Viral Video: বারান্দা থেকে আলমারি নামানোর আজব কায়দা, নেটিজ়েনরা বলছেন, ‘উনি পদার্থবিদ্যার সূত্র জানেন’
Viral Video Today: শ্রমিকরা দড়ি দিয়ে আলমারিটি এমনই ভাবে বেঁধে রেখেছেন যে, আর তা এমন ভাবেই নামাচ্ছেন যেন মনে হচ্ছে তা সিঁড়ি দিয়েই নামছে। উভয় কোণ থেকেই আলমারিটি বাঁধা হয়েছে এবং ধীরে ধীরে সেটিকে নিচে নামানো হচ্ছে।
Latest Viral Video: এক বাড়ি থেকে অন্য বাড়িতে স্থানান্তর করার সময় সবথেকে ঝক্কির কাজ হল আসবাবপত্র স্থানান্তর করা। এই কঠিন কাজটা করতে গিয়ে আমাদের মাথার ঘাম পায়ে ছোটে। অনেকে প্যাকার্স ও মুভার্সের সাহায্য নেন। অনেকে আবার শ্রমিকদের ডেকে ভারী-ভারী জিনিসগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান। তবে, প্যাকার্স ও মুভার্সের কর্মীরা কিন্তু অনন্য উপায় অবলম্বন করে জিনিসপত্র স্থানান্তর করেন। ভারী-ভারী জিনিস অন্যত্র নিয়ে যাওয়া তাঁদের কাছে যেন বাঁ-হাতের খেল বলেই মনে হয়। সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সঙ্গে কীভাবে শ্রমিকরা বিল্ডিংয়ের উপরতলা থেকে নিচে আসবাবপত্র নামাচ্ছেন।
ঘটনাটি মুম্বইয়ের। @_aamchi_mumbai_ নামক ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকজন শ্রমিক একটি বাড়ির বারান্দা থেকে আলমারি নামাচ্ছেন নিচে। দড়ি দিয়ে বাঁধা হয়েছে আলমারিটি। যাঁরা মুম্বইতে গিয়েছিন, তাঁরা নিশ্চয়ই জানেন সেখানের বাড়িগুলির সিঁড়ি বা বারান্দা কীরকম সরু, ঘুপচির মতো হয়। সেই কারণেই সিঁড়ি দিয়ে জিনিসপত্র নামানো সম্ভব নয়।
View this post on Instagram
তাই, অগত্যা কোনও উপায় না পেয়েই দড়ি দিয়ে জিনিসগুলি নামাতে হচ্ছে। শ্রমিকরা দড়ি দিয়ে আলমারিটি এমনই ভাবে বেঁধে রেখেছেন যে, আর তা এমন ভাবেই নামাচ্ছেন যেন মনে হচ্ছে তা সিঁড়ি দিয়েই নামছে। উভয় কোণ থেকেই আলমারিটি বাঁধা হয়েছে এবং ধীরে ধীরে সেটিকে নিচে নামানো হচ্ছে। উপরের বারান্দায় থাকা শ্রমিকরা যেভাবে দড়ি দিয়ে আলমারিটি নিচের দিকে ঠেলছেন, নিচের শ্রমিকরা ঠিক সেই ভাবেই দড়ি টেনে জিনিসটিকে নামাচ্ছেন। আর তাতেই ওয়ারড্রবটি আরামসে নিচে নেমে আসে।
অল্প সময়ের মধ্যেই ভিডিয়োটি ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যেই প্রায় 29 লাখের বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন। কেউ বললেন, ‘ওই আঙ্কল বোধহয় পদার্থবিদ্যার ছাত্র ছিলেন।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘এই প্রযুক্তি মুম্বইয়ের বাইরে যেতে পারে না।’