Rail blockade: স্টপেজের দাবিতে তুমুল বিক্ষোভ মুরারইয়ে, আটকে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন
Birbhum: ইতিমধ্যেই রেল পুলিশের বিভিন্ন কর্মী ও আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারপরও তারা আশ্বস্ত হতে পারছেন না।
বীরভূম: রবিবার সকাল থেকেই যানজট। বীরভূমের মুরারইতে সকাল থেকেই অবরোধ। ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবিতে চলছে রেল অবরোধ। পুলিশ পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেনে। তার মধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসও।
উল্লেখ্য, করোনাকালে প্রচুর ট্রেন এই স্টেশনে স্টপেজ দেওয়া বন্ধ করেছে। বিভিন্ন ট্রেন এই রাস্তা দিয়ে যাওয়া বন্ধ করেছে। বিক্ষোভকারীদের দাবি, বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলিকে পুনরায় ওই স্টেশন দিয়ে যেতে হবে। সেই দাবি ঘিরেই কার্যত উত্তাল হয়ে ওঠে এলাকা।
ইতিমধ্যেই রেল পুলিশের বিভিন্ন কর্মী ও আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারপরও তারা আশ্বস্ত হতে পারছেন না। তাদের দাবি, এর আগেও বারবার তারা জানিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি। সেই কারণেই রেল অবরোধ শুরু হয়েছে। ইতিমধ্যে বিশালপুলিশ বাহিনী নামানে হয়েছে।
পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, “বিক্ষোভ দেখানোর জন্য অনেক জায়গা রয়েছে। আমাদের মনে হয়েছে এখানে দরকার নেই সেই কারণে স্টপেজ নেই। প্লাটফর্ম দেখে আমরা স্টপেজ দিই। আমরা চেষ্টা করছি বিক্ষোভ যাতে উঠে যায় তা দেখার।”