Chopra Gun Fire: চা বাগানের জমির দখলে চলল ছররা গুলি, আহত কমপক্ষে ১২
Chopra Gun Fire: বিষয়টি জানাজানি হতেই আদিবাসীদের বর্তমান প্রজন্ম সেই জমিতে বাড়ি ঘর বানিয়ে বাস শুরু করে। প্রায় বছর খানেক ধরে আদিবাসী সম্প্রদায় ও জমি মাফিয়াদের গোলমাল চলছেই।
উত্তর দিনাজপুর: ফের ছররা গুলি চলল চোপড়ায়। চা বাগানের জমির দখল নিয়ে জমি মাফিয়াদের গুলিতে এখনও পর্যন্ত আহত কমপক্ষে ১২ জন। তাঁদের চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাঁদের কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার আমবাড়ি এলাকায় পিয়ারেলাল চা বাগানের মালিক বছর খানেক আগে তাঁদের বাগান বিক্রি করে চলে যায়। সেই বাগানে প্রায় ৬২ একর জমি ‘ভেস্ট ল্যান্ড’। আদিবাসীদের দাবি, দীর্ঘদিন আগে তাঁদের পূর্বপুরুষের দখলে ছিল ওই জমি। পিয়ারেলাল টি এস্টেটের মালিকরা গিয়ে কাজ দেওয়ার প্রতিশ্রুতিতে সেই জমি নিয়েছিলেন। কিন্তু একদিন তাঁরা কাউকে কিছু না বলে জমি মাফিয়াদের বাগান বিক্রি করে চলে যায়।
বিষয়টি জানাজানি হতেই আদিবাসীদের বর্তমান প্রজন্ম সেই জমিতে বাড়ি ঘর বানিয়ে বাস শুরু করে। প্রায় বছর খানেক ধরে আদিবাসী সম্প্রদায় ও জমি মাফিয়াদের গোলমাল চলছেই। এর আগে দু’একবার গোলাগুলি বোমাবাজির মতো ঘটনাও ঘটেছে। কিন্তু কোনও স্থায়ী সমাধান বের হয়নি।
প্রশাসনের তরফে পিয়ারেলাল টি এস্টেটে সেই সময় একটি পুলিশ ক্যাম্প করা হয়। সেই পুলিশ কাম্পের আরও দুটি পুলিশ চৈকিও করা হয় পিয়ারেলাল চা বাগানে। সেই বাগানেই সোমবার সকালে গুলি চলে। পুলিশের সামনে কীভাবে জমি মাফিয়ারা গুলি চালাল, তা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। আছে চাপা উত্তেজনাও।