Murder: মাথাভাঙায় তৃণমূল সমর্থক খুন, দল বলছে রাজনীতি, পরিবারের দাবি অন্য

Coochbehar: পরিবারের পক্ষ থেকে ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও সেখানে কোন রাজনীতির উল্লেখ নেই । পুলিশ দেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Murder: মাথাভাঙায় তৃণমূল সমর্থক খুন, দল বলছে রাজনীতি, পরিবারের দাবি অন্য
কোচবিহারে নিহত তৃণমূল সমর্থক। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 4:00 PM

কোচবিহার: মাথাভাঙায় তৃণমূল সমর্থকের রহস্যমৃত্যু। মৃত যুবকের নাম দুলাল বিশ্বাস (৩০)। মাথাভাঙার লতাপাতা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এই ঘটনায় বিরোধীদের যুক্ত থাকার অভিযোগ তুলছে শাসকদল। তবে নিহতের পরিবারের তরফে স্থানীয় ঘোকসাডাঙা থানায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, সেখানে রাজনৈতিক যোগের কোনও উল্লেখ নেই। মৃতদেহ ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘোকসাডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও সেখানে কোন রাজনীতির উল্লেখ নেই । পুলিশ দেহ উদ্ধার করে মাথাভাঙা মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মাথাভাঙা-২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের পুঁটিমারি এলাকা। সেখানকারই বাসিন্দা ছিলেন দুলাল। তিনি তৃণমূলের সমর্থক ছিলেন। রবিবার রাতে বাড়ির পাশেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বালিকা বিশ্বাসের বাড়িতে পিকনিকে যোগ দিতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।

জানা গিয়েছে, তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে এদিন খাওয়াদাওয়া হয়। সেখানে স্থানীয় দলীয় কর্মীদেরও ডাকা হয়। দুলাল সেখানেই গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই তাঁর উপর প্রাণঘাতী হামলা হয় বলে অভিযোগ। পথের ধারেই তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর পথচারীদের নজরে আসে তাঁর দেহটি পড়ে রয়েছে। এই ঘটনায় তৃণমূল রাজনীতির গন্ধ পেলেও, পরিবারের বক্তব্য আলাদা। তাদের দাবি, কিছুদিন আগে এলাকারই এক যুবকের সঙ্গে তাঁর বচসা হয়। এই খুনের পিছনে সেই কারণও থাকতে পারে বলে মনে করছে তারা। থানায় দায়ের করা অভিযোগে রাজনীতির কোনও উল্লেখ নেই।