Tea Workers Agitation: চা বাগানে ঝুলল তালা, রুজি-রুটি নিয়ে দুশ্চিন্তায় ১২০০ শ্রমিক

Falakata Tea Workers Agitation: অনেকদিন ধরেই চা বাগানের মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলছিল শ্রমিক পক্ষের। সেই অসন্তোষের জেরেই হঠাৎ করে চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। চা বাগানের গেটের বাইরে সাসপেনশন অব ওয়ার্ক'-এর নোটিস ঝুলছে।

Tea Workers Agitation: চা বাগানে ঝুলল তালা, রুজি-রুটি নিয়ে দুশ্চিন্তায় ১২০০ শ্রমিক
চা বাগানের বাইরে ক্ষোভ শ্রমিকদেরImage Credit source: নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 11:37 PM

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গে এখন চায়ের ভরা মরশুম। আর তার মধ্যেই বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ারের তাসাটি চা বাগান। ফালাকাটা ব্লকের এই চা বাগানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করতেন। হঠাৎ করে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রুজি-রোজগার নিয়ে সংশয় তৈরি হয়েছে। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন তাসাটি চা বাগানের কর্মীরা। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই চা বাগানের মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলছিল শ্রমিক পক্ষের। সেই অসন্তোষের জেরেই হঠাৎ করে চা বাগান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। চা বাগানের গেটের বাইরে সাসপেনশন অব ওয়ার্ক-এর নোটিস ঝুলছে। আর এদিকে চরম অনিশ্চয়তার মধ্যে চা বাগানের শ্রমিকদের ভবিষ্যৎ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্ষোভে ফুঁসছেন ফালাকাটার তাসাটি চা বাগানের শ্রমিকরা। চা বাগানের গেটের বাইরে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখান কর্মীরা।

বিক্ষোভরত চা শ্রমিকদের অভিযোগ, রবিবার রাতেই মালিকপক্ষ চা বাগানের গেট তালা বন্ধ করে এই সাসপেনশন অব ওয়ার্ক-এর নোটিস ঝুলিয়ে দিয়ে গিয়েছে। তাঁদের বক্তব্য, রবিবার ছুটির দিন হওয়ায় বিষয়টি তাঁরা প্রথমে টের পাননি। এমন কিছু যে ঘটতে পারে, সেই বিষয়ে আগাম কোনও অনুমানও তাঁরা করতে পারেননি। আর এই সুযোগেই রবিবার রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে চলে গিয়েছে বাগান পরিচালন কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো সোমবারও সকালে নির্দিষ্ট সময়ে চা বাগানে কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। আর তখনই তাঁরা দেখতে পান তাসাটি চা বাগানের বাইরের গেটে সাসপেনশন অব ওয়ার্ক-এর নোটিস ঝোলানো রয়েছে। বাইরের গেটে তালা ঝুলিয়ে রাখা। অন্য একটি গেটেও একইরকমভাবে বন্ধ করা বলে অভিযোগ চা শ্রমিকদের।

বিষয়টি দেখার পর সকাল থেকেই ক্ষোভে ফুটছেন তাসাটি চা বাগানের শ্রমিকরা। চা বাগানের গেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। হঠাৎ করে এভাবে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কীভাবে সংসার চলবে, তা নিয়েও দুশ্চিন্তার শেষ নেই তাঁদের।