Viral Video: উবর চালককে ছুরি দেখিয়ে লুটপাট, ব্রিজ থেকে ঝাঁপ দিতে গিয়েই ভাঙল দুই পা…
Viral Video Today: কেন ওই ব্যক্তি হঠাৎ এমন বেপরোয়া ভাবে ঝাঁপ দিতে গেলেন? ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এই যাত্রী উবর ক্যাব চালকের টাকা-পয়সা ছিনতাই করেছিলেন। তারপর ওই চালককে ছুরি দেখিয়ে পালিয় যান তিনি। কিন্তু পালাতে তো পারেননি। বরং, ব্রিজ থেকে নামতে গিয়ে নিচে পড়ে গুরুতর জখম হন।
Latest Viral Video: কর্মের ফল মানুষ পাবেই। আজ না হয় কাল, সেই ফলাফল আসবেই। খারাপ কাজের ফল সবসময়ই খারাপ হয়, আর ভাল কাজ করলে তো কোনও কথাই নেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো নিয়ে খুব হইচই চলছে। খারাপ কাজ করলে তার ফলাফল যে পরক্ষণেই পাওয়া যায়, ভিডিয়োতে তা-ই ফুট উঠেছে। গাড়ি থেকে ব্রিজ টপকে সরাসরি নিচে নামতে গিয়ে পড়ে গেলেন এক ব্যক্তি। নিছকই দুর্ঘটনা ঠিকই। তবে পরক্ষণেই জানা গেল তার আসল কারণ। জানা গেল, কেন তিনি এরকম বেপরোয়া ভাবে নামতে গিয়েছিলেন। যদিও TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি।
টুইটারে @cctvidiots হ্যান্ডেল থেকে মর্মান্তিক এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গেল, হঠাৎই গাড়ি থেকে নেমে একটি ব্রিজ থেকে নিচ লাফ দিলেন এক ব্যক্তি। কিন্তু সকলের মনে প্রশ্ন, কেন ওই ব্যক্তি হঠাৎ এমন বেপরোয়া ভাবে ঝাঁপ দিতে গেলেন? ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এই যাত্রী উবর ক্যাব চালকের টাকা-পয়সা ছিনতাই করেছিলেন। তারপর ওই চালককে ছুরি দেখিয়ে পালিয় যান তিনি। কিন্তু পালাতে তো পারেননি। বরং, ব্রিজ থেকে নামতে গিয়ে নিচে পড়ে গুরুতর জখম হন।
This guy robbed and stabbed an Uber driver then tried to escape on the highway. (Broke both legs, instant karma.) pic.twitter.com/oIQuw0gl1u
— CCTV IDIOTS (@cctvidiots) August 21, 2023
যদিও এই দাবি কতটা সত্য সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। চালকের সঙ্গে এমন কাণ্ড ঘটেছিল নাকি এই ব্যক্তিরই জিনিসপত্র উবর চালক চুরি করেছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিয়োতে স্রেফ দখা গেল, ব্রিজের উপরেই পার্ক করা হল একটি গাড়ি। সে সময় চারপাশে আরও একাধিক গাড়ি চলাচল করছিল। এমনই সময় ব্রিজ থেকে নামতে গিয়ে তিনি এক্কেবারে নিচে পড়ে গেলেন।
ব্যাপক ভাবে আঘাতপ্রাপ্ত হন ওই ব্যক্তি। প্রচণ্ড আঘাত পয়ে তাঁর দুই পা ভেঙে যায়। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন। মাটি থেকে উঠতে পারছিলেন না একটা সময়। প্রায় 1 কোটিরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে অনেকেই একথা জানিয়েছেন যে, আদৌ ওই ব্যক্তি উবর চালককে ছুরিকাঘাত করেছিলেন কি না, তা সত্যিই যাচাই করার মতো বিষয়।