Birbhum Firhad Hakim: বগটুইয়ের মসজিদে ল্যাপটপ বিলিতে ফিরহাদ, অনুব্রতহীন বীরভূমে সংখ্যালঘু ভোট কি পাখির চোখ?
Birbhum Firhad Hakim: ফের বীরভূম সফরে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বগটুই, মাড়গ্রামে বিশেষ নজর দিয়েছে তৃণমূল। বগটুই গ্রামের তিনটি মসজিদে ল্যাপটপ প্রদান করার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বীরভূম: সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অনুব্রতহীন বীরভূম নিয়ে কি তৃণমূল কংগ্রেস একটু বেশিই উদ্বিগ্ন? রাজনৈতিক মহলে জোর জল্পনা। বেশ কয়েকটি ইস্যু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। সব ক’টি জেলার মধ্যে বীরভূমে কি বাড়তি নজর দিচ্ছে তৃণমূল? সংখ্যালঘু ভোট ক্ষয়ের ভয় রয়েছে কি? কারণ ফের বীরভূম সফরে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, বগটুই, মাড়গ্রামে বিশেষ নজর দিয়েছে তৃণমূল। বগটুই গ্রামের তিনটি মসজিদে তিনটি ল্যাপটপ প্রদান করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দিন কয়েক আগে এই গ্রামেই বগটুই গণহত্যায় স্বজনহারা মিহিলালের সঙ্গে দেখা গিয়েছিল বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে। পরবর্তী ক্ষেত্রে সরাসরি বিজেপিতে যোগদান করেন মিহিলাল শেখ এবং সেখানে সংখ্যালঘু ভোট তৃণমূলের থেকে সরে যাচ্ছে বলে বিরোধী দলের দাবি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সংখ্যালঘুদের মন জয় করতে তৃণমূলের পক্ষ থেকে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বগটুই কাণ্ডের পর থেকে এমনিতেই ওই এলাকায় অস্বস্তি বেড়েছে তৃণমূলের। তার ওপর আবার অনুব্রত মণ্ডলের গ্রেফতারি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূম জেলার দায়িত্ব নিয়েছেন। আর সহযোগী হিসাবে পাশে নিয়েছেন ফিরহাদকে। সম্প্রতি বীরভূমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরপর দুটি জনসভা করেছেন। লোকসংখ্যার নিরিখে সেই সভা কার্যত সফল, বলছেন অভিজ্ঞরাই। পাশাপাশি আবার বীরভূমের সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে তৃণমূল শিবিরে ভাঙন অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের।
আরও একটি বিষয় উল্লেখ্য। বগটুইয়ের বর্ষপূর্তির দিনই তৃণমূলের সভামঞ্চে দেখা যায়নি শহিদ পরিবারের কোনও সদস্যকেই। বরং তৃণমূল নেতারা তাঁদের ডাকতে বাড়িতে গেলেও ফেরত পাঠিয়ে দেন তাঁরা। এরপর উঠোন জল দিয়ে ধুয়ে প্রচ্ছন্ন বার্তা দেন শহিদ পরিবারের সদস্যরা। সেদিন অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই শুভেন্দুর মঞ্চে দেখা গিয়েছিল শহিদ পরিবারের সদস্যদের। এই বিষয়টাও তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।
এই পরিস্থিতিতে বীরভূমে বিশেষ ভাবে নজর দিচ্ছে তৃণমূল। অমিত শাহ-র সভার পরই বীরভূমে সভা করেছেন ফিরহাদ। কিছুদিন ব্যবধানে আবারও তিনিই বীরভূমে। বগটুইয়ের সেই নিগৃহীত পরিবার মিহিলাল শেখ জানাচ্ছেন, ওই গ্রামে বা জেলার অন্যান্য জায়গাতেও তৃণমূলের সংগঠন ভাঙছে। সংখ্যালঘুরা সরে যাচ্ছে শাসকদলের কাছ থেকে। জায়গায় জায়গায় সে কারণেই তৃণমূলের পরাজয় সামনে আসছে। এমত অবস্থায় সংখ্যালঘুদের মন জয় করতে এই ব্যবস্থার আয়োজন করা হয়েছে।
যদিও এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৈয়দ সিরাজ জিম্মির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এখন আমি এই বিষয়ে কোন বক্তব্য দেব না।”