Viral Video: ঘুমন্ত কুকুরের গায়ে অ্যাসিড ছুড়ল এক মহিলা, ‘মানবসমাজের লজ্জা’ বলে সোচ্চার নেটিজ়েনরা
Latest Viral Video: সাবিস্তা আনসারি পুলিশের কাছে তার জবানবন্দিতে বলেছেন যে, "তিনি তার বিল্ডিংয়ে প্রতিদিন কিছু বিড়ালকে খাওয়াতেন এবং এই কুকুরটি সেই বিড়ালদের তাড়িয়ে দিত। তাই তিনি এমন কাজ করেছেন। ঘটনাটি 17 অগাস্টের।
Viral Video Today: মানুষ কি সত্যিই বুদ্ধিমান প্রাণী? মাঝে মাঝে এমন কিছু খবর সামনে আসে, যাতে মানুষের নিষ্ঠুরতা প্রকাশ্যে আসে। রাস্তায় ঘোরাফেরা করা প্রাণীদের জীবন নিয়ে খেলার অধিকার কারও নেই। কিন্তু তার প্রমান কোথায় আর পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ঘটনা সামনে এসেছে, যা দেখে শিউরে উঠবেন আপনিও। মুম্বইয়ের মালভানি এলাকায় এক মহিলা কুকুরের ওপর অ্যাসিড ছোড়েন। অ্যাসিডের কারণে কুকুরটির চোখ ঝলসে যায় এবং যন্ত্রণায় এদিক ওদিক দৌড়াতে থাকে। এ ঘটনায় কুকুরটি তার একটি চোখ হারিয়েছে। এসময় তার শরীরের কিছু অংশ মারাত্মকভাবে পুরে যায়। বলা হচ্ছে, 35 বছর বয়সী সাবিস্তা আনসারি এই অপরাধমূলক কাজ করেছেন।
A woman throws acid on Dog- This is cruelty – this lady should be booked @MumbaiPolice pic.twitter.com/AIjM1Q2jDm
— Utkarsh Singh (@utkarshs88) August 18, 2023
সাবিস্তা আনসারি পুলিশের কাছে তার জবানবন্দিতে বলেছেন যে, “তিনি তার বিল্ডিংয়ে প্রতিদিন কিছু বিড়ালকে খাওয়াতেন এবং এই কুকুরটি সেই বিড়ালদের তাড়িয়ে দিত। তাই তিনি এমন কাজ করেছেন। ঘটনাটি 17 অগাস্টের। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যাতে একজন মহিলাকে একটি কুকুরের উপর অ্যাসিড ছুড়তে দেখা যায়। অ্যাসিডে ঝলসে যাওয়ার পর কুকুরটি এদিক ওদিক দৌড়াতে শুরু করে এবং গাড়ির সঙ্গে ধাক্কা খায়।
View this post on Instagram
ঘটনার খবর পেয়ে টিভি অভিনেত্রী জয়া ভট্টাচার্য ও তার দল কুকুরটিকে চিকিৎসা করান। জয়া ভট্টাচার্য ‘থ্যাঙ্ক ইউ আর্থ’ নামে একটি এনজিও চালান। এই এনজিওটি পশুদের সাহায্য করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। জয়া বলেন, “মালভানি পুলিশ অভিযুক্ত মহিলা সাবিস্তা আনসারির বিরুদ্ধে আইপিসি, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন এবং মহারাষ্ট্র পুলিশ আইনের বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।”