Viral Video: সিলিংয়ে লুকিয়ে দুই বিরাট পাইথন, মহিলা এমন ভাবে বের করলেন, ঠিক যেন তাঁর বাঁ-হাতের খেল!
Viral Video Today: 45 সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গেল, একটি কেবিনেটে উঠেছেন এক মহিলা। তারপর সিলিংয়ের ভিতরে একটি বাক্সে কালো রঙের লাঠি ঢুকিয়ে দেন। লাঠিটা সেখানে ঢোকাতেই ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে একটি সাপ। তারপর...
Latest Viral Video: সাপের নাম শুনলে আমরা অনেকেই আঁতকে উঠি। সারা বিশ্বেই সাপেদের বিভিন্ন প্রজাতি রয়েছে। তাদের মধ্যে কিছু বিষাক্ত, কিছু আবার ততটাও বিপজ্জনক নয়। কিন্তু সাপ দেখলে অনেকের মনেই প্রথমে ভয় কাজ করে। সেই সাপ বিষাক্ত নাকি বিষাক্ত নয়, তা নিয়ে মাথা ঘামান না লোকজন। আবার আমরা এমন মানুষজনকেও দেখি, যাঁদের মনে বিন্দুমাত্র ভয়ডর নেই। প্রচণ্ড সাহসিকতায় এমনই অবলীলায় তাঁরা সাপ ধরেন, অবাক হয়ে যান অনেকেই। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা মিলেছে বিশালাকার একটি সাপ, আর অকুতভয় এক মহিলার, যিনি অত্যন্ত পারদর্শিতার সঙ্গে ওই সাপটিকে উদ্ধার করেছেন।
45 সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা গেল, একটি কেবিনেটে উঠেছেন এক মহিলা। তারপর সিলিংয়ের ভিতরে একটি বাক্সে কালো রঙের লাঠি ঢুকিয়ে দেন। লাঠিটা সেখানে ঢোকাতেই ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে একটি সাপ। তারপর তিনি ওই সাপটিকে হাতে জড়িয়ে নেন। সাপ ধরতে সাধারণত মানুষ স্নেক ক্যাচারের সাহায্য নেন। কিন্তু মহিলার দিকে তাকালে মনে হয় যেন এটা তার বাঁ হাতের খেল!
Just another normal day in Australiao90 pic.twitter.com/SUCNeltwdW
— Insane Reality Leaks (@InsaneRealitys) August 17, 2023
তবে এই একটা নয়। ছিল আরও একটি সাপ। দুটি সাপ ওই সিলিংয়ে এমনই ভাবে জড়িয়েছিল যে তাদের বের করা খুব একটা সহজ ছিল না। প্রথমটাকে বের করার সঙ্গে সঙ্গেই দেখা যায় ভিতরে আরও একটি সাপ রয়েছে। তবে তার হাতে প্রথম সাপটি থাকার ফলে দ্বিতীয়টিকে বের করতে তাঁকে খানিক বেগ পেতে হচ্ছিল। অতঃপর দুটি সাপকেই সিলিং থেকে নামিয়ে ফেলেন।
17 অগস্ট এই ভিডিয়োটি @InsaneRealitys নামক X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অস্ট্রেলিয়ায় আর একটা সাধারণ দিন…।’ দিন তিনেকের মধ্যেই ভিডিয়োর ভিউ 798K ছাপিয়ে গিয়েছে। কয়েকশো বার এই ভিডিয়ো রিপোস্ট করা হয়েছে। নেটিজ়েনরা নানাবিধ মন্তব্য করেছেন।
একজন লিখেছেন, ‘ছোটবেলা থেকেই কি তাঁকে এই কাজে এক্সপার্ট বানানো হয়েছে?’ আর একজন মন্তব্য করেছেন, ‘দেশের নাম পরিবর্তন করে জুরাসিক ওয়ার্ল্ড করা উচিত।’