Dengue Fever: পাহাড়েও আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি

Dengue Fever: এই পরিস্থিতিতে সমস্ত সরকারি দফতর এবং স্কুলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রয়েছে এই মর্মে ঘোষণাপত্র নেওয়া হবে।

Dengue Fever: পাহাড়েও আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি
শিলিগুড়ি পৌরসভাImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 6:25 PM

শিলিগুড়ি: শিলিগুড়ি সহ দার্জিলিং পাহাড়ে ডেঙ্গি ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরী বৈঠক করলেন দার্জিলিংয়ের জেলাশাসক। দার্জিলিং পাহাড় সহ আশেপাশের এলাকায় মোট ১৯ জন ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলেছে। শিলিগুড়ি মহকুমায় আক্রান্তের সংখ্যা আরও ৩৪ জন। জেলায় মোট আক্রান্ত ৫৩৷ এর মধ্যে দার্জিলিঙ পুরসভা এলাকায় ৮ আক্রান্ত এবং শিলিগুড়ি শহরে ১৫ আক্রান্ত রয়েছেন।

এই পরিস্থিতিতে সমস্ত সরকারি দফতর এবং স্কুলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে।  পাশাপাশি তাদের কাছ থেকে নিজ নিজ প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রয়েছে এই মর্মে ঘোষণাপত্র নেওয়া হবে। মাটিগাড়া, বাগডোগরা প্রভৃতি এলাকায় বাড়তি টিম নামিয়ে জমা জলের খোঁজ চালানোর নির্দেশ দিয়েছেন দার্জিলিংয়ের জেলা শাসক এস পূন্যমবালম।

আজ শিলিগুড়িতে স্বাস্থ্য কর্তাদের নিয়ে জরুরী বৈঠক করেন জেলাশাসক। তিনি জানান, ডেঙ্গিকে বাগে আনতে নানা পদক্ষেপ করা হচ্ছে।