Cooch Behar Bomb: নীল রঙের প্লাস্টিকে পড়ে ছিল কিছু একটা, সরাতেই… বোর্ড গঠনের আগে বিজেপিনেত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধার

Cooch Behar Bomb: সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ১৩টির মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন প্রায় তৃণমূল। আগামী ১০ তারিখ শালবাড়ি ২ অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগ মুহূর্তে বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়।

Cooch Behar Bomb: নীল রঙের প্লাস্টিকে পড়ে ছিল কিছু একটা, সরাতেই... বোর্ড গঠনের আগে বিজেপিনেত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধার
কোচবিহারে বোমা উদ্ধারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 12:06 PM

কোচবিহার: পঞ্চায়েত বোর্ড গঠনের আগে বিজেপির মণ্ডল সভাপতির বাড়ির সামনে দুটি তাজা বোম উদ্ধার। চাঞ্চল্য কোচবিহারের বক্সিরহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সাত সকালে বিজেপির ৩২ নম্বর মণ্ডল সভাপতি দুর্গা আচার্যর বাড়ির সামনে দুটি বোমা পড়ে থাকতে দেখা যায়। সকালে বাড়ি থেকে বেরনোর সময়েই দেখা যায় একটা নীল রঙের প্লাস্টিক পড়ে রয়েছে। সেই প্লাস্টিক আবার হাত দিয়ে তুলে সরিয়েও রাখেন বিজেপি নেত্রী। তাঁর দাবি, তখনই তিনি প্লাস্টিকের মধ্যে দুটি বোমা পড়ে থাকতে দেখেন। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তুফানগঞ্জের বক্সিরহাট থানার শালবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে ১৩টির মধ্যে ১০ টি আসনে জয়লাভ করে বিজেপি। মাত্র ৩ টি আসন প্রায় তৃণমূল। আগামী ১০ তারিখ শালবাড়ি ২ অঞ্চলে বোর্ড গঠন করবে বিজেপি। ঠিক তার আগ মুহূর্তে বিজেপি সভানেত্রীর বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও তাজা বোম দুটি উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ।

বিজেপি নেত্রীর বক্তব্য, “সকালে বাড়ি থেকে বেরিয়ে দেখি প্লাস্টিক সরে রয়েছে, কী রয়েছে, সেটা দেখতে গিয়ে আবার হাতি দিয়ে সরাই। ভাগ্যিস কিছু হয়নি। নহলে তো জীবনটাই শেষ হয়ে যেত। এটা বিরোধীদেরই কাজ হবে।”

বোমা উদ্ধার

স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, “পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে দুর্গাকে হুমকির মুখে পড়তে হচ্ছিল। বম্ব দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। আমাদের কর্মীদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা রেখে রাজনীতি করছে।” এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।