Alipurduar Road: ‘এটা জাতীয় সড়ক?’ প্রশ্ন জনগণের

Alipurduar: আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার রাস্তা অন্তত খারাপ। এতটাই বেহাল অবস্থা যে সাধারণ মানুষ থেকে অসুস্থ ব্যক্তি সকলেই পড়েছেন চরম অসুবিধায়।

Alipurduar Road: 'এটা জাতীয় সড়ক?' প্রশ্ন জনগণের
রাস্তার অবস্থাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 22, 2023 | 5:55 PM

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জাতীয় সড়ক যেন একটা মরণ ফাঁদ। এটি রাস্তা নাকি ডোবা বোঝা মুশকিল। কারণ জাতীয় সড়কের উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত। যার জেরে যাতায়াতের অযোগ্য ওই রাস্তা।

আলিপুরদুয়ারের সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার রাস্তা অন্তত খারাপ। এতটাই বেহাল অবস্থা যে সাধারণ মানুষ থেকে অসুস্থ ব্যক্তি সকলেই পড়েছেন চরম অসুবিধায়। অ্যাম্বুলেন্স কিংবা সরকারি বাস, বেসরকারি যাত্রীবাহী গাড়ি যাতায়াতের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়েছে। এ দিকে, জাতীয় সড়কের এই বেহাল অবস্থায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, দু’বছর হয়ে গেলেও কাজ শেষ হয়নি এখনও। যার কারণেই এই দুরাবস্থা। তাঁদের দাবি, যারা রাস্তা তৈরির কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা বর্তমানে কাজ না শেষ করেই চলে গিয়েছেন। ফলে অসমাপ্তিতেই পড়ে রয়েছে খানা-খন্দে ভরা রাস্তা। আর বৃষ্টির জেরে সেটি এখন ডোবায় পরিণত হয়েছে।

এই ব্যাপারে শাসক দলের নেতা ভাস্কর মজুমদার বলেন, “ফোর লেনের রাস্তা খুব খারাপ। খানা খন্দে ভরে আছে। দুর্ঘটনাও ঘটছে। নিত্যযাত্রী ও কর্মক্ষেত্রে যাওয়া যাত্রীরা বিপাকে পড়ছেন। পরিবেশ দূষিত হচ্ছে। মোদী সরকারের ভ্রুক্ষেপ নেই। এখন তারা রাজ্য সরকারের অফিস ঘেরাও করছে।” এ দিকে, বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও বলেন,”এই রাজ্যে জাতীয় সড়কের কাজ আটকে যাচ্ছে। এক মিটার কাজ করতে গেলে ৩ জন তৃণমূল নেতাকে কাটমানি দিতে হয়। এত কাটমানির জন্যই সংস্থা চলে গিয়েছে।” তিনি আশ্বাস দিয়ে বলেন, “এটি পুজোর পর শুরু হবে। রাস্তাটা সুষ্ঠুভাবে হোক এটা আমি চাই।”

তবে রাজনৈতিক কচকচানিতে অসুবিধায় সাধারণ মানুষ।