়া দেখে অবাকও হয়েছেন! তবে সে যাই হোক না কেন, ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

মাত্র 1 মিনিটের ছোট্ট একটা ক্লিপ। সেখানে দেখা গেল, বালতির ভিতরে এক ব্যক্তি অনেকগুলো ডিম টপাটপ ভেঙে ফেললেন। ডিম ফাটানোর পরে তা একটি মেশিনে ঢেলে নেওয়া হল। তারপর তাতে কিছুটা জল ও ময়দাও মিশিয়ে নেওয়া হয়। তা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করা হয়। আর সেই ব্যাটার একটা খবরের কাগজের ছোট্ট অংশের বেসের উপরে রেখে ভাল করে ছড়িয়ে দেওয়া হয়।

ব্যস! তার কিছুক্ষণের মধ্যেই কেকটি তৈরি হয়ে যায়। তার উপরে ক্রিম দিয়ে গোলাকার, হার্ট আকৃতির নানাবিধ নকশা তৈরি করা হয়। সুন্দর কিছু নকশা করে কয়েক মুহূর্তেই তা দোকানের সুন্দর কেকের রূপ দেওয়া হয়। গত 22 জুলাই এই ভিডিয়োটি @chiragbarjatyaa নামক একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। এক মাস অতিবাহিত হতে চলল। এর মধ্যেই সেই ভিডিয়োর ভিউ 936.4K। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কেক যে এই ভাবে তৈরি হয়, আমার ধারণাই ছিল না।’

বহু মানুষ এই ভিডিয়োতে মন্তব্য করেছেন। এই পুরো ক্লিপটি দেখে কেউ কেউ দোকানের কেক থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন। কেউ আবার বলেছেন, ‘এভাবে কেক তৈরি হলে আমি আর খেতে চাই না।’ দ্বিতীয় জন যোগ করলেন,’আমার প্রশ্ন হল, কেকের বেসের ওই খবরের কাগজটা কোথায় গেল?’