পরকীয়া সম্পর্কে সেনাকর্মী স্বামী, তাড়িয়ে দিয়েছিলেন স্ত্রীকে, ঘরে ফিরতে শ্বশুরবাড়ির সামনে ধর্না

গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এ নিয়ে ওই মহিলা বালুরঘাট মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

পরকীয়া সম্পর্কে সেনাকর্মী স্বামী, তাড়িয়ে দিয়েছিলেন স্ত্রীকে, ঘরে ফিরতে শ্বশুরবাড়ির সামনে ধর্না
শ্বশুরবাড়িতে ধর্নায় স্ত্রী।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 6:56 PM

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্বামী। সেই কারণে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্বামীর সঙ্গে সংসার করতে চেয়ে ধর্নায় বসলেন স্ত্রী। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চক আলমে৷ শ্বশুরবাড়ির সামনে স্ত্রী ধর্নায় বসেছে- এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ৷ পুলিশ ধর্নায় বসা মহিলাকে তাঁর স্বামীর বাড়িতে প্রবেশ করিয়ে দেয়৷ অভিযুক্ত স্বামী পেশায় সেনাকর্মী।

গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এ নিয়ে ওই মহিলা বালুরঘাট মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগ করার পর ওই সেনাকর্মী নিজের ভুল স্বীকার করে নেন। এবং মামলা তুলে নিতে বলেন। মামলা তুললে এক সঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বামী। সেই অনুয়ায়ী স্ত্রী মামলা তুলে নিয়েছিলেন। অভিযোগ, তা সত্ত্বেও স্ত্রীকে অস্বীকার করে ওই সেনাকর্মী। তাই এদিন স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছর পাঁচেক আগে দক্ষিণচক আলমের বাসিন্দা পেশায় সেনাকর্মী সোম মুর্মুর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয় কুমারগঞ্জ ব্লকের বংশীপুরের ওই মহিলার। রেজিস্ট্রি করে বিয়ে করার এক বছর পর অনুষ্ঠান করে হয় তাঁদের। এ দিকে গত ছয় সাত মাস আগে থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ ওই সময় ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। সেই সময় গ্রাম্য সালিশি সভাও হয়। সেখানেও স্ত্রীর সঙ্গে সংসার করতে স্বামী অস্বীকার করেন। এর পর ওই মহিলা বালুরঘাট মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের পরেই স্বামী তাঁর ভুল স্বীকার করেন এবং মামলা তুলে নেওয়ার কথা বলেন। মামলা তুলে নিলে একসঙ্গে সংসার করার আশ্বাসও দেন৷ কিন্তু মামলা তুলে নিতেই এক সঙ্গে সংসার করার কথা অস্বীকার করেন অভিযুক্ত সেনাকর্মী। এ নিয়ে একাধিকবার স্বামী সহ শ্বশুরবাড়িতে দরবার করলেও লাভ হয়নি বলে অভিযোগ। তাই শনিবার শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা। পরে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ আসে। পুলিশ যাওয়ার পরই ছেলে ও মেয়ের বাড়ি সদস্যরা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে৷ পুলিশ ওই মহিলাকে বাড়িতে প্রবেশ করিয়ে দিয়ে যায়৷