Fire at Hospital: দার্জিলিং জেলা হাসপাতালে আগুন, অক্সিজেন স্টোর রুমের পরিষেবা বিঘ্নিত
Darjeeling: ঘড়ির কাঁটায় তখন সন্ধে প্রায় ৭টা ১০ মিনিট। হঠাৎ করে বিকট একটি শব্দ হয়। আর তারপরই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লেগে যায় অক্সিজেন স্টোর রুমে।
দার্জিলিং: দার্জিলিং জেলা হাসপাতাল। পাহাড়ের মানুষজনের সরকারি স্বাস্থ্য পরিষেবার একটি অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো। সোমবার সন্ধেয় হঠাৎ সেই হাসপাতালের (Darjeeling District Hospital) অক্সিজেন স্টোর রুমে শর্ট সার্কিট হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন সন্ধে প্রায় ৭টা ১০ মিনিট। হঠাৎ করে বিকট একটি শব্দ হয়। আর তারপরই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। আগুন লেগে যায় অক্সিজেন স্টোর রুমে। ধোঁয়ায় ঢেকে যায় ওই রুমের আশপাশের জায়গা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু শর্ট সার্কিটের জেরে হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শর্ট সার্কিটের ফলে। এদিকে সন্ধে বেলা যখন এই অঘটন ঘটে, সেই সময় হাসপাতালে অনেক রোগী ও তাঁদের পরিজনরা ছিলেন। একটু এদিক-ওদিক হলেই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে হাসপাতালের কর্মী ও দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। জানা যাচ্ছে, এদিন সন্ধের অঘটনের পর সাময়িকভাবে থমকে যায় দার্জিলিং জেলা হাসপাতালের অক্সিজেন স্টোর রুমের কাজ। হাসপাতালের এক আধিকারিক শুভাশিস চন্দ জানিয়েছেন, অঘটনের পর থেকে জেলা হাসপাতালে অক্সিজেন লাইন বন্ধ রাখা হয়েছে এবং কনসেনট্রেটর ব্যবহার করা হবে।
জানা যাচ্ছে, আগুন লাগার ঘটনার সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। হাসপাতালে যে ফায়ার এক্সটিংগুইশারগুলি ছিল, সেগুলি দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। ৭-৮টি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের ওই আধিকারিক জানাচ্ছেন, দুর্ঘটনায় একটি অক্সিজেন মিটারও ফেটে গিয়েছে।
উল্লেখ্য, এই অক্সিজেন স্টোর রুম থেকেই হাসাপাতালে চিকিৎসার প্রয়োজনে যাবতীয় অক্সিজন সরবরাহ করা হয়। হাসপাতালের তরফে জানানো হচ্ছে, যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য আপাতত অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অক্সিজেন সংযোগের লাইন যে সংস্থা দেখভাল করে, তাদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।