Bankura Elephant: গজরাজের পথ ‘অবরোধ’, আড়াই ঘণ্টা থমকে থাকল চাকা, ঠায় বসে চালকরা

Bankura Elephant: বাঁকুড়ার জামবনিতে আড়াই ঘণ্টা পথ আগলে দাঁতাল হাতি। যান চলাচল ব্যাহত বিক্রমপুর গড়বেতা রাস্তায়। বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনি এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে পথ আগলে দাঁড়িয়ে থাকে একটি দাঁতাল হাতি।

Bankura Elephant: গজরাজের পথ 'অবরোধ', আড়াই ঘণ্টা থমকে থাকল চাকা, ঠায় বসে চালকরা
বাঁকুড়ার রাস্তায় হাতিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 5:12 PM

বাঁকুড়া: দু’দিকে শালবন। মাঝখান থেকে ঝাঁ চকচকে রাস্তা। মাঝে প্রাতঃভ্রমণে বেরোলেন তিনি। দুলকি চালে হাঁটলেন, দাঁড়িয়ে থাকলেন পথের মাঝে। আড়াআড়াভাবি বিভক্ত হল রাস্তা। গাড়ির স্টিয়ারিং হাতে বলে থাকলেন চালকরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল, খবর গেল বনদফতরে। এলেন বন আধিকারিকরা। তাঁকে রাস্তা থেকে সরানো যে বেজায় হইচই। তিনি সরলেন বটে, তবে লেগে গেল আড়াই ঘণ্টা। থমকে থাকল রাস্তা।

বাঁকুড়ার জামবনিতে আড়াই ঘণ্টা পথ আগলে দাঁতাল হাতি। যান চলাচল ব্যাহত বিক্রমপুর গড়বেতা রাস্তায়। বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনি এলাকায় প্রায় আড়াই ঘণ্টা ধরে পথ আগলে দাঁড়িয়ে থাকে একটি দাঁতাল হাতি। আর তার জেরে সিমলাপালের বিক্রমপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তায় যানবাহন চলাচল থমকে থাকে প্রায় আড়াই ঘণ্টা ধরে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের জামবনির জঙ্গলে বেশ কিছুদিন ধরেই ঘাঁটি গেড়ে রয়েছে একটি দাঁতাল হাতি। গত দু’দিন ধরে আচমকাই হাতিটি এসে পড়ছে জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া বিক্রমপুর থেকে গড়বেতা যাওয়ার রাস্তার উপর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সোমবার সকালে হাতিটি প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে রাস্তায় ঘোরাফেরা করতে থাকে।

এর জেরে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহন আটকে পড়ে। পরে বন দফতর ও স্থানীয়দের তাড়া খেয়ে হাতিটি গভীর জঙ্গলে ফিরে যাওয়ায় ফের ওই সড়কে যান চলাচল শুরু হয়। বন দফতরের তরফে জানানো হয়েছে হাতিটি এলাকায় থাকায় জামবনি এলাকায় হুলা পার্টি মোতায়েন করা হয়েছে। হাতিটির গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে।