Panchayat Election 2023: অনীতের ‘শান্ত পাহাড়’-এ BJP সাংসদের গাড়িতে হামলার অভিযোগ
Raju Bista: আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ পোখরিয়াবং বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। সাংসদের দাবি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তাদের জোট সঙ্গী তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
দার্জিলিং: জমে উঠেছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) ময়দান। দুই দশক পেরিয়ে আবার পঞ্চায়েত ভোট হচ্ছে পাহাড়েও। তা নিয়ে পাহাড়বাসীর মধ্যে আলাদা উচ্ছ্বাসও দেখা গিয়েছে। কিন্তু এসবের মধ্যেই এবার সাংসদ রাজু বিস্তার (Raju Bista) গাড়ি আটকানোর অভিযোগ। দার্জিলিং-এর বিজেপি সাংসদের উপর হামলার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে নাগারি থানায় গিয়ে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে পাহাড়ে। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ পোখরিয়াবং বাজারের কাছে ঘটনাটি ঘটেছে। সাংসদের দাবি, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ও তাদের জোট সঙ্গী তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে।
সাংসদের দাবি, আজ যখন তিনি পোখরিয়াবং বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন একদল দুষ্কৃতী তাঁর গাড়ি আটকায়। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করার লক্ষ্যে ইচ্ছাকৃতভাবে গাড়ি আটকানো হয়েছিল। এক লিখিত বিবৃতিতে সাংসদ অনীত থাপার দল ও তৃণমূল শিবিরকে কার্যত একহাত নিয়েছেন এই ঘটনায়। তাঁর অভিযোগ, জনমত শাসক শিবিরের হাত থেকে ফস্কে যাচ্ছে, সেটা বুঝতে পেরে মরিয়া হয়ে উঠেছে পাহাড়ের শাসক দল ও তাদের জোটসঙ্গীরা।
রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে রাজু বিস্তার। সাংসদের দাবি, তিনি কোথায় যাবেন, কখন যাবেন, যাবতীয় সূচি দার্জিলিং জেলা পুলিশকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। তারপরও পুলিশের তরফে নিরাপত্তা নিশ্চিত করতে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অল্প কয়েকজন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছিল এবং তারাও কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল বলেই অভিযোগ সাংসদের। রাজু বিস্তার অভিযোগ, যখন তাঁর গাড়ির উপর দুষ্কৃতীরা চড়াও হয়েছিল, তখন পুলিশ তাদের থামাতে কোনও ব্যবস্থাই নেয়নি।
যদিও এই নিয়ে পাহাড়ের শাসক শিবির ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গতকালই অনীত থাপা বলেছিলেন, পাহাড়ে এমন শান্তির পরিবেশ আগে কখনও ছিল না। সব মানুষজন আনন্দের সঙ্গে উৎসবের মেজাজে পঞ্চায়েতে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও দাবি করেছিলেন থাপা।