Birbhum: ১২ হাজার পিস জিলেটিন এবং তাজা বোমা উদ্ধার বীরভূমে
Birbhum: ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সিআইডি-র বোম্ব স্কোয়্যাডতে। জানা গিয়েছে, এই দলের সদস্যরাই বোমাগুল নিষ্কৃয় করবে।
বীরভূম: বীরভূমে আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুধু তাই নয়, উদ্ধার তাজা বোমাও। খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামের ঘটনা। সেখান থেকে প্রায় পনেরোটি তাজা বোমা উদ্ধার হয় একটি ঝোপ থেকে। তবে কে কী উদ্দেশ্যে ওই বোমাগুলি রেখে গিয়েছিল তা এখনও জানতে পারা যায়নি। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে সিআইডি-র বোম্ব স্কোয়্যাডকে। জানা গিয়েছে, এই দলের সদস্যরাই বোমাগুলি নিষ্কৃয় করবে।
তবে শুধু খয়রাশোল নয়, রামপুরহাটে প্রায় ৬০ পেটি জিলেটিন স্টিক উদ্ধার। আনুমানিক প্রায় ১২ হাজার পিস জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। সূত্রের খবর, স্টিকগুলি উদ্ধার হয়েছে পরিত্যক্ত একটি বাড়ি থেকে। কে বা কারা কী উদ্দেশ্যে এত পরিমাণ বিস্ফোরক এখানে রেখেছিল খতিয়ে দেখছে রামপুরহাট থানার পুলিশ।
উল্লেখ্য, সম্প্রতি বিস্ফোরক মজুত করার অভিযোগে এনআইএর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরী। রাত্রিবেলা খাওয়ার পর শুতে চলে গিয়েছিলেন তিনি। সেই সময় গোটা বাড়ি ঘিরে ফেলেন গোয়েন্দারা। ইসলামকে নিয়ে আসা হয় পাইকর থানায়। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ইসলাম চৌধুরী মুরারই ২ ব্লকের কুশমোড়-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন ইসলামের স্ত্রী। ইসলাম ওই এলাকার অঞ্চল সভাপতি। বীরভূমে অবৈধ বিষ্ফোরকের ব্যবসা করার অভিযোগে আগেই তিন জনকে গ্রেফতার করেছিল এনআইএ