WB Panchayat Polls 2023: আরামবাগে তৃণমূল প্রার্থীকে বেধড়ক মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির

WB Panchayat Polls 2023: এদিন খানাকুলের পলাশপাই ১ নং গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর এলাকায় প্রচারে বেরিয়ে ছিলেন মোস্তফাপুর এলাকার তৃণমূল প্রার্থী ভাগ্যধর দোলুই।

WB Panchayat Polls 2023: আরামবাগে তৃণমূল প্রার্থীকে বেধড়ক মারধর, অভিযোগ অস্বীকার বিজেপির
ব্যাপক উত্তেজনা খানাকুলেImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 11:29 PM

আরামবাগ: ভোটের (Panchayat Election 2023) বাকি আর মাত্র একটা দিন। জেলায় জেলায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু, হিংসা এখনও থামছে না বাংলার বুকে। কখনও শাসকদলের (Trinamool Congress) আক্রমণের মুখে বিরোধী শিবিরের লোকজন, আবার কোথাও তৃণমূল কর্মীদের আক্রমণের অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। এরইমধ্যে এবার তৃণমূলের প্রার্থী ও তাঁর অনুগামীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আরামবাগে। এদিন খানাকুলের পলাশপাই ১ নং গ্রাম পঞ্চায়েতের মোস্তফাপুর এলাকায় প্রচারে বেরিয়ে ছিলেন মোস্তফাপুর এলাকার তৃণমূল প্রার্থী ভাগ্যধর দোলুই। অভিযোগ রাস্তাতেই তাঁর উপর চড়াও হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। 

তাঁকে বাঁচাতে গিয়ে আক্রমণের মুখে পড়েন স্থানীয় তৃণমুল কর্মী পলাশ দোলুই। অভিযোগ, তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বেশ কিছু লোকজন। তখনই দু’জনকেই মারধর করে একটি পুকুরের পাড়ে ফেলে রেখে চম্পট পালায় দুস্কৃতীরা। এ ঘটনায় ইতিমধ্যেই খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। 

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে। বিজেপির আরামবাগের সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা ঘটনার কথা অস্বীকার করে বলছেন, “সবটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।” অন্যদিকে এদিনই আবার প্রচারে বেরিয়ে ঝাড়গ্রামে আক্রমণের মুখে পড়েছেন ২ নির্দল প্রার্থী। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি নির্দল প্রার্থী মালিনী মুর্মু এবং লক্ষী মুর্মু। তাঁদের উপর কুড়ুল দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগের তির শাসকদলের দিকে।