Optical Illusion: কাগজের মতো পাতলা ফিনফিনে বিল্ডিং, তা আবার হয় নাকি! ভাইরাল ছবি ঘিরে নেটপাড়ায় জোর চর্চা
Optical Illusion Today: রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে এই ছবি। ঠিক কী রয়েছে সেই ছবিতে? আপাতদৃষ্টিতে ছবিটি দেখার পরে একটি সুবিশাল 2D বিল্ডিং বলে মনে হচ্ছে। কিন্তু আরও একটু যদি খুঁটিয়ে ছবিটা দেখা যায়, তাহলে নজরে আসছে একটি ত্রিভুজাকার আকৃতির 3D কাঠামো।
Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন কি আপনাকে মোহিত করে, নাকি স্রেফ বিভ্রান্ত করে? রেডিটে সম্প্রতি একটি অপটিক্যাল ইলিউশন নেটিজ়েনদের মাথা ঘুরিয়ে দিয়েছে। রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে সেই ছবি। ঠিক কী রয়েছে সেই ছবিতে? আপাতদৃষ্টিতে ছবিটি দেখার পরে একটি সুবিশাল 2D বিল্ডিং বলে মনে হচ্ছে। কিন্তু আরও একটু যদি খুঁটিয়ে ছবিটা দেখা যায়, তাহলে নজরে আসছে একটি ত্রিভুজাকার আকৃতির 3D কাঠামো।
রেডিটে confusing_perspective নামক একটি কমিউনিটি প্ল্যাটফর্ম থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। সেখানে skumati99 নামের এক রেডিট ব্যবহারকারী লিখছেন, ‘এখনও আমি বিভ্রান্ত।’ ছবিতে দেখা যাচ্ছে, উঁচু-উঁচু বেশ কিছু বিল্ডিং রয়েছে। আর তার মধ্যেই রয়েছে এই রহস্যময় বিল্ডিংটি, যা কাগজের মতোই পাতলা।
I am still confused by u/skumati99 in confusing_perspective
দিন দুয়েক আগে ছবিটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই এই ছবিতে প্রায় 8,000 আপভোট পড়েছে। আক সেই সংখ্যাটা ক্রমে বেড়েই চলেছে। ছবির কমেন্ট সেকশনে নেটিজ়েনরা নিজেদের মন্তব্য ব্যক্ত করেছেন। একজন লিখলেন, ‘পয়েন্ট অফ ভিউ থেকে যেন একটা অ্যাঙ্গেল দূরে চলে যাচ্ছে।’ দ্বিতীয় জন যোগ করলেন, ‘এটি সম্ভবত একটি ত্রিভুজাকৃতির বিল্ডিং। পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে এটিকে একটি চাদরের মতো লাগছে। আমিও এর আগে এরকমই একটি টাউনহাউস দেখে হতচকিত হয়ে যাই। যতক্ষণ না বিল্ডিংয়ের অপর প্রান্তে যাই, ততক্ষণ এভাবেই বিভ্রান্ত হতে থাকি।’
তৃতীয় জনের বক্তব্য, ‘ম্যাট্রিক্সের দিক থেকে এটি একটি ত্রুটি।’ চতুর্থ একজন ব্যাখ্যা করে বললেন, ‘আপনি যদি এখনও এই ছবি দেখে বিভ্রান্ত হন, তাহলে কল্পনা করুন এটি একটি ত্রিভুজের বিন্দু। তাহলেই দেখবেন এটি আস্তে আস্তে প্রশস্ত হয় এবং একটি পয়েন্ট অফ ভিউ থেকে এটি বর্গক্ষেত্র হিসেবে অবতীর্ণ হয়।’
মজা করে পঞ্চম ব্যক্তি যোগ করলেন, ‘যাঁরা এটি তৈরি করেছেন, তাঁরা বোধহয় বিল্ডিং তৈরি করতে ভুলে গিয়েছেন। তাঁরা কেবলই একটা গ্লাস তৈরি করতে পেরেছেন, আর কিসসু নয়।’ ষষ্ঠ একজনের মন্তব্য, ‘উত্তর-পূর্ব পার্কওয়ের কাছে আটলান্টায় এরকমই একটা বিল্ডিং রয়েছে। তবে এরকম অপটিক্যাল বিভ্রম আমি এর আগে দেখিনি।’
এই ছবির যে আর একটি পয়েন্ট অফ ভিউ আছে, তা আপনি এখানে ক্লিক না করলে বুঝবেন না।