Shifhung Express: কোলের শিশুকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে চলন্ত ট্রেনে ‘ধর্ষণ’
Alipurduar: সূত্রের খবর, গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার ফিরছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর ছোট্ট সন্তান। সিফং এক্সপ্রেসের যে কামরায় ওই মহিলা ছিলেন, অসমের ফকিরগ্রামে সেই কামরার প্রায় সমস্ত যাত্রীই নেমে যান।
আলিপুরদুয়ার: মায়ের কোলে ছিল ছোট্ট শিশু। সেই শিশুকে ফেলে দেওয়ার হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল চলন্ত ট্রেনে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার জংশনগামী সিফং এক্সপ্রেসে (Shifhung Express)। ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অসমের শ্রীরামপুর থেকে আলিপুরদুয়ার জংশন স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। জিআরপি সূত্রে খবর, রবিবার ধৃত দু’জনকে আদালতে তোলা হলে আদালত তাঁদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। ধৃতরা দু’জনই অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গুয়াহাটি থেকে আলিপুরদুয়ার ফিরছিলেন ওই মহিলা। সঙ্গে ছিল তাঁর ছোট্ট সন্তান। সিফং এক্সপ্রেসের যে কামরায় ওই মহিলা ছিলেন, অসমের ফকিরগ্রামে সেই কামরার প্রায় সমস্ত যাত্রীই নেমে যান। মহিলা ছাড়াও আরও দু’জন ছিলেন সেখানে। এদিকে এই ফকিরগ্রামেরই পরে ট্রেন থামে আলিপুরদুয়ার জংশনে। মাঝে আর কোথাও ট্রেন থামে না।
অভিযোগ, ট্রেনের কামরায় থাকা দুই ব্যক্তি সেই সুযোগকেই কাজে লাগান। ওই মহিলার সঙ্গে নানা কথাবার্তা বলতে থাকেন। এরপর অসমের শ্রীরামপুর আসতেই এক অভিযুক্ত মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। সঙ্গে থাকা আরেকজনের কাছে সাহায্য চেয়েও তা পাননি বলেই অভিযোগ। এরপরই আলিপুরদুয়ার জংশনে ট্রেনটি এলে মহিলা চিৎকার শুরু করেন। তখন জিআরপি এগিয়ে আসে। তাদের কাছে অভিযোগকারী সমস্ত ঘটনা জানান।